Re: এসএসসিতে এবার পাশের বন্যা এবং পাস করা সবাইকে শুভেচ্ছা
এস এস সি'র রেজাল্ট কখন থেকে জানা যাবে? আমার ছোট ভাই একটা রেজাল্ট জানার অপেক্ষায় আছে। সে পরীক্ষা দিয়েছে কুমিল্লা বোর্ড থেকে তবে সে এখন আমার বাসায় মানে ঢাকায় আছে। তাই অনলাইনে রেজাল্ট জানার জন্য প্রতীক্ষমান।
Re: এসএসসিতে এবার পাশের বন্যা এবং পাস করা সবাইকে শুভেচ্ছা
আমি মনে হয় এই ৮৯.০৩ % এর ভিতরে নাই
Re: এসএসসিতে এবার পাশের বন্যা এবং পাস করা সবাইকে শুভেচ্ছা
Re: এসএসসিতে এবার পাশের বন্যা এবং পাস করা সবাইকে শুভেচ্ছা
আমার মনে হয় এইবার লাখদুয়েক এ+ পাবে।
Re: এসএসসিতে এবার পাশের বন্যা এবং পাস করা সবাইকে শুভেচ্ছা
এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সবাইকে অভিনন্দন।
Re: এসএসসিতে এবার পাশের বন্যা এবং পাস করা সবাইকে শুভেচ্ছা
Re: এসএসসিতে এবার পাশের বন্যা এবং পাস করা সবাইকে শুভেচ্ছা
বন্যা হবার কারন হল প্রশ্ন আউট হয়ে গেছিল। আমাদের সমসয় হলে গোল্ডেন A+ পেতাম
১৬ ০৯-০৫-২০১৩ ১২:০৭ সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (০৯-০৫-২০১৩ ১২:০৭)
Re: এসএসসিতে এবার পাশের বন্যা এবং পাস করা সবাইকে শুভেচ্ছা
সবাইকে অভিনন্দন!
জুনিয়র লেভেলে এই রেকর্ড পাশের হার শিক্ষার মানের সাথে কতটুকু সম্পর্কযুক্ত?
Re: এসএসসিতে এবার পাশের বন্যা এবং পাস করা সবাইকে শুভেচ্ছা
সরকার প্রাইভেট ইউনিগুলোর ব্যবসা পর্যন্ত চিন্তা করে। তারপরে কি হবে তা আর চিন্তা করেনা