টপিকঃ গ্রামিনের যন্ত্রনা।

গ্রামিনফোন
১।কোন আনলিমিটেড প্যাকেজ নাই
২।৯৭৭ টাকায় ৫জিবির বেশি ডাউনলোড করতে দেয় না
৩।১অথবা২ এমবি নিলে স্পিড পায় ২কেবিপিএস
৪।কলরেট অনেক বেশি জিপি ২ জিপিও সালারা কম দেয় না
৫।পিসির ইন্টারনেট নামে প্রতারনা
৬।৩জি নাই তবুও ৩জি মডেম বিক্রি করে প্রতারনা (মনে হয় মডেম কিনে নিয়ে ভারতে চলে যাব angry angry)
৭।ডাউনলোডের কোন সুবিধা নাই তবুও এড দেয় আপনি যেখানেই যান না কেন জিপি ইন্টারনেট আপনার পাশে থাকবে।
৮।সব অপেরেটরের চেয়ে সব কিছুর দাম বেশি
৯।স্পিড সব অপেরেটরের চেয়ে কম crying crying
১০।৩জিবির দাম৭০০+ভ্যাট (যেটা দিয়ে বাংলালিঙ্কে আনলিমিটেড নেওয়া যায় সেইটাও যেয় না,।)

আমি সাক্ষর তৈরী করতে পারি না টিপসই লাগলে কন একখানা দিয়েই দেহি......

Re: গ্রামিনের যন্ত্রনা।

Re: গ্রামিনের যন্ত্রনা।

আর বাংলালিঙ্কে সন্ধ্যা ৭-১০ টা স্পিড ২কেবি থাকে আবার সকাল ৭-১০ স্পিড থাকে না তারপরেও আমি ২৫ গেগা ডাউনলোড করে ফেলি আর হারামজাদা জিপি কী দিচ্ছে?

আমি সাক্ষর তৈরী করতে পারি না টিপসই লাগলে কন একখানা দিয়েই দেহি......

Re: গ্রামিনের যন্ত্রনা।

এখন আর তেমন ব্যবহার করা হয়না, কিন্তু আগে আমি জিপিতে ১৫-২৫ কেবিপিএস পেতাম।


(উপরের কমেন্টে জিপির আগে যে বিশেষণ ব্যবহার করেছেন ওটা ডিলিট করে ফেলুন। নাহলে মাইনাস খাবার আশংকা আছে।  shame )

Re: গ্রামিনের যন্ত্রনা।

এতো অপারেটর থাকতে গ্রামীন কেন ব্যবহার করেন ? নাকি বাকি গুলোর চেয়ে গ্রামীন ভালো ?

লেখাটি LGPL এর অধীনে প্রকাশিত

Re: গ্রামিনের যন্ত্রনা।

আমি সাক্ষর তৈরী করতে পারি না টিপসই লাগলে কন একখানা দিয়েই দেহি......

সর্বশেষ সম্পাদনা করেছেন বোরহান (২০-০৫-২০১৩ ১৭:০৯)

Re: গ্রামিনের যন্ত্রনা।

আমি তো রবি+জিপির নেটের স্পীডের জ্বালায় বাসায় নেট ইউজ করা ছেড়েই দিয়েছি  lol
কিলোবিটে স্পীড থাকে kidding

Re: গ্রামিনের যন্ত্রনা।

আপনি আয়োডিন খান হিমু সাহেব
নকিয়ার বিরুদ্ধে কেস করেন প্রতারণার, ওরাও ৩জি সেট বিক্রি করে
আর গ্রামীন আপনার সালা (!!)  কিভাবে হয় ব্যাখ্যা করুন নয়তো মাইনাস দিতে বাধ্য থাকব।
সবার চেয়ে স্পিড কম, তাহলে যেটা ভাল সেটাই ইউজ করুন
গালাগালি ও নিজের মূর্খতা প্রকাশ করে সবার সামনে নিজেকে ছোট করছেন কেন
পিএসঃ শালা দুলাভাইয়ের সম্পর্কটা ক্লিয়ার করেন

Re: গ্রামিনের যন্ত্রনা।

আমি সাক্ষর তৈরী করতে পারি না টিপসই লাগলে কন একখানা দিয়েই দেহি......

১০

Re: গ্রামিনের যন্ত্রনা।

১১

Re: গ্রামিনের যন্ত্রনা।

আপনার পছন্দ না হলে জিপি ইউজ করবেন না!!!
এতে বারবার গালাগালির কী আছে??
আপনার পারিবারিক পরিচয় কে জানতে চেয়েছে?? angry
মাইনাস মোবারক বেড়ে যাওয়া সহ অভিযোগ জানাতে বাধ্য হচ্ছি

১২

Re: গ্রামিনের যন্ত্রনা।

হিমালয় হিমু ভাই শুনছিলাম বাংলালিংক নাকি আপনার ৭০০ টাকা মেরে দিয়েছিল
তো গ্রামীন সম্পর্কে আত কিছু লিকছেন ক্যান

এখানে কি লিখতে হবে

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত