টপিকঃ SSC রেজাল্টে যা পেলাম!
পরীক্ষার আগে, পরীক্ষার সময় অনেকবার জ্বালিয়েছি সবাইকে দু'আর মেশিন চালুন করতে! যারা করেছেন তাদের কাছে অশেষ কৃতজ্ঞতা। সবার দু'আ এবং আল্লাহর রহমতে ফলাফল ভাল হয়েছে।
আব্বু, আম্মু, ভাইয়া, আপুসহ পরিবারের সবাই খুশি। আমিও খুশি। তবে সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, মহান আল্লাহর। আল্লাহর রহমত ছাড়া কোন কিছুই সম্ভব হয় না।
সবার জন্য মিষ্টি:
যারা মিষ্টি খান না তাদের জন্য রেজালা
এবং...
এইবার আর ফুল ডিটেইলড রেজাল্টের জন্য ওয়েট করা লাগে নাই সকাল ১১:৩০ টার দিকেই বোর্ডের ওয়েবসাইট থেকে সিস্টেম করে সাবজেক্টওয়াইজ বের করে ফেলছিলাম। পরে ফেবুতে শেয়ার দেয়ার সাথে 50/60 জন শেয়ার করছে+অনেক পেজও সিস্টেম টা শেয়ার করতে। ২টার দিকে ঐ সিস্টেমটা বোর্ড বন্ধ করে দেয়
যারা দু'আ করেছেন সবার কাছেই কৃতজ্ঞতা। আমার জন্য দু'আ করবেন সবাই।