Re: পানি জীবানুমুক্ত করণের উপায়সমূহ
ফুটিয়ে পানি খাই সবসময়। সুর্যালোকে পানি জীবানুমুক্ত করা যায় জানতাম না। বাংলাদেশে ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মনে হয় না সবসময় পাওয়া যায়। বছরে হয়ত দুই এক দিন। এটা ছাড়া আরেকটা ব্যাপার হল সুর্যালোকে কি সকল জীবানু ধ্বংস হয়?
Re: পানি জীবানুমুক্ত করণের উপায়সমূহ
উপকারী টপিক!
একটি প্রাসঙ্গিক কৌতূহলঃ খাবার পানি বিশুদ্ধ করার জন্য ফিটকিরি ব্যবহার করা হয় (ফিটকিরি সম্ভবতঃ পটাসিয়াম এবং এ্যালুমিনিয়াম সালফেটের মিশ্রণ) অনেককেই দেখেছি ছোটোখাটো এ্যান্টিসেপটিক হিসাবে ফিটকিরী ব্যবহার করতে (শেভিং-এর সময় কেটে গেলে, মাইনর ইন্জুরীতে)। ফিটকিরি দিয়ে পানীয় জল বিশোধ করা কতটুকু নিরাপদ?
Re: পানি জীবানুমুক্ত করণের উপায়সমূহ
Re: পানি জীবানুমুক্ত করণের উপায়সমূহ
ENJOY AS U LIKE IT
Re: পানি জীবানুমুক্ত করণের উপায়সমূহ
Re: পানি জীবানুমুক্ত করণের উপায়সমূহ
ভালো পোষ্ট,,,,সামনের গুলোর জন্য অপেক্ষায় আছি,,,,
১৪ ১৭-০৫-২০১৩ ০৯:৪৫ সর্বশেষ সম্পাদনা করেছেন পরিবেশ প্রকৌশলী (১৭-০৫-২০১৩ ১০:৩৫)
Re: পানি জীবানুমুক্ত করণের উপায়সমূহ
Re: পানি জীবানুমুক্ত করণের উপায়সমূহ
summer এসে পড়েছে সুইমিংপুলটা জীবানুমুক্ত করা লাগিবে কি সব কি সব রিডিং নিয়া যায় আর পড়ে এসে কি কি রিএজেন্ট ঢেলে দেয় পানি দুই দিনে ফকফকা এখন সেই রহস্য উদঘাটন হইলো। থ্যংক্স প্রকৌশলী ভাই
১৬ ২৬-০৫-২০১৩ ২৩:১৪ সর্বশেষ সম্পাদনা করেছেন @m0N (২৬-০৫-২০১৩ ২৩:১৬)
Re: পানি জীবানুমুক্ত করণের উপায়সমূহ
অত্যন্ত চমৎকার তথ্য সমৃদ্ধ লেখা। কিছু প্রশ্ন করি
* যেহেতু লিখছেন ব্যাকটেরিয়া কিংবা ভাইরাস প্রাণী -- অর্থাৎ এদের মরা বাঁচাতে প্রাণ বেঁচে থাকার ক্রাইটেরিয়া প্রযোজ্য। মানব দেহে যেই জীবানুগুলো রোগ সৃষ্টি করে সেগুলোর বেঁচে থাকার তাপমাত্রার এক্সট্রিম রেঞ্জ ১৫ থেকে ৫৫ ডিগ্রী সেলসিয়াস হওয়ার কথা -- অর্থাৎ মেসোফিলিক টাইপের। আমরাও এই তাপমাত্রা রেঞ্জে বাঁচি। এই টেম্পেরাচারের বাইরে নিলে এদের পক্ষে বেশিক্ষণ বেঁচে থাকা সম্ভব না। তাহলে কুলিং করেও কি পানি জীবানুমুক্ত করা সম্ভব কি ?
* কোথায় যেন পড়েছিলাম কোল ব্যবহারের কথা। এই বিষয়টা নিয়ে কিছু জানা থাকলে লিখবেন আশা করি।