টপিকঃ হলিউড টপচার্ট

১.  আয়রন ম্যান ৩
রবার্ট উইলি অভিনীত আয়রন ম্যান ৩ এই সপ্তাহে রয়েছে হলিউডের শীর্ষে । পরিচালক শ্যান ব্ল্যাক পরিচালিত সুপার হিরোধর্মী অ্যাকশন ছবিটি বক্স অফিসে এই পর্যন্ত তুলেছে প্রায় ৭২.৫ মিলিয়ন ডলার ।


২. দ্যা গ্রেট গেটসবাই
আমেরিকান লেখক এফ. স্কট ফিটসজেরাল্ডের ১৯২৫ সালের বই ‘দ্যা গ্রেট গেটসবাই’ অবলম্বনে ছবিটি নির্মাণ করেছেন বাজ লুরমেন । এতে অভিনয় করেছে টাইটানিকখ্যাত অভিনেতা লিওনার্দো ডিকাপ্রিও ও স্পাইডারম্যানখ্যাত অভিনেতা টবি ম্যাকুয়ার । ছবিটি এ পর্যন্ত বক্স অফিসে ৫১.১ মিলিয়ন ডলার আয় করেছে ।


৩. পেইন অ্যান্ড গেইন 
ডোয়াইন জনসন ও মার্ক ওয়েলবার্গ অভিনীত পেইন অ্যান্ড গেইন ছবিটি এ সপ্তাহে রয়েছে তিন নম্বরে । পিটি কলিন্সের ম্যাগাজিন আর্টিকেল ও বই ‘পেইন অ্যান্ড গেইন’ অবলম্বনে ছবিটি নির্মাণ করেছেন মিখায়েল বে । এ পর্যন্ত আয় করেছে প্রায় ৫০ মিলিয়ন ডলার ।

৪. পীপলস
টিনা গর্ডন চিসমের রচনা ও পরিচালনায় ব্ল্যাক কমেডি ধাঁচের এই ছবিটি এ পর্যন্ত আয় করেছে ৪.৮ মিলিয়ন ডলার । ছবিটিতে অভিনয় করেছেন ক্রেইগ রবিনসন ও কেরি ওয়াশিংটন ।

৫. ৪২ (ফোরটি টু)
খেলোয়াড়দের জীবনীমূলক এই ছবিটি পরিচালনা করেছেন ব্রায়ান বোসম্যান । অভিনয় করেছেন কাডউইক বোসম্যান ও হ্যারিসন ফোর্ড । ছবিটি এ পর্যন্ত আয় করেছে ৪.৬ মিলিয়ন ডলার ।

(সূত্র: ইয়াহু মুভিজ)

এখানে কি লিখতে হবে

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: হলিউড টপচার্ট

আমি হলিউড  এর ফ্যান না বলিউড হয়লে ভাল হত

Re: হলিউড টপচার্ট

সর্বশেষ সম্পাদনা করেছেন রেজওয়ানুর (২০-০৫-২০১৩ ১২:৫৭)

Re: হলিউড টপচার্ট

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

সর্বশেষ সম্পাদনা করেছেন রাশেদুল ইসলাম (২০-০৫-২০১৩ ১৩:০৬)

Re: হলিউড টপচার্ট

Re: হলিউড টপচার্ট

আয়রন মেন দেখব

█▀▄▀█ █▀▀█ █▀▀ █░░█ █▀▄▀█ ▀▀█
█░▀░█ █▄▄█ ▀▀█ █░░█ █░▀░█ ▄▀░
▀░░░▀ ▀░░▀ ▀▀▀ ░▀▀▀ ▀░░░▀ ▀▀▀

সর্বশেষ সম্পাদনা করেছেন আউল (২০-০৫-২০১৩ ১৫:৩২)

Re: হলিউড টপচার্ট

Re: হলিউড টপচার্ট

জানা অজানার চাইতে সাহিত্য বিভাগে মুভির পাশে ভাল মানাতো waiting