Re: উবুন্টুতে সি/সি++ প্রোগ্রাম রান হচ্ছে না
ছবি দেখতে পারি না। পারমিশন ডিনাইড দেখাচ্ছে কারন আপনি মনে হয় প্রজেক্টটা কোন FAT বা NTFS ড্রাইভে রেখেছেন। ওইসকল ফাইলসিস্টেমে এক্সিকিউটবল পার্মিশন সাপোর্ট না থাকায় এই এরর টা দেয়। সহজ বুদ্ধি হলো হোম ফোল্ডারে তৈরী করা।
Re: উবুন্টুতে সি/সি++ প্রোগ্রাম রান হচ্ছে না
Re: উবুন্টুতে সি/সি++ প্রোগ্রাম রান হচ্ছে না
sudo chown sayemkcn:sayemkcn ~/workspace/your-exe-file
chmod +x ~/workspace/your-exe-file
Re: উবুন্টুতে সি/সি++ প্রোগ্রাম রান হচ্ছে না
sudo chown sayemkcn:sayemkcn ~/workspace/your-exe-file
chmod +x ~/workspace/your-exe-file
৬ ২৩-০৫-২০১৩ ২১:২৩ সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (২৩-০৫-২০১৩ ২১:৩৯)
Re: উবুন্টুতে সি/সি++ প্রোগ্রাম রান হচ্ছে না
Re: উবুন্টুতে সি/সি++ প্রোগ্রাম রান হচ্ছে না
আজব ব্যাপার। এডমিন একাউন্ট থেকে তো হোম ডিরেক্টরিতে আলাদা পারমিশন লাগার কথা না।
৯ ২৩-০৫-২০১৩ ২২:১০ সর্বশেষ সম্পাদনা করেছেন রিমন রনবীর (২৩-০৫-২০১৩ ২২:১৭)
Re: উবুন্টুতে সি/সি++ প্রোগ্রাম রান হচ্ছে না
১২ ২৩-০৫-২০১৩ ২২:৪৩ সর্বশেষ সম্পাদনা করেছেন রিমন রনবীর (২৩-০৫-২০১৩ ২২:৫৮)
Re: উবুন্টুতে সি/সি++ প্রোগ্রাম রান হচ্ছে না
Re: উবুন্টুতে সি/সি++ প্রোগ্রাম রান হচ্ছে না
জানিনা বাপু উবুন্টু কিসির কয়
Re: উবুন্টুতে সি/সি++ প্রোগ্রাম রান হচ্ছে না
আপনার একই অবস্থা মানে তো ফাইলের পাথ অনুযায়ী পাথ খুঁজে পাচ্ছে না ... ... কাজেই পাথটা ঠিকভাবে দেয়াটাই প্রথম স্টেপ হতে পারে।
ফাইলটার উপর রাইট মাউস ক্লিক করে প্রোপার্টি দেখলে আসল পাথ (বানান, ছোট বড় ইত্যাদি) সম্পর্কে নিশ্চিত হওয়া যেত। হোমটা ব্রাউজারের বারে বড় হাতের দেখালেও আসলে ছোট হাতের এটা আমিও খেয়াল করেছিলাম।
১৮ ২৩-০৫-২০১৩ ২৩:৪৫ সর্বশেষ সম্পাদনা করেছেন শিপলু (২৪-০৫-২০১৩ ০১:০৯)
Re: উবুন্টুতে সি/সি++ প্রোগ্রাম রান হচ্ছে না
Re: উবুন্টুতে সি/সি++ প্রোগ্রাম রান হচ্ছে না
হোমের ব্যাপারে ভুল লিখেছিলাম। যদিও ঠিক ব্যাপারটা জানি।
আমি সি বা এর সাথে প্লাস যুক্ত কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ শিখি নি। ভালভাবেই শিখেছিলাম কিউবেসিক, ফোরট্রান৭৭ আর একটা কী যেন! তাই মূল কমান্ড রানের ব্যাপারটায় ভুল কী সেটা ধরা হয়তো সম্ভব না। কিন্তু এরর মেসেজে যা বলছে তার মর্মার্থ বুঝি -- ফাইলই খুঁজে পাচ্ছে না অর্থাৎ পাথটাই ঠিক নাই। পাথ দেখতে ফাইলটাতে রাইট মাউস ক্লিক করে প্রোপার্টি দেখা সহজ বুদ্ধি (আশা করছি ইউনিটিতেও রাইট মাউসে সেই অপশন আছে)।