টপিকঃ ফাইলবট - দ্যা আল্টিমেট টিভি অ্যান্ড মুভি রিনেমার/সাবটাইটেল ডাউনলোডার
ফাইলবট কে বলা হচ্ছে "The ultimate TV and Movie Renamer / Subtitle Downloader"। দ্রুত ভিডিও ফাইল রিনেম করা বা সাবটাইটেল খুজে বের করার জন্য সবচেয়ে ভাল সমাধান গুলোর মাঝে এটি একটি। আর এতে কাজ করা খুবই সোজা, শুধু মাত্র ড্রাগ অ্যান্ড ড্রপ, বাকিটুকু তার দায়িত্ব। সবচেয়ে বড় কথা এটি ফ্রীওয়্যার।
Rename করবেন যেভাবেঃ
Filebot ওপেন করুন
"Original Files" লিস্ট এলাকার মধ্যে সিনেমা বা ভিডিও ফাইল টেনে ছেড়ে দিন।
"New Name" লিস্ট এলাকার মাঝে রাইট ক্লিক করুন এবং আপনার পছন্দসই ডাটাসোর্স নির্বাচন করে দিন।
"Rename" বাটনে প্রেস করুন।
সাবটাইটেল ডাউনলোড করবেন যেভাবেঃ
Filebot ওপেন করুন
আপনার সিনেমা বা ভিডিও ফাইল টেনে উপরে-ডানের দিকে
এই আইকন এর মাঝে ছেড়ে দিন।
একটু অপেক্ষা করুন (সাবটাইটেলের লিস্ট লোড হওয়ার জন্য)
"Download" বাটনে প্রেস করুন।
Features:
ড্র্যাগ-ড্রপ জন্য টিউন করা একটি সহজ ইউজার ইন্টারফেস (ফাইল মেনু নিয়ে বিরক্ত হওয়ার কোনও প্রয়োজন নেই)
প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট
কোন ধরনের অটোমেশনের জন্য শক্তিশালী এবং পূর্ণ বৈশিষ্ট্যযুক্ত কমান্ডলাইন ইন্টারফেস এবং স্ক্রিপ্টিং ইন্টারফেস
এপিসোড নামকরণ অথবা রিনেম করা
ব্যাচ প্রসেসিং
এপিসোডের তথ্য নেয়া হয় TVRage, AniDB, TheTVDB বা Serienjunkies থেকে
স্বয়ংক্রিয় ভাবে সিরিজ / অ্যানিমে / চলচ্চিত্রের নাম সনাক্তকরণ
এপিসোডের/পর্বের নামকরনের জন্য বিভিন্ন স্কিম
নামকরনে ভিডিও ফাইলের বিভিন্ন তথ্য ব্যবহার (MediaInfo দ্বারা)
OpenSubtitles, IMDB বা TheMovieDB এর মাধ্যমে সিনেমা সনাক্তকরণ এবং রিনেম করা
ইন্টারনাল হিস্ট্রি ব্যাবহার করে আগের নামে ব্যাক করা
Subscene এবং Sublight, OpenSubtitles থেকে সাবটাইটেল খোজা এবং ডাউনলোড করা
সাবটাইটেল খুজতে MediaInfo ব্যবহার করা
SRT, ass এবং sub ফাইলের জন্য ইন্টিগ্রেটেড সাবটাইটেল ভিউয়ার
SFV ফাইল যাচাই করা
সহজেই sfv, MD5 এবং sha1 ফাইল তৈরি করা এবং যাচাই করা
ফাইলের নামে এমবেড চেকসাম ব্যবহার করা
সরাসরি দুই অথবা অধিক ডিরেক্টরি তুলনা করা
ফাইলের ভেরিফিকেশনের জন্য অটো লুকআপ
AcoustID এবং MusicBrainz এর তথ্য ব্যবহার করে গান চিহ্নিত করা এবং রিনেমিং
জিপ, মাল্টি ভলিউম rar এবং 7zip আর্কাইভ থেকে ফাইল, সেইসাথে ISO ইমেজ এক্সট্র্যাক্ট করা
কয়েকটি স্ক্রিনশট -
রিনেমঃ
রিনেম স্কিমঃ
সাবটাইটেলঃ
সাবটাইটেল ভিউয়ারঃ
মাল্টিপল সাবটাইটেল ডাউনলোডঃ
সোর্স ডাটা ভেরিফিকেশনঃ
ভিডিও টিউটোরিয়ালঃ
তবে ফাইলবটের সবচেয়ে কার্যকর দিক হচ্ছে অটোমেশনে ব্যবহার। যেমন, মিউটরেন্টের সাথে ফাইলবট ইন্ট্রিগেট করুন, সে প্রতিটি ডাউনলোড শেষে নিজে থেকেই আপনার মুভি, গান, সিরিয়াল সব অরগানাইজ করে ফেলবে। সাবটাইটেল, আর্টওয়ার্ক, NFO ডাউনলোড করবে, তারপরে নিজে থেকেই রিনেম করবে, এবং আপনি চাইলে তাদের বিভিন্ন ক্যাটাগরির ফোল্ডারে সরিয়ে নেবে। আপনাকে ম্যানুয়ালি কিছুই করতে হবে না।
সম্ভব হলে অটোমেশন নিয়ে আরেকটা পোস্ট দেবো। ফাইলবট এর অটোমেশন নিয়ে সব নির্দেশনা পাবেন এই লিঙ্কে।
ফাইলবট ডাউনলোড করতে বা সরাসরি ব্রাউজার থেকে চালাতে http://www.filebot.net/ থেকে ঘুরে আসুন।
সো, হ্যাপি অরগানাইজিং