Re: রেসেপিঃ ইলিশ পোলাও
খাবো না ভাই
তবে রান্না ভালো হয়েছে দেখে বুঝতে পারছি ।
কেন খাবেন না ? আমিতো ঠিক করেছি ঢাকায় বাসা নিলে আপনাকে আর নুর ভাইকে দাওয়াত করে খাওয়াবো
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » বিবিধ » রান্নাঘর » রেসেপিঃ ইলিশ পোলাও
খাবো না ভাই
তবে রান্না ভালো হয়েছে দেখে বুঝতে পারছি ।
কেন খাবেন না ? আমিতো ঠিক করেছি ঢাকায় বাসা নিলে আপনাকে আর নুর ভাইকে দাওয়াত করে খাওয়াবো
কাব্য লিখেছেন:এই লোকের সমস্যা কী?
পুরানো মুরগী ব্যারাম ! মাঝখান দিয়ে আমার সবচেয়ে প্রিয় একটা নামের আইডি নিয়ে নামটার বদনাম করছে
আমি আবার আপনাকে কি করলাম
টেষ্টি না ঘোড়ার ডিম...ইলিশ দেখতে ভালই লাগতেছে আর পোলাও ব্যা ব্যা ব্যা ব্যা ওয়াক থু
আজকের কোঠা মনে হয় পুরা করে ফেলেছি।
হিমালয় হিমু লিখেছেন:টেষ্টি না ঘোড়ার ডিম...ইলিশ দেখতে ভালই লাগতেছে আর পোলাও ব্যা ব্যা ব্যা ব্যা ওয়াক থু
আজকের কোঠা মনে হয় পুরা করে ফেলেছি।
কোঠা কি?
হিমালয় হিমু লিখেছেন:টেষ্টি না ঘোড়ার ডিম...ইলিশ দেখতে ভালই লাগতেছে আর পোলাও ব্যা ব্যা ব্যা ব্যা ওয়াক থু
এইটা ঠিক না , আপনার কাছে ভালোলাগবে না বলে যে অন্য কারো লাগবে না তাতো না তাই না , ইলিশ পোলাওএর মতন মোরগ পোলাও আমার খুব প্রিয় ।
আর অপ্রছন্দের কথা যদি বলেন পাস্তা , করল্লা আমার দুই চোখের বিষ কিন্তু তাই বলেতো সবার কাছেই হবে তাতোনা তাই না অনেকেই করেল্লা এবং পাস্তা খেতে ভালবাসে।
আমি কিন্তু করল্লার ফ্যান... একদিন চিংড়ী দিয়ে রেঁধে দিবনে... খেলে আপনিও করল্লা ভালবাসবেন রমা...
হিমালয় পর্বতের থ্যারাপি লেশন আগামি পরশু থেকে শুরু আমার পোস্টে আপনার নিমন্ত্রণ রইল!!!
আশা করি থ্যারাপি লেশন খারাপ লাগবে না @ হিমু!
হিমালয় পর্বতের থ্যারাপি লেশন আগামি পরশু থেকে শুরু
আমার পোস্টে আপনার নিমন্ত্রণ রইল!!!
![]()
আশা করি থ্যারাপি লেশন খারাপ লাগবে না@ হিমু!
বুঝলাম না। আর পরশু দিন আমি চলে যাব কারন আমার ইন্টারনেট মেয়াদ শেষ হবে তাই একটু দুষ্টুমি করে যাচ্ছি যাতে সবাই আমাকে মনে রাখে...কবে যে নেটের বিল কমবে আর কবে প্রতি মাসে আনলিমিটেড নেট নিব...পিট পিট ৩মাস আনলিমিটেড চালাইলাম এতে আমার অনেক গেমস হয়ে যেত আরো ব্লুরে মুভি আর প্রেমিকার সাথে ফোনে আড্ডা বেশি বেশি করে
খেতে ক্যামন লাগবে জানি না তবে দেখতে দারুণ হয়েছে
দেখেই বোঝা যাচ্ছে অনেক টেস্টি হবে। এটা কি আপনার মা রান্না করেছে
দেখেই বোঝা যাচ্ছে অনেক টেস্টি হবে। এটা কি আপনার মা রান্না করেছে
আমি জানি না আমি এটা কখনো খাই নি
চমৎকার কেতাদুরস্ত রেসিপি। ইলিশ মাছ হালকা ভেজে নিয়েছিলেন নাকি আগে-পরে? দেখতে ভাজা ভাজা লাগছে।
রসুন-বাটা ব্যবহার করেন নি?
রহস্যমানব না হয়ে রহস্যমানবী হলে বিয়ে (২য় হতে ৪র্থ প্লট এখনো নিষকন্টক আছে ) করে রান্নাঘরে রেখে দিতাম। কি এক ছবি দিলেন, জিভ থেকে জল ঝরা আরম্ভ হয়ে গেলো
রহস্যমানব না হয়ে রহস্যমানবী হলে বিয়ে (২য় হতে ৪র্থ প্লট এখনো নিষকন্টক আছে
) করে রান্নাঘরে রেখে দিতাম।
মিসেস ব্রাস শুনলে ব্রাশফায়ার করে ছাড়বে।
পহেলা বৈশাখে সবার ইলিশের গল্প শুনে ঠিক করে রেখেছিলাম পরের উইকএন্ডে ইলিশ কিনব। কতদিন খাইনা!
তারপর সব এলোমেলো হয়ে গেল, এখন আর কিছুই ইচ্ছে করছে না।
মজার রেসিপি, কোন একদিন হয়ত রান্না করব।
রহস্যমানব না হয়ে রহস্যমানবী হলে বিয়ে (২য় হতে ৪র্থ প্লট এখনো নিষকন্টক আছে
) করে রান্নাঘরে রেখে দিতাম। কি এক ছবি দিলেন, জিভ থেকে জল ঝরা আরম্ভ হয়ে গেলো
হা হা হা। সুপার লাইকড্! মনে হয় মিসেস ইনব্রা বাপের বাড়িতে। কিংবা ইনব্রা মনিটরে পর্দা পরিয়ে এই মন্তব্য লিখেছেন
তবে, রমা রান্না সেইরকম জানে। এভরেজ মেয়েদের থেকে বেশিই জানে! বেশ ভালো গুণ
এই রেসিপি তো মারাত্মক হয়েছে। কিন্তু ইলিশ পাই কোথা! বাংলাবাজারে যাওয়া ঝামেলা লাগে
জেলাল ভাই আর অংকিতা আপুকে ধন্যবাদ।
রহস্যমানব না হয়ে রহস্যমানবী হলে বিয়ে (২য় হতে ৪র্থ প্লট এখনো নিষকন্টক আছে
) করে রান্নাঘরে রেখে দিতাম। কি এক ছবি দিলেন, জিভ থেকে জল ঝরা আরম্ভ হয়ে গেলো
আইলা লজ্জা পাইছি
যাও অসভ্য , খালি দুষ্টুমি তাই না
তবে, রমা রান্না সেইরকম জানে। এভরেজ মেয়েদের থেকে বেশিই জানে! বেশ ভালো গুণ
এই রেসিপি তো মারাত্মক হয়েছে। কিন্তু ইলিশ পাই কোথা! বাংলাবাজারে যাওয়া ঝামেলা লাগে
সরি বুক ফুলানোর ইমো হবে , উদা দার কোমেন্টে ফুলে সিনা টান টান হয়ে গেছে আর খুশিতে এক লাফে তালগাছের মাথায় উঠে গেছি মাগার আর নামতে পারতেছি না কেউ একটু ঘারে করে নামায়ে দাও না
আসলে উদা দা ঘরের বাইরে থাকতে গেলে পেটের তাগিদেই শিখতে হয় এটা আপনার চেয়ে আর কে ভালোবুঝে বলেন , এক সময় প্রয়োজনের তাগিদে শিখেছিলাম আর এখন তো শখে দাঁড়িয়ে গেছে সুযোগ পেলেই রসুই ঘর।
প্রজন্ম ফোরাম » বিবিধ » রান্নাঘর » রেসেপিঃ ইলিশ পোলাও
০.০৬৩৪১১৯৫১০৬৫০৬৩ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৮.০৩০৬৪৭৪২১৩১৬ টি কোয়েরী চলেছে