টপিকঃ ইন্টারনেট বিষয়ক কিছু কথা,সবাই একটু দেখেন

এক হিসেবে দেখা যায় জিপি প্রতি জিবি ডাটা সরকারের কাছে থেকে ক্রয় কর মাত্র ৫ থেকে ১৫টাকার মধ্যে কিন্তু গ্রাহকরা পাচ্ছে সেটি ৩০০টাকায়!! প্রতিবাদ জানানোর সময় হয়ে গেছে আর মানা যায় না angry এ ব্যপারটি যদি মিডিয়া ফলাও করে প্রচার করে তবে নিশ্চিত ভাবে এটি ভাল ফলাফল বয়ে আনবে।কিন্তু আমি বুঝিনা এত বড় একটা বিষয় মিডিয়ার চোখে পরেনা কেন!! ১৫মেগাবাইট কিনতে হয় এখনো ৩৫টাকা দিয়ে অথচ একি মূল্যে ভারতে ১জিবি দেয়া হয়।আমাদের অত সুবিধা দরকার নাই কিন্তু আমরা এত অভাগা যে সামান্য সুবিধাও পাচ্ছিনা।আর সরকারের চোখে পরবে কেমনে?আমার তো মনে হয়না যে সরকারের কোন মন্ত্রী INTERNET জিনিসটা বোঝে angry সরকার শুধু ব্যন্ডউইথ এর দাম কমিয়েই পগারপার হয়ে যাচ্ছে একটু দেখছেও না যে এদিকে অপারেটররা জনগনের উপর কিভাবে চড়াও!!জিপি সবসময় আনলিমিটেড এর নামে ফেয়ার ইউজেস পলিসি লাগায় দিয়ে বেরাচ্ছে সেই জন্মসূত্রে! ৯৭৭টাকার একটি আনলিমিটেড মাসিক প্যকেজ আছে এদের।শর্ত হচ্ছে ৫ জিবি ইউজেসের পর স্পিড পাবেন দুই কেবিপিস।ভাবেন এতগুলা টাকা দিয়ে কিনতেছেন অথচ ব্যবহার করতে দিতেছে ৫জিবি।এগুলা দেখার মত কি কেউ নাই?

এই তথ্য ফেসবুক থেকে পাওয়া।

Re: ইন্টারনেট বিষয়ক কিছু কথা,সবাই একটু দেখেন

আসলেই এটা নিয়ে কিছু একটা করা দরকার। অপারেটররা ফকিরনী স্টাইলে কিছু প্যাকেজ বানায় আর আমাদের বাধ্য হয়ে এসব কিনতে হয়। আর ফেয়ার ইউসেজ পলিসি নিয়ে ওয়াইম্যাক্স অপারেটররা আমাদের বেধে রাখসে।  angry

Re: ইন্টারনেট বিষয়ক কিছু কথা,সবাই একটু দেখেন

অনেক প্রতিবাদ হয়সে কিন্তু কাজ হয়নি angry angry angry angry angry angry angry angry angry angry angry angry angry angry angry

Re: ইন্টারনেট বিষয়ক কিছু কথা,সবাই একটু দেখেন

ভাই কি আর করবেন জিপির চেয়ে বাংলালিঙ্ক ভালো তাই আমি নিয়মিত বাংলালিঙ্ক ব্যাবহার করি...জিপিতে দাম বেশি তার উপড় ৫ জিবির বেশি ব্যাবহার করলে ২KBps হয়ে যাবে। আর বাংলালিঙ্কে বলে সপ্তাহে ৩জিবির বেশি ব্যাবহার করলে ২কেবি হয়ে যাবে কিন্তু ওরা এতটাই পাগল যে কোন সময় ২ কেবি হয় না dontsee dontsee আর এত টাই ফালতু যে সকাল ৭-১০ স্পিড থাকে না আবার সন্ধ্যা ৭-১০ স্পিড থাকে না। কি আর করবো অনেক যন্ত্রনায় আমি বাংলালিঙ্কে মাসে ২৫-২৮জিবি ডাউনলোড করি আর যদি সব সময় স্পিড থাকতো তাহলে ৪০জিবি ডাউনলোড করতে পারতাম। আর জিপির ১০০০ টাকা নিয়ে ৫জিবি দেয়। তাও আবার ওদের প্যাকেজ সমূহ...
1.For Mobile ২ MB 3 টাকায়। 3MB 9টাকায় 15MB ২৯টাকায়
2.For Tablet/PC/Laptop আনলিমিটেড ৮৫০টাকা ১জিবি ৩০০টাকা ৩জিবি ৭০০টাকা More....
3.Smart Phone  এখানে স্মারট প্লান দেওয়া আছে...
আচ্ছা এখন আপনারাই বলেন মানুষ কি মোবাইল থেকে ডাউনলোড করে না? আর পিসির জন্য ৫জিবি দিয়েছে এটা তো ব্রাউজ করেই ফুরিয়ে ফেলানো যায় তাহলে দাউনলোড করবো কি দিয়ে? ভারতে দাম অনেক কম ৩৩টাকায় ১জিবি ২জি ইন্টারনেট

আমার মনে হয় কি জানেন আমি বাংলাদেশে থেকে কি পাচ্ছি তার চেয়ে যদি ভারতেও জন্ম গ্রহন করতাম তাহলে ইন্টারনেট চালায়ে অনেক মজা পেতাম আরো সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে পারতাম। এসব কিছু হচ্ছে খালি সরকারের জন্য কারন ভারতে ইউনিওর ৩৩টাকায় ১জিবি দেয় আর আমাদের দেশে ৩৪৫টাকায় নিতে হয় তাও আবার স্পিড ঘোরার আন্ডা। এভাবে চললে কেমন হবে hairpull hairpull hairpull hairpull টেলিটক ৩জি আনলো তাও সেই ৩জির অনেক দাম যেটা আমাদের পক্ষে নেওয়া কখোনই সম্ভব না তাও আবার যদি আমাদের এখানে থাকতো তাও এক কথা হত... আর ভাল লাগে না angry angry angry angry

আমি সাক্ষর তৈরী করতে পারি না টিপসই লাগলে কন একখানা দিয়েই দেহি......

Re: ইন্টারনেট বিষয়ক কিছু কথা,সবাই একটু দেখেন

পুরা ডাকাতি  hairpull

Re: ইন্টারনেট বিষয়ক কিছু কথা,সবাই একটু দেখেন

লেখাটি LGPL এর অধীনে প্রকাশিত

Re: ইন্টারনেট বিষয়ক কিছু কথা,সবাই একটু দেখেন

Re: ইন্টারনেট বিষয়ক কিছু কথা,সবাই একটু দেখেন

অবাক কাণ্ড। ১ জিবি কিভাবে ৫ টাকা দামে পায়

Re: ইন্টারনেট বিষয়ক কিছু কথা,সবাই একটু দেখেন

১০

Re: ইন্টারনেট বিষয়ক কিছু কথা,সবাই একটু দেখেন

পি-১ প্যাকেজের মধ্যে যে নতুন প্যাচ দিয়েছে মেজাজ বিলা।
লিমিট ২০০ টাকা কোন ফাপ নাই।
আগে মোবাইলের ছোট খাট আপডেট এটা দিয়া হয়ে যেত, ১০ মেগার পর স্পিড কমে যেত
কিন্তু সেই ২/৩ কেবি স্পিড দিয়েও হতো
আর যদি কানেক্টিং থাকায় রাত ১২ টা পার হয়ে যেত তবে সেই প্যাকেজে পরের দিনও ফ্রি
প্রথমে নিজের কাছে খারাপ লাগত পরে আমার এক সিম থেকে অযৌক্তিক ভাবে ৫২ টাকা কাটার পর কেয়ারে প্রশ্ন করলে যখন বলে আমি বিদেশে কল করেছি সেদিন থেকে আমি এভাবে টানা ১২/১৩ ইউজ করেছি। আরে বিদেশে আমি করেছি ৪ মাস আগে, তখন টাকা কেটেছে। আর যেহেতু  প্রি পেইড সিম তাই পরে টাকা কাটবে নাকি?? টাকা না থাকলে কল ডিসকানেক্টেড হবে!!
এরপর আমি টানা তিন দিন কল করে তাদের বোঝাতে সমর্থ হই যে টাকা অযাথাই কেটেছে

এই ২/৩ কিবা স্পিডে শুধু প্রজন্মই স্মুথলি খোলা যেত।
গ্রামীনের কপালে জুতা। ব্যাটাদের অন লাইন কাষ্টমার কেয়ার ম্যানেজার কে কিছু জিজ্ঞেস করলেই রিলেটেড কিছু টপিক কপি পেষ্ট করে দেয়।
আমাকে কাল বলল P-1 এর আপডেট হল প্রতিদিন ২০০টাকা করে কাটবে
কত বড় বেক্কল দিনে ২০০ করে কাটলে মাসে কেউ ৬০০০ টাকা পে করবে এই জন্য??

১১

Re: ইন্টারনেট বিষয়ক কিছু কথা,সবাই একটু দেখেন

সবই বাটপারি......

স্বাধীন দেশ এর নাগরিক কিন্ত স্বাধীন ভাবে চলা যায় না......
ডিজিটাল বাংলাদেশ:mad::mad::mad:

১২ সর্বশেষ সম্পাদনা করেছেন রাশেদুল ইসলাম (১৭-০৫-২০১৩ ১৯:১০)

Re: ইন্টারনেট বিষয়ক কিছু কথা,সবাই একটু দেখেন

১৩

Re: ইন্টারনেট বিষয়ক কিছু কথা,সবাই একটু দেখেন

১ জিবি নেট ৫-১৫ টাকা দিয়ে জিপি কিনতে পারে কিনা তা আমি সঠিক জানি না।কিন্তু ইন্ডিয়ায় যে ৩৫ টাকায় ১ জিবি পাওয়া যায় সেটা সঠিক।আমার ফ্রেন্ড এর বড় ভাই ইন্ডিয়া থাকে,তার কাছ থেকে শোনা এবং আরও অনেকের মুখে শুনেছি।

আর আপনারা কি জানেন,আমাদের দেশের GP ইন্ডিয়ায় Uninor নামে পরিচিত।

১৪

Re: ইন্টারনেট বিষয়ক কিছু কথা,সবাই একটু দেখেন

১৫ সর্বশেষ সম্পাদনা করেছেন মামুন.pb (১৭-০৫-২০১৩ ২০:৪৫)

Re: ইন্টারনেট বিষয়ক কিছু কথা,সবাই একটু দেখেন

ওরা ব্রান্ডউইথ পাচ্ছে আগের থেকে ৪৫% কমে পাচ্ছে কিন্তু আমরা সেই আগের দামেই প্যাকেজ কিনছি।আমরা আইএসপিগুলোর কাছে অসহায়,বিটিআরসি এমন নিরব ভূমিকার কারনে isp আরো বেপরোয়া।

ওয়াসকর্ম ও ওয়াসকৃত মস্তিস্ক্য প্রতিটা দলের মাঝেই দেখা যায়।রাজনৈতিক দলীয় ফ্যন/মুরীদ মাত্রই ক্ষীনদৃষ্ট সম্পন্ন।দেশী,বিদেশী,খ্যাতমান বা অখ্যত যেমনই হোক,কপিক্যাটকে বর্জন করে নকলের অরিজিনালটা গ্রহন করে তাদের মেধা ও সাহস অনুপ্রনিত করি।

১৬

Re: ইন্টারনেট বিষয়ক কিছু কথা,সবাই একটু দেখেন

আসলে সব দোষ আমাদের সরকারের। ৩জি আনছে তাও দাম বেশি crying crying

আমি সাক্ষর তৈরী করতে পারি না টিপসই লাগলে কন একখানা দিয়েই দেহি......

১৭

Re: ইন্টারনেট বিষয়ক কিছু কথা,সবাই একটু দেখেন

লেখাটি LGPL এর অধীনে প্রকাশিত

১৮

Re: ইন্টারনেট বিষয়ক কিছু কথা,সবাই একটু দেখেন

১৯

Re: ইন্টারনেট বিষয়ক কিছু কথা,সবাই একটু দেখেন

লেখাটি LGPL এর অধীনে প্রকাশিত

২০

Re: ইন্টারনেট বিষয়ক কিছু কথা,সবাই একটু দেখেন

ইন্ডিয়ায় ২৪ টাকাতে (ভ্যাট সহ না ছাড়া জানিনা, ওয়েবসাইটে লিখে রাখে নাই, ডাটা প্লানগুলোও কেমন যেন গোলমেলে লাগল) ১.৪ জিবি পাওয়া যায়।
তবে কাহিনী আছে।  wink
১। মেয়াদ মাত্র এক সপ্তাহর জন্য।
২। ফেয়ার ইউজেস লিমিট : পার ডে ২০০ মেবি (বিট না বাইট বুঝলাম না, ছোট বি দিয়া রাখসে)।  hehe


আমার ডাউনলোড হয় খুবই কম...আমারইতো পার ডে ৭০০+ মেবি ডাউনলোড হয়।  roll