টপিকঃ আবারও একটি স্কেচ!
মাঝে মাঝে কিছু না পেলে স্কেচ করি। এটাও সেরকম একটা। কোনো নাম খুঁজে পেলাম না। আপনারা দিয়ে দিতে পারেন।
তৃষ্ণা হয়ে থাক কান্না-গভীর ঘুমে মাখা।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » চারুকলা » আবারও একটি স্কেচ!
মাঝে মাঝে কিছু না পেলে স্কেচ করি। এটাও সেরকম একটা। কোনো নাম খুঁজে পেলাম না। আপনারা দিয়ে দিতে পারেন।
ভালই হয়েছে ।এটা কি বউদি মণি নাকি
অফ টঃ দাঁত দুটো কেমন বড় বড় দেখতে (ফান করলাম)
স্কেচটি দুর্দান্ত ও চরম সুন্দর হইছে।
অ.ট: ঠোটে কি লিপজেল দিছেন নাকি?
মাঝে মাঝে কিছু না পেলে স্কেচ করি। এটাও সেরকম একটা। কোনো নাম খুঁজে পেলাম না। আপনারা দিয়ে দিতে পারেন।
৯৯% ই OK শুধু ঠোঁট ও দাঁতের অংশে সমস্যা আছে।
অনেক সুন্দর উদাসীন দা,
কিন্তু শীতে ঠোট ফেটে গেছে
পেট্রোলিয়াম জেলি দিতে বলেন
এই গরমেও অধর চটা ?
কই কপোলে তিলের ফোঁটা ?
কী নাম তাহার ? আমি জানি -
"বিলেতিনি সন্ন্যাসিনী "
মডেল মনে হয় ফিরিঙ্গি ছিল। তাই আমার মত বাঙ্গালের এমন চেহারা হজম করতে সমস্যা হচ্ছে কিঞ্চিৎ পরিমাণে।
সুন্দর হইছে।
ঠোট জানি কেমন কেমন। ওই যে ফিরিঙ্গি চেহারা
কিন্তুক এইটার নাম যদি অন্য কিছু হয় তাইলে উইন্টার গার্ল তো আপনারে কচুকাটা করব
দারুণ হয়েছে।
দাদা তিনি কি মিসেস হেফাজত -ই- প্রজন্ম? [মাখাএন]
উদাদা কার ছবি এটা !!!!
লকেটের নিচের উল্টানো ভি সদৃশ রেখাটার মাজেজা বুঝিনি।
হ্যাঁ, চওড়া দাঁত বেশ চোখে পড়ে।
সবাইকে ধন্যবাদ
নাহ, এ আমার কেউ না মডেল বঙ্গদেশীয় নয়, ফিরিঙ্গিই বটে! এইজন্যে স্ট্রাকচার একটু ভিন্ন। ওর ঠোঁটজোড়া অমনি ছিলো..আমি কী করতাম
আর দাঁতগুলো একটু বড়ই
@নূর ভাই, লিপজেল দিলে কি আর ঠোঁটে রুঠা ভাব
@জামিল ভাই, কপোলে তিল ছিলো না। থাকলে ভালো হতো বোধহয়।
@জল, কার ছবি..উমম আছে একজন...অনেকদিন আগে পরিচয় ছিলো...হাফ ইটালিয়্যন..হে হে হে
@শামীম ভাই, ওটা ডান হাতের পাতাটা ঝুলে আছে আর কী! না দিয়ে খাঁজবাঁক দিলেই ভালো করতাম মনে হয়
এইজন্যে স্ট্রাকচার একটু ভিন্ন। ওর ঠোঁটজোড়া অমনি ছিলো..আমি কী করতাম
আর দাঁতগুলো একটু বড়ই
বড় হয়েছে তো কি হয়েছে। আমরা দেখেছি নাকি? কবির কল্পনা কই গেল?
উদাসীন লিখেছেন:এইজন্যে স্ট্রাকচার একটু ভিন্ন। ওর ঠোঁটজোড়া অমনি ছিলো..আমি কী করতাম
আর দাঁতগুলো একটু বড়ই
বড় হয়েছে তো কি হয়েছে। আমরা দেখেছি নাকি? কবির কল্পনা কই গেল?
আচ্ছা তবে, পরিমার্জিত একখানা দিয়ে দেবো'খন
চখাম চখাম... দাত গুলু আরো চখাম (ভাল না বলে উপায় আছে, এযে উদা'দার...
)
আমি একখান নাম প্রস্তাব করলাম। দাঁতুয়ানী
আচ্ছা তবে, পরিমার্জিত একখানা দিয়ে দেবো'খন
নাহ, উদাদা আর বদলালেন না।
আমি একখান নাম প্রস্তাব করলাম। দাঁতুয়ানী
![]()
কাউয়া ভাইয়ের নাম পছন্দের ইশটাইল তো চরম
প্রজন্ম ফোরাম » চারুকলা » আবারও একটি স্কেচ!
০.০৭৫১০৫৯০৫৫৩২৮৩৭ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৪.৫৮১৭৭১৬৭৫৮১৪ টি কোয়েরী চলেছে