টপিকঃ অকৃত্রিম
অকৃত্রিম
---------------------------------------
ডাগর-ডাকর সাঁতাল মেয়ের
কান ঝুম ঝুম করে
এমাল চিকির বিয়ে হবে
মংলু মাঝির ঘরে।
জামাই বাবুর পা ধুয়ে দেয়
পড়শি থালার পরে
দক্ষিণা পায় চাঁদির টাকা
হাত ধরে নাচ করে।
পড়শি সখি ধোয় যে হেসে
জামাই বাবুর পা
দক্ষিণা পায় নেচে গেয়ে
মাতায় সারা গাঁ।
নিশি কালো কুঁচকুঁচে রং
সত্য, ত্রেতা-দাপরে
এখনও ঠিক অমনি কাটায়
লাল পেড়ে দু'কাপড়ে।
জীবন যাপন আগের মতন
লাল মাটি গাঁ কাকনে
রক্ত বহে হাজার বছর
একই রকম জীবনে।
------------------------------------------
রহস্য মানব
২৩/০৫/১৩