টপিকঃ ::: অন্তরঙ্গ! :::
:::অন্তরঙ্গ:::
"তোমার নিমীলিত আঁখি
তিরতির কাঁপা পল্লব যেন আচঞ্চল পাখি!
কী কথা বলে নীরবে, কে জানে?
আমি শুধু চেয়ে থাকি পূর্ণ চোখে...
অথচ তুমি থাকো নতমুখে।"
তৃষ্ণা হয়ে থাক কান্না-গভীর ঘুমে মাখা।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » চারুকলা » ::: অন্তরঙ্গ! :::
:::অন্তরঙ্গ:::
"তোমার নিমীলিত আঁখি
তিরতির কাঁপা পল্লব যেন আচঞ্চল পাখি!
কী কথা বলে নীরবে, কে জানে?
আমি শুধু চেয়ে থাকি পূর্ণ চোখে...
অথচ তুমি থাকো নতমুখে।"
উদা'দা, সেইরাম হইছে
সিরাম একেছেন ভাইজান
একজনকে তো চিনলাম বাকি জন কে??
এর আগের ছবিগুলোর ধারাবাহিকতা এমন:
দুরে রাস্তায় হাটে।
গাছের তলে বসে ললনা চাঁদ দেখে -- লং শট।
ক্লোজ শট -- কাঁখে কলস।
ক্লোজ শট -- ইত্যাদি ইত্যাদি ;-)
এবার একেবারে অন্তরঙ্গ -- নায়কের আগমন।
পরেরটা কী হবে?
-- পরেরটা পুরা কালা একটা ছবি হবে -- কারণ লাইট নেভানো!
সুন্দর হইছে
তবে মেয়ের চোখটা যদি আরেকটু স্পষ্ট হতো আরো বেশী ভাল লাগতো ।
পরেরটা কী হবে?
পরেরটা হতে পারে বেডরুম।
আমার মতে আগের ছবিগুলার মতন আকর্ষনীয় হয়নি।
ধন্যবাদ সবাইকে
একজনকে তো চিনলাম বাকি জন কে??
![]()
কাকে চিনলেন?
-- পরেরটা পুরা কালা একটা ছবি হবে -- কারণ লাইট নেভানো!
হা হা হা। ভালো হয়ে যান, মিয়াভাই!
তবে মেয়ের চোখটা যদি আরেকটু স্পষ্ট হতো আরো বেশী ভাল লাগতো ।
চোখটা তো বুজে আছে। আর স্পষ্ট হবে কী করে?
আমার মতে আগের ছবিগুলার মতন আকর্ষনীয় হয়নি।
এটাতে অন্য কিছু বলতে চেয়েছি। সেটি কি ধরতে পেরেছেন?
অন্তরঙ্গতার আবেশের মাঝে
কেন জানি বাজে
চিরচেনা বেদনার সুর ;
পাশাপাশি তবু যেন দূর বহুদুর !
হয়তো ধারনা ভুল
হয়তো বা না ,
দুটি হৃদি লীন শুধু
কায়া ? উহু , না !
আঁখিতে আঁখিতে নেই
ভাষার আলাপ
নিরবে না বলা কথা
বিরহ বিলাপ !!
ওহে! উদাসীন, আপেক্ষিক ভালোবাসার পরম উদযাপন করছেন নাকি পরম ভালোবাসার আপেক্ষিক উদযাপন করছেন। একটা অনুরোধ ইনি আপনার কেউ না হয়ে থাকলে আমার সাথে মঙ্গলে সহযাত্রী হবেন কিনা জিজ্ঞাসা করুনতো। তবে মিস মঙ্গল ধরণের কারো সাথে দেখা হলে কি হবে বলা মুশকিল।
@ ছবি ঐ রকম বিবশ মুহূর্তে চোখ বোজাই থাকে।
আঁখিতে আঁখিতে নেই
ভাষার আলাপ
নিরবে না বলা কথা
বিরহ বিলাপ !!
আহা!!
@ ছবি ঐ রকম বিবশ মুহূর্তে চোখ বোজাই থাকে।
ভালো বলেছেন
ক'টা লাইন লিখলাম:
তোমার নিমীলিত আঁখি
তিরতির কাঁপা পল্লব যেন আচঞ্চল পাখি!
কী কথা বলে নীরবে, কে জানে?
আমি শুধু চেয়ে থাকি পূর্ণ চোখে...
অথচ তুমি থাকো নতমুখে।
যতই টানি কাছে, খুব কাছে
কেন যাও সরে? দূরে, আরো দূরে।
তোমার নিমীলিত আঁখি
আমি অবাক চোখে চেয়ে দেখি।
কপট রাগে সরিয়ে মুখখানি
ঝুলিয়ে রাখো হন্তারক হাসি!
আমি ব্যাকুল, কেবলই ভাসি
ভরা জোয়ারে তৃষ্ণার জল খুঁজি।
আর ছুঁতে চাই গভীর আশ্লেষে
দু’ঠোঁটে কামনার নীরব খুনসুটি!
তোমার নিমীলিত আঁখি...
আমি উদ্বেল উদাসীন,
নির্বিবাদে তোমায় মিশি।
ভালোবাসি সখি, ভালোবাসি
কেবল তোমার আরাধনাই করি!
দারুন এঁকেছেন দাদা পরের ছবির দেখার অপেক্ষায় থাকলাম।
আপনার কবিতা গুলো দেখলে হিংসা হয় ...
কিছু বলব না সুন্দর
আপনার কবিতা গুলো দেখলে হিংসা হয় ...
![]()
কেন, কেন? হা হা হা। আপনিও ভালো লিখেন তো!
কিছু বলব না
সুন্দর
কেন, আসলে ভালো হয় নাই, তাই না? তাড়াতাড়ি এঁকেছি তো! তুমি আরো ভালো আঁকতে পারতে মনে হয়। তবুও সুন্দর বলেছো, ধন্যবাদ তোমাকে।
আমার মতে আগের ছবিগুলার মতন আকর্ষনীয় হয়নি।
মেয়েটির সাথে কাওকে দেখে হিংসে হচ্ছে ... বুঝি বুঝি,
একলা রমনীর চিত্র ই কেবল আকর্ষণীয় লাগে
দোকলা হলে মনে শুধু দীর্ঘশ্বাস জাগে
নাদিয়ার সাথে আমিও একমত! মন্তাজ ভাইয়ের দীর্ঘনি:শ্বাসের চাপা শব্দ শুনতে পেয়েছিলাম। আপাতত উনি লাড্ডুর রসে সম্পৃক্ত হয়ে আছেন
নাদিয়ার সাথে আমিও একমত! মন্তাজ ভাইয়ের দীর্ঘনি:শ্বাসের চাপা শব্দ শুনতে পেয়েছিলাম। আপাতত উনি লাড্ডুর রসে সম্পৃক্ত হয়ে আছেন
আচ্ছা এই তাহলে কাহিনী, আপনার এই ছবি দেখে ই তবে ইলিয়াস ভাই রসে ডুবে নিজের দুঃখ ভুলার চেষ্টা করছেন... তবে প্রকৃত দুঃখ পেয়ে থাকলে লাড্ডুর রস ও তিতা লাগার কথা। ভাবীর হাতের চিকণ বেতের চপাং চপাং ই পারে ইলিয়াস ভাইয়ের দুঃখ ঘুচিয়ে দিতে... কি বলেন উদা দা
প্রজন্ম ফোরাম » চারুকলা » ::: অন্তরঙ্গ! :::
০.০৮৯৫২৪০৩০৬৮৫৪২৫ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮১.৭৯২৫৯৮১৭১৪৬১ টি কোয়েরী চলেছে