টপিকঃ সিলেট এমসি কলেজে গোলাগুলি, সাংবাদিক সহ বহু আহত
ছাত্রলীগ লিখে গুগোলে চার্স দিলে কি আসে ছবিতে !!!
তার মানে এই নয় যে অন্য সংগঠনের (ছাত্রদল, শিবির)ছাত্ররা ভালো !!!!!
গত ৮ই জুলাই এমসি কলেজের ছাত্রাবাস পুড়িয়ে দেয়ার ঘটনায় কলেজ কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটি কলেজ অধ্যক্ষ ধীরেশ চন্দ্র সরকারের কাছে তাদের প্রতিবেদন জমা দেয়। ২০০ পৃষ্ঠার এ রিপোর্টে উল্লেখ করা হয়েছে, নগরীর টিলাগড় পয়েন্ট থেকে মিছিল নিয়ে তারা ছাত্রাবাসে পৌঁছে আগুন দেয়। আগুন লাগানোর পর তারা ছাত্রাবাস এলাকায় উল্লাসও করে। সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি পংকজ পুরকায়স্থসহ জেলা ছাত্রলীগের পদবিধারী অনেক নেতা সদিনের আগুন ধরানোর সঙ্গে জড়িত। নেপথ্যে ছিলেন সাবেক ছাত্রলীগ ও বর্তমান আওয়ামী লীগ নেতা রণজিৎ সরকার।
এর রেশ কারতে না কাটতেই ছাত্রলীগ আভ্যন্তরিন গ্রুপে সিলেট এমসি কলেজে গোলাগুলি, সাংবাদিক সহ বহু আহত হয় - তারা প্রকাশ্যে এভাবে অস্ত্র নিয়ে ঘুরছেন কিন্ত প্রশাসন চুপ ! অপ্রতিরোধ্য হয়ে উঠেছে ছাত্রলীগ - তাদের লাগাম এখনই যদি টেনে ধরা না যায় তবে আগামী রাজনীতির জন্য এটা ভয়াবহ রুপ ধারন করতে পারে
সম্প্রতি ছাত্রলীগ অস্ত্র হাতে প্রতিদিন কোন না কোন অঘটন করেই যাচ্ছে ..........যার প্রমান প্রতিদিনের পত্র-পত্রিকা বা টেলিভিশনের সংবাদ
এমসি কলেজে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ, গুলি
এমসি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের বন্দুক যুদ্ধ