রিমন ভাই, একটা বই দেখে করুন। বা অফিসিয়াল কোন টিউটোরিয়াল ফলো করুন। আপনার প্রতিটা স্টেপে অনেক ভুল আছে। সব ভুল ধরিয়ে দিয়ে লাভ নেই। এই থ্রেডে কয়েকজন চেষ্টা করেছে অলরেডি। আপনি সমাধান কিভাবে এপ্লাই করতে হবে তাইই ধরতে পারছেন না। তো সমস্যা আরও একটু ব্যাসিক লেভেলে।
আপনি সঠিক ফিডব্যাকও দিচ্ছেন না। এমন হলে আসলে কেউই আপনাকে সাহাজ্য করতে পারবে না।
শামীম লিখেছেন:হোমটা ব্রাউজারের বারে বড় হাতের দেখালেও আসলে ছোট হাতের এটা আমিও খেয়াল করেছিলাম।

ফাইল ব্রাউজারে Home আসলে /home নয় (এটা কমবেশি সবাই জানে। আপনিও জানেন।) ওখানে Home বলতে বোঝায় ইউজারের হোম। ইউজার যদি shiplu হয়, তাহলে Home মানে shiplu র হোম ডিরেক্টরি। অর্থাৎ /home/shiplu ডিরেক্টরি।
জিসিসির কমান্ডটা নিচের মত হওয়া উচিৎ ছিল।
কিন্তু কোন এইচ ছোট হাতের, কোন ফাইল chmod +x করতে হবে তার কোন কিছুই ঠিক মত এপ্লাই করা হয় নি।
ছুরিতে হাত কেটে গেলে কেউ যদি স্যাভলন ক্ষতস্থানে না লাগিয়ে যদি ছুরিতে লাগায় তাহলে যা হয় আর কি। এরকম হলে বুঝতে হবে সমস্যা আরও ব্যাসিকে।
(টেক্সট না দিয়ে ছবি দিলাম। যাতে কপি না করা যায়।)