Re: প্লে স্টেশন সম্পর্কে জানতে চাচ্ছি?
খেল্লাম না গেম এতো টাকা দিয়ে
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » প্লে স্টেশন সম্পর্কে জানতে চাচ্ছি?
খেল্লাম না গেম এতো টাকা দিয়ে
buy a gaming pc :v console graphics sucks
কিছু কনসল এক্স্লুসিভ গেম পিসি তে নেই।
খেলাধুলা করতেই এত্তো এত্তো টাকা খরচ
কনসোলে তো তাও কম-সম খরচ, পিসি গেমাররাতো বিশাল আকারের এমাউন্ট খরচ করে থাকে।
আমার এক্সবক্সটা কেনার ইচ্ছা আছে। যেটাতে হাতে পায়ে সেন্সর লাগিয়ে খেলতে হয়। কবে কিনব কে জানে।
সেন্সর লাগিয়ে কোনটায় খেলে? দেখিনাই কখনো, একখানা ভিডুর লিংকু দেন।
সেন্সর লাগিয়ে কোনটায় খেলে?
দেখিনাই কখনো, একখানা ভিডুর লিংকু দেন।
Wii, PS3, XBox তিনটাতেই খেলা যায়। XBox এর টার নাম কিনেক্ট।
ফোরামে এই নিয়ে আগেও আলোচনা হয়েছে।
মাইক্রোসফটের 'কিনেক্ট'
Wiimote রিমোট হ্যাক!
গেমিং এর জন্য কনসল (PlayStatiom) কিনব সাজেশন চাই !
Wii, PS3, XBox তিনটাতেই খেলা যায়। XBox এর টার নাম কিনেক্ট।
ফোরামে এই নিয়ে আগেও আলোচনা হয়েছে।
মাইক্রোসফটের 'কিনেক্ট'
Wiimote রিমোট হ্যাক!
গেমিং এর জন্য কনসল (PlayStatiom) কিনব সাজেশন চাই !
ওহ, ওটা? হাতে-পায়ে সেন্সর লাগানোর কথাতে প্রথমে বুঝিনি।
এগুলোতেতো হাতে-পায়ে কিছু লাগাতে হয় না। নির্দিষ্ট জায়গায় দাড়িয়ে হাত-পা নাড়া-চাড়া করলেই হয়।
কোরাকোরা লিখেছেন:সেন্সর লাগিয়ে কোনটায় খেলে?
দেখিনাই কখনো, একখানা ভিডুর লিংকু দেন।
Wii, PS3, XBox তিনটাতেই খেলা যায়। XBox এর টার নাম কিনেক্ট।
ফোরামে এই নিয়ে আগেও আলোচনা হয়েছে।
মাইক্রোসফটের 'কিনেক্ট'
Wiimote রিমোট হ্যাক!
গেমিং এর জন্য কনসল (PlayStatiom) কিনব সাজেশন চাই !
এগুলা তো মানুষের নড়ন চড়ন ডিটেক্ট করে। গায়ে কিছু লাগাতে হয়না।
গায়ে কিছু লাগাতে হয়না।
আসলেই কি তাই? লাস্ট টাইম (৫-৬ মাস আগে) যখন দেখেছিলাম তখন কিছু একটা লাগাতে হত। কিনেক্টের ক্ষেত্রে হাতে ও পায়ে এক ধরণের সেন্সর। আর প্লেস্টেশন মুভে হাতে রিমোট। সেইম জিনিষWii তেও। এখন কি এসব লাগাতে হয় না?
মেরাজ০৭ লিখেছেন:গায়ে কিছু লাগাতে হয়না।
আসলেই কি তাই? লাস্ট টাইম (৫-৬ মাস আগে) যখন দেখেছিলাম তখন কিছু একটা লাগাতে হত। কিনেক্টের ক্ষেত্রে হাতে ও পায়ে এক ধরণের সেন্সর। আর প্লেস্টেশন মুভে হাতে রিমোট। সেইম জিনিষWii তেও। এখন কি এসব লাগাতে হয় না?
নাহ
ওয়েল প্লেস্টেশন মুভে হাতে রিমোট লাগে। কিনেক্টে লাগেনা। পুরাই হ্যান্ড জেস্চারে চলে।
আরো জানতে এটা দেখুন,
খেল্লাম না গেম এতো টাকা দিয়ে
মনের কথা কইছেন! আমিতো কই গেমই খেল্লাম না :v
শিপলু লিখেছেন:আসলেই কি তাই? লাস্ট টাইম (৫-৬ মাস আগে) যখন দেখেছিলাম তখন কিছু একটা লাগাতে হত। কিনেক্টের ক্ষেত্রে হাতে ও পায়ে এক ধরণের সেন্সর। আর প্লেস্টেশন মুভে হাতে রিমোট। সেইম জিনিষWii তেও। এখন কি এসব লাগাতে হয় না?
নাহ
![]()
![]()
![]()
ওয়েল প্লেস্টেশন মুভে হাতে রিমোট লাগে। কিনেক্টে লাগেনা। পুরাই হ্যান্ড জেস্চারে চলে।
আরো জানতে এটা দেখুন,
খালি হ্যান্ড না, পুরা বডি জেস্চার। ইউটিউবে একটা গেম খেলার ভিডিও দেখে ব্যাপক হাসি পাইসিলো।
প্লেস্টেশন ৩ এও এটাইপ কি জানি একটা আছে। সম্ভবত প্লেস্টেশন আই মেবি।
মেরাজ০৭ লিখেছেন:নাহ
![]()
![]()
![]()
ওয়েল প্লেস্টেশন মুভে হাতে রিমোট লাগে। কিনেক্টে লাগেনা। পুরাই হ্যান্ড জেস্চারে চলে।
আরো জানতে এটা দেখুন,
খালি হ্যান্ড না, পুরা বডি জেস্চার।ইউটিউবে একটা গেম খেলার ভিডিও দেখে ব্যাপক হাসি পাইসিলো।
প্লেস্টেশন ৩ এও এটাইপ কি জানি একটা আছে। সম্ভবত প্লেস্টেশন আই মেবি।
প্লেস্টেশনের ফিচার নতুন এক্সবক্সের ধারের কাছেও নেই। নতুন এক্সবক্সের কিনেক্ট দিয়ে পুরা লিভিং রুমের সব কিছু কন্ট্রোল করা পসিবল। শুধু মাত্র বডি জেস্চার এবং ভয়েস রিকগনিশন ব্যবহার করেই। ৯০ ডেইস টু গো
প্লেস্টেশনের ফিচার নতুন এক্সবক্সের ধারের কাছেও নেই। নতুন এক্সবক্সের কিনেক্ট দিয়ে পুরা লিভিং রুমের সব কিছু কন্ট্রোল করা পসিবল। শুধু মাত্র বডি জেস্চার এবং ভয়েস রিকগনিশন ব্যবহার করেই। ৯০ ডেইস টু গো
রাইট। এটা অনেক আগেই বের করেছিলাম। তখনি ডিসিশন নিয়ে রেখেছি কিনলে কিনেক্ট কিনব। এখন তো দেখি কিনেক্ট আরও এগিয়ে গিয়েছে। সমস্যা হল বড় সাইজের মনিটর। বাংলাদেশে বড় সাইজের মনিটরের দাম ৩-৬ লাখ টাকা!!
আহমাদ মুজতবা লিখেছেন:প্লেস্টেশনের ফিচার নতুন এক্সবক্সের ধারের কাছেও নেই। নতুন এক্সবক্সের কিনেক্ট দিয়ে পুরা লিভিং রুমের সব কিছু কন্ট্রোল করা পসিবল। শুধু মাত্র বডি জেস্চার এবং ভয়েস রিকগনিশন ব্যবহার করেই। ৯০ ডেইস টু গো
রাইট। এটা অনেক আগেই বের করেছিলাম। তখনি ডিসিশন নিয়ে রেখেছি কিনলে কিনেক্ট কিনব। এখন তো দেখি কিনেক্ট আরও এগিয়ে গিয়েছে। সমস্যা হল বড় সাইজের মনিটর। বাংলাদেশে বড় সাইজের মনিটরের দাম ৩-৬ লাখ টাকা!!
আপনার কাসে বড় সাইজ বলতে কত ইঞ্চি বুজাই?
আপনার কাসে বড় সাইজ বলতে কত ইঞ্চি বুজাই?
কিনেক্ট দিয়ে খেলতে গেলে ২০ ইঞ্চি মনিটরের সামনে হাত পা ঝাকালে মোটেও ভাল লাগবে না। ভাল লাগবে যদি মনিটরের সাইজ আমার দেহের সমান হয়। মানে ৫ - ৬ ফিট। এটা বেশ বড় হয়ে যায়। যদিও পারফেক্ট সাইজ। তবে কমপক্ষের কথা যদি বলেন তাহলে ৪৬ ইঞ্চি মনিটর হলে চলে আর কি।
প্লেস্টেশনের ফিচার নতুন এক্সবক্সের ধারের কাছেও নেই। নতুন এক্সবক্সের কিনেক্ট দিয়ে পুরা লিভিং রুমের সব কিছু কন্ট্রোল করা পসিবল। শুধু মাত্র বডি জেস্চার এবং ভয়েস রিকগনিশন ব্যবহার করেই। ৯০ ডেইস টু গো
Xbox one? কয়েক যায়গায় এটা নিয়ে খুব চিল্লাপাল্লা দেখলাম (নেগেটিভলি), খুব সম্ভবত কি কি ফিচার জানি গেমারদের পচ্ছন্দ হয় নাই।
অবশ্য পিএস৪ নিয়েও একই কাহিনী দেখলাম।
জেলাল লিখেছেন:হাত-পায়ের ব্যায়াম হয় কিংবা ঘাম ঝরে এরকম কিছু আছে? সে, বাইসাইকেল গেম।
আছে। টেনিস, টেবিল টেনিস।
মানে, এক্সবক্সে? আপনি কি এটার কথা বলছেন?
মানে, এক্সবক্সে? আপনি কি এটার কথা বলছেন?
এখন মোটামুটি সব কনসোলেই এটাইপ গেম পাবেন।
http://en.wikipedia.org/wiki/Virtua_Tennis_4
খুব সম্ভবত কি কি ফিচার জানি গেমারদের পচ্ছন্দ হয় নাই।
ব্যাকোয়ার্ড কম্পাটিবিলিটি নাই। আর উদ্ভোদনে খালি টিভি টিভি করতেছে উন্বোধকরা
ব্যাকোয়ার্ড কম্পাটিবিলিটি নাই। আর উদ্ভোদনে খালি টিভি টিভি করতেছে উন্বোধকরা
হ্যা, ঐ টিভি নিয়াই বেশী চিল্লা-পাল্লা দেখলাম।
ফক্স নিউজের ওয়েবে দেখলাম আইজিএন এর কে জানি (স্টিভেন বাটস মনে হয়) এটা নিয়ে ব্যাপক হতাশ।
পিএসপি কোথায় পাওয়া যাবে (অরিজিনাল)??
এর ইউএমডি এর দাম কত??
লেটেস্ট মডেল কত??
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » প্লে স্টেশন সম্পর্কে জানতে চাচ্ছি?
০.০৯৮৩৯৩৯১৭০৮৩৭৪ সেকেন্ডে তৈরী হয়েছে, ৭৭.৭৩২৩৬৩২৯০৯৬১ টি কোয়েরী চলেছে