টপিকঃ ♥সুহাসিনী♥
তৃষ্ণা হয়ে থাক কান্না-গভীর ঘুমে মাখা।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » চারুকলা » ♥সুহাসিনী♥
ভাই স্কেচ করা শিখা যাইবো কেমনে? আপনাগো এত স্কেচ দেইখা স্কেচ করতে মন চায়।
ভাই স্কেচ করা শিখা যাইবো কেমনে? আপনাগো এত স্কেচ দেইখা স্কেচ করতে মন চায়।
আমি তো হাতুড়ে। আমার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। অন্যরা যেমন: অংকিতা, রহস্য মানব, জল কনা..ওনারা ভালো বলতে পারবেন। তবে, আমি যেটা দেখি, সেটা হলো রেখাদের চলন। মানে রেখা কোথায় কোথায় বেঁকে যায়, খুব খেয়াল করি। আর আকার-আকৃতি খুব ভালো করে দেখতে হবে। অনুপাতটা খুব প্রয়োজনিয়। অনুপাত যত নিখুঁত হবে তত সুন্দর হবে ছবি। আর আলোছায়ার খেলা তো আছে। সর্বপরি, দেখতে হবে। যাই আঁকুন, ভালো করে দেখুন। আমি আবার এতে দারুণ পটু। কেউ বিব্রত হলেও তাকিয়ে থাকি। হা হা হা।
কুছ কুছ হোতা হ্যায় .....
এই সুন্দ্রি ভদ্র মহিলাকে আগে কোথাও দেখেছি বলে মনে হচ্ছে, উদা'দা স্কেচ পুরাই চখাম হইচ্ছে
সুন্দর হইচে
ছোট মহাপুরুষ লিখেছেন:ভাই স্কেচ করা শিখা যাইবো কেমনে? আপনাগো এত স্কেচ দেইখা স্কেচ করতে মন চায়।
আমি তো হাতুড়ে। আমার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। অন্যরা যেমন: অংকিতা, রহস্য মানব, জল কনা..ওনারা ভালো বলতে পারবেন। তবে, আমি যেটা দেখি, সেটা হলো রেখাদের চলন। মানে রেখা কোথায় কোথায় বেঁকে যায়, খুব খেয়াল করি। আর আকার-আকৃতি খুব ভালো করে দেখতে হবে। অনুপাতটা খুব প্রয়োজনিয়। অনুপাত যত নিখুঁত হবে তত সুন্দর হবে ছবি। আর আলোছায়ার খেলা তো আছে। সর্বপরি, দেখতে হবে। যাই আঁকুন, ভালো করে দেখুন। আমি আবার এতে দারুণ পটু। কেউ বিব্রত হলেও তাকিয়ে থাকি। হা হা হা।
আইচ্ছা এই তাইলে কাহিনী।এহন কন কেডা এইডা
অসাধারণ হয়েছে গুলাবজামুনের ছবি টা ৷ আর নামকরণও যথার্থ ৷
কিন্তু আপনাকে এই সুন্দর চালকলা... না, না চারুকলার জন্য কোন সম্মাননা দিলাম না, কারণ প্রশাসনিক ব্যক্তিগণ যে দীর্ঘ আর যথার্থ ভাষার দক্ষতা চান সম্মাননা দেওয়ার সময় সেটা এই অধমের নেই ৷ তাই কেবল পছন্দ এই বটনেই ক্লিক করলাম ৷
অফটপিকঃ কবি মনস্তাত্বিক দিকটা ভালোই বোঝেন দেখছি ৷
প্রোফাইল পিকচারে লালপরী ছিল। আমি হইলে ঐ ছবিরেই পেন্সিল স্কেচ হিসেবে ইফেক্ট দিয়ে করতাম।
পিকটা জোস হইছে।তবে কালার দিলে আরেকটু ফুটে উঠত।
দাদা ছবিখানা দেখিয়া সুহাসিনী গানটার কথা মনে পরে গেল
অসাধারণ হয়েছে গুলাবজামুনের ছবি টা ৷ আর নামকরণও যথার্থ ৷
কিন্তু আপনাকে এই সুন্দর চালকলা... না, না চারুকলার জন্য কোন সম্মাননা দিলাম না, কারণ প্রশাসনিক ব্যক্তিগণ যে দীর্ঘ আর যথার্থ ভাষার দক্ষতা চান সম্মাননা দেওয়ার সময় সেটা এই অধমের নেই ৷ তাই কেবল পছন্দ এই বটনেই ক্লিক করলাম ৷
অফটপিকঃ কবি মনস্তাত্বিক দিকটা ভালোই বোঝেন দেখছি ৷
সম্মাননা দরকার নেই, দাদা। আপনি আবার এসেছেন, এতেই আমি খুশি
প্রোফাইল পিকচারে লালপরী ছিল। আমি হইলে ঐ ছবিরেই পেন্সিল স্কেচ হিসেবে ইফেক্ট দিয়ে করতাম।
কীসের প্রোফাইল পিকচার? কিছুই বুঝতে পারছি না!
@মিজভি, ধন্যবাদ। কালার দিলে তো লালপরী হয়ে যাবে। ঐ সৌন্দর্যে সবার চোখ ঝলসে যেতো। অতএব, না দেয়াই ভালো হয়েছে।
ওগো সুহাসিনী , তোমার ধুতুরা দাও
আমার গেন্দা নাও.....................!
লা লা লা লাল্লা !! লা লা লা লাল্লা !
" কে দিলো খোঁপাতে ধুতুরা ফুল লো ? "
ছোট মহাপুরুষ লিখেছেন:ভাই স্কেচ করা শিখা যাইবো কেমনে? আপনাগো এত স্কেচ দেইখা স্কেচ করতে মন চায়।
আমি তো হাতুড়ে। আমার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। অন্যরা যেমন: অংকিতা, রহস্য মানব, জল কনা..ওনারা ভালো বলতে পারবেন। তবে, আমি যেটা দেখি, সেটা হলো রেখাদের চলন। মানে রেখা কোথায় কোথায় বেঁকে যায়, খুব খেয়াল করি। আর আকার-আকৃতি খুব ভালো করে দেখতে হবে। অনুপাতটা খুব প্রয়োজনিয়। অনুপাত যত নিখুঁত হবে তত সুন্দর হবে ছবি। আর আলোছায়ার খেলা তো আছে। সর্বপরি, দেখতে হবে। যাই আঁকুন, ভালো করে দেখুন। আমি আবার এতে দারুণ পটু। কেউ বিব্রত হলেও তাকিয়ে থাকি। হা হা হা।
চারুকলার ফ্রেন্ডদের কাছে কয়দিন ট্রেনিং নিতে হইবেক
অসাধারন হইছে ভাইজান
সুন্দর স্কেচ
প্রোফাইল পিকচারে লালপরী ছিল। আমি হইলে ঐ ছবিরেই পেন্সিল স্কেচ হিসেবে ইফেক্ট দিয়ে করতাম।
আপনি অন্য লাল পরী নিয়ে ঘটাঘাটি করতে গেলে ঘাড়ের উপর মাথা নিরাপদ থাকবে ভেবেছেন
আমি আবার এতে দারুণ পটু। কেউ বিব্রত হলেও তাকিয়ে থাকি। হা হা হা।
নিদ্রিতার ছবি আঁকার সময় আপনার সুবিধে হয়েছিলো তবে... যতক্ষণ খুশি তাকিয়ে ছিলেন, নিদ্রারত নিদ্রিতার বিব্রত হওয়ার চান্স নাই...
যাইহোক যার ছবি ই এঁকে থাকেন মেয়েটা ভারী মিষ্টি
যাইহোক যার ছবি ই এঁকে থাকেন
মেয়েটা ভারী মিষ্টি
তাতো হতেই হবে "দেবী " বলে কথা।
এই ছবি টা কি আমি ডাউনলোড দিতে পারি উদাসীন ভাইয়া
উদাসীন লিখেছেন:আমি আবার এতে দারুণ পটু। কেউ বিব্রত হলেও তাকিয়ে থাকি। হা হা হা।
নিদ্রিতার ছবি আঁকার সময় আপনার সুবিধে হয়েছিলো তবে... যতক্ষণ খুশি তাকিয়ে ছিলেন, নিদ্রারত নিদ্রিতার বিব্রত হওয়ার চান্স নাই...
যাইহোক যার ছবি ই এঁকে থাকেনমেয়েটা ভারী মিষ্টি
আচ্ছা, সুবিধাই তো! সুবিধা না? কটাক্ষ হজম করার কিছু নাই তো! আর ইয়ে...মেয়েটা ভারি মিষ্টি...এজন্যই তো এঁকেছি
@সমস্যা, করতে পারেন। তবে উল্টাপাল্টা ব্যবহার করবেন না। স্কেচের মডেল সত্যিকারেই আছেন। ধন্যবাদ।
আর ইয়ে...মেয়েটা ভারি মিষ্টি...এজন্যই তো এঁকেছি
মিষ্টি মেয়েটার পরিচয় জানতে মন চায় ।
প্রজন্ম ফোরাম » চারুকলা » ♥সুহাসিনী♥
০.০৮৮৩৪৫০৫০৮১১৭৬৮ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৬.১২২৫৯৫৫৬৪৩৮৩ টি কোয়েরী চলেছে