টপিকঃ দিনলিপি
দিনলিপি
এ শহরের ঘামে ভেজা ব্যস্ততায়
হাজারো মানুষের ভীড়ে ,
একটা পাখি খুঁজে ফেরে নতুন সুর।
রাজপথ থেকে শুরু করে অলিগলি-সবখানে,
তবুও সুরের দেখা মেলে না ,
ফুটপাতের পাশে ডাস্টবিনে বসা কাকগুলো
তার দিকে তাকিয়ে মুখ ভেংচায় ।
এভাবে সকাল...দুপুর...বিকাল গড়িয়ে
এক সময় সন্ধ্যা নামে,
নিয়ন আলোয় ভেসে যায় চারপাশ
তবুও সুরের দেখা মেলে না ,
রাস্তার ল্যম্পপোস্টগুলো শুধু দাঁত কেলিয়ে হাসতে থাকে
তার দিকে তাকিয়ে তাকিয়ে...
অবশেষে ক্লান্ত অবসন্ন পাখি ঘরে ফেরে
কোন নতুন সুর ঠোঁটে না নিয়ে...একদম নীরবে ।
২৬.০২.০৭