Re: এবার ফিক্সিং নিয়ে দিল্লি পুলিশের আঙ্গুল বাংলাদেশী ক্রিকেটারের দিকে
এই ব্যাটারা বাচার জন্য আবোল তাবোল বকতেছে......
বিপিএল এ ফিক্সিং করার কী দরকার??
যদি হয় তবে লজ্জাজনক
Re: এবার ফিক্সিং নিয়ে দিল্লি পুলিশের আঙ্গুল বাংলাদেশী ক্রিকেটারের দিকে
Re: এবার ফিক্সিং নিয়ে দিল্লি পুলিশের আঙ্গুল বাংলাদেশী ক্রিকেটারের দিকে
বাজির বেপারটা জানি। কিন্তু কোথায় কিভাবে হয় সেইটা জানি না ।
█░▀░█ █▄▄█ ▀▀█ █░░█ █░▀░█ ▄▀░
▀░░░▀ ▀░░▀ ▀▀▀ ░▀▀▀ ▀░░░▀ ▀▀▀
Re: এবার ফিক্সিং নিয়ে দিল্লি পুলিশের আঙ্গুল বাংলাদেশী ক্রিকেটারের দিকে
সেতো হয়ে আসছে হবেও।
সেটা তৃণমূল গ্রাহক পর্যায়ে।
আমি মোঃপুর এলাকার বিহারি পট্টিতে দেখেছি ওভারে কত রান হবে, মোট কত রান হবে, রানে রেঞ্জ কত হবে, টসে কে জীতবে, প্রথম ওভার কে করবে, এমন কি ওভাবে কয়টা নো বাই ওয়াইড হবে এটা নিয়ে বাজি হয় পান/চায়ের দোকানে। পুলিশ সদস্যরাও বাজি ধরে
আরও ইউনিক বাজি আছে
এনারা খুব কম রেঞ্জের বাজিগর। এনাদের পক্ষে ম্যাচে প্রভাব বিস্তার সম্ভব নয়।
এখন কথা হল বাজি সেই ম্যাচে হবে যার দর্শক অনেক বেশি হয়, মিডলইস্টের দর্শক ইনভলভ
বিপিএল এর যেখানেখেলোয়ারদের পাওনাই মেটানো হয় না সেখানে বাজি হওয়া কিছুটা অপ্রত্যাশিত
এখানে যদি হয়ে থাকে সেটা সম্ভবত অভাবের দায়ে শেষ ভিটা বিক্রির মত হয়েছে
কেউ হয়ত জাতীয় টিমে চান্স পান না, যা কামানোর এই বিপিএল থেকেই কামানোর ধান্ধায় কেউ এমন করতে পারেন
তবে সেটা স্পট ফিক্সিং এর চেয়ে ম্যাচ ফিক্সিং হওয়ার সম্ভাবনা বেশী............
Re: এবার ফিক্সিং নিয়ে দিল্লি পুলিশের আঙ্গুল বাংলাদেশী ক্রিকেটারের দিকে
█░▀░█ █▄▄█ ▀▀█ █░░█ █░▀░█ ▄▀░
▀░░░▀ ▀░░▀ ▀▀▀ ░▀▀▀ ▀░░░▀ ▀▀▀
Re: এবার ফিক্সিং নিয়ে দিল্লি পুলিশের আঙ্গুল বাংলাদেশী ক্রিকেটারের দিকে
ভাইরে এই বাজী খাইল আমাদের আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি।
ইন্ডিয়াতে আই পি এল খেলায় বাজী ধরে এক ক্ষুদ্র ব্যবসায়ী সেই দিন হারল এক লক্ষ বিশ হাজার টাকা,কারখানাতে চাকরীরত পোলাপান যে কিনা মাসে ৫/৭ হাজার টাকা বেতন পায় তারাও বাজী ধরে হাজার টাকা।নবাবপুর এর কছু অংশ এবং ধোলাইখাল লোহার মার্কেট এতো রীতিমত কঠিন অবস্থা প্রতি বল এ বল এ বাজী ,এই বলে ৬ কিংবা এই বলে উইকেট................এই হল ভাই অবস্থা।
Re: এবার ফিক্সিং নিয়ে দিল্লি পুলিশের আঙ্গুল বাংলাদেশী ক্রিকেটারের দিকে
আমাদের এলাকায় এভাবে বাজি ধরা দেখি নাই, মজা করে দুএকটা বাজি যে বাসায় ধরি নাই তা না, কিন্তু এখানে যেভাবে স্টাইল দেখছি তাতে তো