টপিকঃ আপন বলয়ে
আপন বলয়ে
----------------------------------
রেললাইনের পাশে একটা বস্তি আছে
সেইখানে ক্ষ্যাম্তাবান এক পুরুষ আছে
বউকে পেটায় কথায় কথায় দিন ও রাতে
লাথি ঝাঁটা গাল-মন্দ থাকে সাথে ।
ক্ষ্যাম্তাবানে পেটায় যখন বউটাকে
জানিয়ে দিতে ভুল করে না ক্ষ্যাম্তাকে
মার খায়ে মার সহ্য করে নিত্যদিন
এমনি করে মুখ বুঁজে আর কত্ত দিন ।
একদিন সে সাহস করে খোলে মুখ
দেখছি তোমার ক্ষ্যাম্তা বড়াই কতটুক
বউয়ের কাছেই যত্ত তুমি বীর পুরুষ
বীর পুরুষটা চুপসে গেল হঠাৎ ফুঁস।
কি করবে সে ভেবে ভেবে কূল হারায়
হঠাৎ তার বুদ্ধি খেলে ঠিক মাথায়
লিকলিকিয়ে ট্রেনখানা ঐ আসছে এদিক
লাল চাদরটা খুঁজতে থাকে এদিক সেদিক-
চাদর পেয়ে রেললাইনে ধরে মেলে
ট্রেনখানা ব্রেক কষে চাপে বিপদ ভেবে
গার্ডটা নেমে কারণ শুধায় বীরপুরুষে
গাড়ী থামাস সামনে আবার বিপদ কী সে ?
ভ্যাবাচ্যাকা তাকিয়ে থাকে দিশেহারা
বীরপুরুষে কি বলবে আর চুপটি ছাড়া
গার্ড ব্যাটাটা কষিয়ে গালে মারে থাবা
দুনিয়াটা ঘুরে গেল ওরে বাবা !
বউটা পিছে লুকায় দেখে কোথায় গেল ক্ষ্যাম্তা
এই ব্যাটারা জব্দ শুধু ধরলে পরে জনতা।
স্বামী এসে বউকে বলে দেখলি আমার ক্ষ্যাম্তা
আমার কথায় থামল কেমন চলন্ত ঐ ট্রেনটা
বউটি হাসে মিচকি হাসে দেখছি আমি দেখছি
কেমন করে জব্দ তুমি সেই কথাটি শিখছি-
গার্ডের কাছে ভ্যাবাচ্যাকা মার দিল এক কষে
সেই মারেতে চুপসে গেলে ক্ষ্যামতা গেল বসে
-বীরপুরুষে বউকে বলে বুঝবি কি আর এইসব তুই,
হের ক্ষ্যাম্তা হেই দেখাইছে – - মোর ক্ষ্যাম্তা মুই ।
---------------------------------------------------------
রহস্য মানব
২৬ /০৫/১৩