সর্বশেষ সম্পাদনা করেছেন gmakas (২১-০৫-২০১৩ ১৭:০৬)

টপিকঃ যে যে মাস যত দিনে হয়

যে যে মাস যত দিনে হয়

তিরিশ দিনেতে হয় মাস সেপ্টেম্বার
তেমনি এপ্রিল , জুন, আর নভেম্বর ।
আটাশ দিনে ফ্রেব্রুয়ারি ধরে,
একদিন বাড়ে তার চতুথ বছরে।
অবশিষ্ট সাত মাস একত্রিশ দিনে,
জানিবে ইংরেজি মাস এইরূপে গুনে।

এই ভাবে মাস এর হিসেব গুলি কে কে শিখছে। ছোট বেলা খুব কষ্ট হয় ছে না কোন মাস কত দিনে মনে রাখতে। আমি অবশ্য হাত মুঠি করে   গিট গুনে মনে রাখতাম কোন মাস কত দিনে। উচু ৩১ দিন নিচু ৩০ দিনে , শুধু ফেব্রুয়ারি মাস ২৮ দিন এবং লিপিয়ার হলে ২৯ দিনে।

গোলাম মাওলা , ভাবুক, সাপাহার, নওগাঁ

Re: যে যে মাস যত দিনে হয়

সর্বশেষ সম্পাদনা করেছেন আউল (২১-০৫-২০১৩ ১৭:১৭)

Re: যে যে মাস যত দিনে হয়

Re: যে যে মাস যত দিনে হয়

এটাতো ফাকি সাহেবের আর্য !!!

Re: যে যে মাস যত দিনে হয়

বুজলাম

এখানে কি লিখতে হবে

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: যে যে মাস যত দিনে হয়

আবার ছোট হয়ে যাবো তবে মজার দিন গুলা পাবো

Re: যে যে মাস যত দিনে হয়

এখানে কি লিখতে হবে

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: যে যে মাস যত দিনে হয়

আমিতো  হাত মুঠো করে গুনে বলে দেই  cool cool

Re: যে যে মাস যত দিনে হয়

নিষিদ্ধ করা হয়েছে হা হা আমার মনে হচ্ছে কোন সতর্ক ছাড়াই নিষিদ্ধ করা হয়েছে thumbs_up thumbs_upকারন মাত্র কয়েকটা পোস্টেই ব্যান

আমি সাক্ষর তৈরী করতে পারি না টিপসই লাগলে কন একখানা দিয়েই দেহি......

১০

Re: যে যে মাস যত দিনে হয়

আবার ছোট হয়ে যাবো তবে মজার দিন গুলা পাবো big_smile big_smile

গোলাম মাওলা , ভাবুক, সাপাহার, নওগাঁ