টপিকঃ অনুবাদ সফটওয়্যার দরকার
অনুবাদের জন্য আজকাল অনেকে নানা ধরনের সফটওয়্যার ব্যবহার করেন। সম্প্রতি সময়ে এসডিএল ট্রাডোস নামে একটি সফটওয়্যার কিছুটা ব্যবহার করে দেখেছি (অন্য একজনের কম্পিউটারে)। মনে হয়েছে, ম্যানুয়ালি অনুবাদ না করে সফটওয়্যারের মাধ্যমে কাজ করলে নানা দিক দিয়েই উপকার হয়। ট্রাডোস দাবি করে, এটি অনুবাদকের ৪০% কষ্ট বাঁচিয়ে দেয়। কিন্তু ট্রাডোসের দাম খুবই বেশি।
অনুবাদের জন্য কি কোনো ফ্রি এবং ওপেন সোর্স সফটওয়্যার আছে? কিংবা ২০-৩০ ডলারে কেনা যায়, এমন কোনো সফটওয়্যার? ফোরামের কেউ কি এ ধরনের কোনো সফটওয়্যার ব্যবহার করেন? জানালে উপকৃত হবো।