১ ১৭-০৫-২০১৩ ২২:৪১ সর্বশেষ সম্পাদনা করেছেন মাহমুদ রাব্বি (১৮-০৫-২০১৩ ০২:২৪)
Re: পীর ব্যবসায়ীদের শাস্তির আওতায় আনা উচিত
এই সব ভণ্ড দের কঠোর শাস্তি হওয়া উচিত
█░▀░█ █▄▄█ ▀▀█ █░░█ █░▀░█ ▄▀░
▀░░░▀ ▀░░▀ ▀▀▀ ░▀▀▀ ▀░░░▀ ▀▀▀
৩ ১৮-০৫-২০১৩ ০০:২৩ সর্বশেষ সম্পাদনা করেছেন cslraju (১৮-০৫-২০১৩ ০০:২৮)
Re: পীর ব্যবসায়ীদের শাস্তির আওতায় আনা উচিত
এখানে অতি উৎসাহি জনতা একটু ভুল করে ফেলে। পীরকে সেজদা করলে কুফরী হয় শীরক না (উল্লেখ্য,দুটোই শাস্তিযোগ্য অপরাধ)। কারণ সেজদাকারী পীরকে আল্লাহ ভেবে সেজদা করেন না। বরং সম্মান/শ্রদ্ধা/ভালোবাসার মাত্রাহীনতায় এই কাজটি করে থাকেন।
আর হেফাজতের মানুষগুলোকে এত দাম দেওয়ার কি হল, বুঝি না। কয়দিন আগেও এই মানুষগুলো অদৃশ্য ছিল। ধর্মীয় উন্মাদনায় কয়দিন আগেই গোলাপ-শাহ মাযারে এরা হামলা চালায়। ধর্মীয় ইস্যুতে না গেলেও গোলাপ-শাহ মাযার ঢাকার একটা পরিচিত স্থাপনা। বেশি আগ্রহী হয়ে পরে না আবার আফগানিস্তানের বৌদ্ধ-মূর্তি ধ্বংসের অবতারণ হয়। অথবা কয়েক বছর আগে সিলেটের শাহজালাল (রহঃ) এর মাযারে বোমা-হামলার মত ঘটনা ঘটাও অস্বাভাবিক না।
Re: পীর ব্যবসায়ীদের শাস্তির আওতায় আনা উচিত
হক মওলা আনাল হক......
Re: পীর ব্যবসায়ীদের শাস্তির আওতায় আনা উচিত
এসব সম্পরকে ভাল জানি না কিন্তু সবাই একই কথা বলে
Re: পীর ব্যবসায়ীদের শাস্তির আওতায় আনা উচিত
এরা সরকারের পেয়ারী, এদেরকে কিছুই করবেনা।
Re: পীর ব্যবসায়ীদের শাস্তির আওতায় আনা উচিত
ফার্মগেটে এক পীরের দরবারে জুম্মার নামায পরে ছিলাম। খুতবা তে আল্লাহ-রসুলের প্রশংসার চেয়ে তাদের হুজুর(পীর) কী করেছে তাই বলছেন !! তাদের হুজুর(পীর) স্বপ্নে কি কি দেখেছেন তা নিয়েও বিস্তারিত আলোচনা করে ছিল।
সাঈদীর আগে বলে সেই পীরকে বলে একবার চাঁদে দেখা গিয়ে ছিল
৯ ৩১-০৫-২০১৩ ১৭:২৫ সর্বশেষ সম্পাদনা করেছেন ত্রিমাত্রিক (৩১-০৫-২০১৩ ১৭:২৯)
Re: পীর ব্যবসায়ীদের শাস্তির আওতায় আনা উচিত
পীর বলে ইসলামী শরীয়তে কিছু নেই তাই বলে পীরকে আপনি হারাম বলতে পারবেন না।
তাবলীগ জামাত বলেও কিন্তু ইসলামী শরীয়তে কিছু নেই তাই বলে কি তাবলীগ জামাতকে আপনি খারাপ বলবেন?
পীর ফার্সি শব্দ। এর বাংলা অর্থ শিক্ষক।
কেউ ধর্ম সম্পর্কে ভাল জ্ঞান রাখলে এবং ভাল আমল আখলাক থাকলে অনেকে তার অনুসারী হতেই পারে। বিশেষ করে সাধারণ মানুষ যারা ধর্ম সম্পর্কে বেশি কিছু জানে না। যারা শিক্ষিত অর্থাৎ নিজে নিজেই ধর্ম বুঝতে পারে তাদের পীরের কোন দরকার নেই। কিন্তু সমাজের কিছু মানুষের দরকার পড়তেই পারে।
ভন্ডামী শুধু পীর না যে কেউই করতে পারে।
ভন্ডদের কাজ কর্ম সহজেই বুঝা যায়।
দেওয়ানবাগ পীরকে আপনি যত সহজে ভন্ড বলতে পারবেন চরমোনাই পীরকে এত সহজে পারবেন না।
Re: পীর ব্যবসায়ীদের শাস্তির আওতায় আনা উচিত
পীর বলে ইসলামী শরীয়তে কিছু নেই তাই বলে পীরকে আপনি হারাম বলতে পারবেন না।
তাবলীগ জামাত বলেও কিন্তু ইসলামী শরীয়তে কিছু নেই তাই বলে কি তাবলীগ জামাতকে আপনি খারাপ বলবেন?
পীর ফার্সি শব্দ। এর বাংলা অর্থ শিক্ষক।
কেউ ধর্ম সম্পর্কে ভাল জ্ঞান রাখলে এবং ভাল আমল আখলাক থাকলে অনেকে তার অনুসারী হতেই পারে। বিশেষ করে সাধারণ মানুষ যারা ধর্ম সম্পর্কে বেশি কিছু জানে না। যারা শিক্ষিত অর্থাৎ নিজে নিজেই ধর্ম বুঝতে পারে তাদের পীরের কোন দরকার নেই। কিন্তু সমাজের কিছু মানুষের দরকার পড়তেই পারে।
ভন্ডামী শুধু পীর না যে কেউই করতে পারে।
ভন্ডদের কাজ কর্ম সহজেই বুঝা যায়।
দেওয়ানবাগ পীরকে আপনি যত সহজে ভন্ড বলতে পারবেন চরমোনাই পীরকে এত সহজে পারবেন না।
Re: পীর ব্যবসায়ীদের শাস্তির আওতায় আনা উচিত
দেওয়ানবাগীরে তিনটা সেদ্ধ গরম ডিম দিতে পারলে আমার মনে এক্টু শান্তি লাগতো! ভন্ডামির দিক থেইক্ক্যা এই দেওয়ানবাগের জলহস্থি-ই মুনে হয় এক নম্বরে।
Re: পীর ব্যবসায়ীদের শাস্তির আওতায় আনা উচিত
Re: পীর ব্যবসায়ীদের শাস্তির আওতায় আনা উচিত
পীর - এই সম্পর্কে তেমন জ্ঞান নাই তবে ভন্ড পীর নামদারীদের কার্যকলাপ আমার মোটেও পছন্দ হয়না এদের সায়ম্তা করা উচিৎ