টপিকঃ GIMP টিউটোরিয়াল - লেখার সাজুগুজু
শুধু একটা ফাইল ডাউনলোড করলেই পুরা টিউটোরিয়াল পেয়ে যাবেন। (৬২০ কিলোবাইট)
মূলত সাইফ দি বসের একটা পোস্টের পরিপ্রেক্ষিতে এটা তৈরী করেছিলাম।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » চারুকলা » গ্রাফিক্স ডিজাইন » GIMP টিউটোরিয়াল - লেখার সাজুগুজু
শুধু একটা ফাইল ডাউনলোড করলেই পুরা টিউটোরিয়াল পেয়ে যাবেন। (৬২০ কিলোবাইট)
মূলত সাইফ দি বসের একটা পোস্টের পরিপ্রেক্ষিতে এটা তৈরী করেছিলাম।
Download Link Koi
Download Link Koi
কেন টিউটোরিয়ালের gif এনিমেশনটা কি দেখা যাচ্ছে না? ওটার উপরে মাউসের ডান ক্লিক দিয়ে তারপর Save Image বা এ ধরণের কিছুতে ক্লিক করুন
শামীম ভাই, ছবিটা কোন কারণে লোড হচ্ছে না। নতুন ট্যাবে খুললে ৫০০ সার্ভার এরর দেখাচ্ছে। লিঙ্কটা একটু দেখবেন?
শামীম ভাই, imgur এ দেন। গুগল এর যেখানে হোস্ট করেছেন সেখানে হয়ত Public করা নেই।
রিপোর্টের জন্য থ্যাংকস। দেখছি ব্যাপারটা।
গুগল সার্ভারই ডাউন মনে হয়। আমিও লগড ইন অবস্থায় মূল জায়গাতেই দেখছি না! (প্রিভিউটা ঠিক আছে, কিন্তু মূলটা আসে না)
আপডেট:
পাইছি ... ... অন্য ঠিকানায় আগেরটা ছিল lh3 দিয়ে নাম শুরু একটা ঠিকানায় এখন lh5 দিয়ে শুরু ঠিকানায়।
মূল পোস্টে এডিট করে দিয়েছি। দেখেন পান কি না?
শামীম লিখেছেন:কেন টিউটোরিয়ালের gif এনিমেশনটা কি দেখা যাচ্ছে না? ওটার উপরে মাউসের ডান ক্লিক দিয়ে তারপর Save Image বা এ ধরণের কিছুতে ক্লিক করুন
উনি গিম্পের ডালো লিংক চাইছেন
টিউটোরিয়ালের শেষ স্লাইডে সেটাও দেয়া আছে।
না পাইলে গুগল করুন: GIMP download । গিম্প ব্যবহার করতে চাইলে অন্তত এইটুকু যোগ্যতা থাকা লাগবে বাহে
টিউটোরিয়ালটি বেশ হয়েছে। বস মিয়ার প্রশ্নের জন্য একটা দারুণ টিউট তৈরি করেছেন শামীম ভাই। শামীম ভাইকে টিউট এর জন্য শোকরিয়া। এখন কাজী জানতে চায় যে শামীম ভাই এত চমৎকার টিউটটি জিফ ফরমেটে কিভাবে তৈরি করেছেন। সে ব্যাপারেও কী আরও একটা টিউট তৈরী হতে পারে?
এভাবে শুরু থেকে শেষের ধাপসহ বর্ণনা দিয়ে যদি লেকচারটা তৈরি করেন তাহলে জাতির সেই সকল অধমেরাও একটু শিখতে পারতো যারা আমার মত শিখতে আগ্রহী।
আহমাদ মুজতবা লিখেছেন:উনি গিম্পের ডালো লিংক চাইছেন
টিউটোরিয়ালের শেষ স্লাইডে সেটাও দেয়া আছে।
![]()
না পাইলে গুগল করুন: GIMP download । গিম্প ব্যবহার করতে চাইলে অন্তত এইটুকু যোগ্যতা থাকা লাগবে বাহে
![]()
সমস্যা সেটাও না উনি ভেবেছিলেন এটাও পাইরেটেড সফটওয়্যর তাই প্রকাশ্যে ডালো লিংক চেয়ে আরেক বিরক্তির সৃষ্টি করবেন, হায় আফসোস!
টিউটোরিয়ালটি বেশ হয়েছে। বস মিয়ার প্রশ্নের জন্য একটা দারুণ টিউট তৈরি করেছেন শামীম ভাই। শামীম ভাইকে টিউট এর জন্য শোকরিয়া। এখন কাজী জানতে চায় যে শামীম ভাই এত চমৎকার টিউটটি জিফ ফরমেটে কিভাবে তৈরি করেছেন। সে ব্যাপারেও কী আরও একটা টিউট তৈরী হতে পারে?
এভাবে শুরু থেকে শেষের ধাপসহ বর্ণনা দিয়ে যদি লেকচারটা তৈরি করেন তাহলে জাতির সেই সকল অধমেরাও একটু শিখতে পারতো যারা আমার মত শিখতে আগ্রহী।
কাজী সাহেব টিউটোরিয়ালের উপরে এই সাব-ফোরামের লিংক আছে:
প্রজন্ম ফোরাম » চারুকলা » গ্রাফিক্স ডিজাইন » GIMP টিউটোরিয়াল - লেখার সাজুগুজু
এখানে গ্রাফিক্স ডিজাইনের উপর ক্লিক করুন। দেখবেন গিম্প টিউটোরিয়ালের একটা ইনডেক্স টপিক স্টিকি করা আছে। ওর ভেতরে আরো অনেক গুলো টিউটোর লিংক পাবেন। সেখানে এনিমেশন বানানোর অনেকগুলো টিউটোরিয়াল আছে। ওগুলো যত দেখবেন ততই প্র্যাকটিস হবে।
এই টিউটোরিয়ালটা কিভাবে বানালাম সেটা জানতে এই সিম্পল টিউটোরিয়ালটা দেখেন প্রথমে। তারপর এই (মানে সাইফের জন্য বানানোটা) টিউটোরিয়ালটা ডাউনলোড (সেভ) করুন। এরপর এটাকে গিম্প দিয়ে খুলুন (গিম্প চালু করে এটাকে ওপেন করতে দেখিয়ে দিন)। সব ফকফকা হয়ে যাবে।
অনেকগুলো স্ক্রিনশট নিয়ে সেগুলোকে লেয়ার হিসেবে খুলে (File --> Open As Layers) এবং মাঝে মাঝে এক্সট্রা লেয়ারে টেক্সট ইত্যাদি দিয়ে এই ইমেজটাকে এনিমেশন আকারে সেভ করা হয়েছিলো (পদ্ধতিটা সিম্পল এনিমেশনের টিউটোরিয়ালেই বিস্তারিত আছে)। তারপর গিম্প দিয়ে আরেকবার খুলে প্রতিটা স্লাইডের টাইমিংগুলো ম্যানুয়ালি কম-বেশি করে ঠিক করা হয়েছে। ভেবেছিলাম ১ ঘন্টায় কাজটা হয়ে যাবে, কিন্তু দেখা গেল সব মিলিয়ে প্রায় ৪ ঘন্টা লেগেছে!!
বাই দা ওয়ে: সবগুলো স্লাইড রেডি হওয়ার পর gif হিসেবে সেভ করার আগে Filters --> Animation --> Optimize (For GIF) চালিয়ে নিলে রিপিটিং পিক্সেলগুলো মুছে দিবে। এতে ফাইনাল আউটপুটের সাইজ ছোট আসবে। এটা ডাউনলোড করে প্রতিটা স্লাইড আলাদা দেখলে তাই একটু কিম্ভুতকিমাকার লাগবে -- আসলে অপটিমাইজ করার আগে প্রতিটাই পূর্ণ-আকারের স্ক্রিনশট ছিল।
এরপরেও কনফিউশন থাকলে জানাবেন। চেষ্টা করবো বিস্তারিত লিখতে।
দি গ্রেট পাইলট, শামীম ভাইয়ের দিকনির্দেশনার জন্য আবারও শোকরিয়া।
ইদানিং গিম্প নিয়ে বেশ ঘাটা ঘাটি করছি আমি। এজন্যই এই কথা গুলো আমার অনেক উপকারে আসবে।
শামীম ভাই অনেক সুন্দর হয়েছে ।সমস্য ছিল বাট এখন আরকোন সমস্য নেই সব সমাধান মন্তব্য থেকে পেয়েছি
প্রজন্ম ফোরাম » চারুকলা » গ্রাফিক্স ডিজাইন » GIMP টিউটোরিয়াল - লেখার সাজুগুজু
০.০৭৩৮৮৪০১০৩১৪৯৪১ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৫.০৪৪১২৫৩০৮১৭২ টি কোয়েরী চলেছে