টপিকঃ এসএসসিতে এবার পাশের বন্যা এবং পাস করা সবাইকে শুভেচ্ছা
এবারের এসএসসিতে পাসের হার ৮৯.০৩% (শতকরার হিসেবে একেক স্থানে একেক টা দেখাচ্ছে)
প্রজন্ম ফোরামের এসএসসিতে পাস করা বন্ধুদের প্রাণ ঢালা শুভেচ্ছা। । ভার্চুয়াল মিষ্টি চাই।
মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ৮৯ দশমিক ০৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে এবার, যাদের মধ্যে ৯১ হাজার ২২৬ জন জিপিএ-৫ পেয়েছে।
গত বছর এই পরীক্ষায় ৮৬ দশমিক ৩৭ শতাংশ শিক্ষার্থী পাস করে, জিপিএ-৫ পায় ৮২ হাজার ২১২ জন।
বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে বৃহস্পতিবার সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি হস্তান্তর করেন।
এর পরআনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী, যার অপেক্ষায় ছিলেন সারা দেশের ১৩ লাখ ৩ হাজার ২০৩ জন শিক্ষার্থী।
দুপুর ১টায় মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন শিক্ষামন্ত্রী; এরপরেই শিক্ষার্থীরা ফল জানতে পারবে।
দুই বছর আগে প্রথম জেএসসি-জেডিসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যারা নবম শ্রেণিতে উঠেছিল, তারাই এবার মাধ্যমিক পরীক্ষা দেয়। ৩ ফেব্রুয়ারি দেশের ২ হাজার ৭৫৮টি কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়।
হরতালের কারণে এবার পাঁচ দিনের ৩৭টি বিষয়ের পরীক্ষা পেছাতে বাধ্য হয় কর্তৃপক্ষ। ফল ঘোষণার দিনও হরতাল করছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের।
মাধ্যমিকে এবার সবচেয়ে বেশি শিক্ষার্থী পাস করেছে রাজশাহী বোর্ডে, ৯৪ দশমিক ০৩ শতাংশ।
এছাড়া ঢাকা বোর্ডে ৮৭.৩১ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৮৮.৪৮ শতাংশ, কুমিল্লায় ৯০.৪১ শতাংশ, বরিশালে ৮৮.৬৩ শতাংশ, যশোরে ৯২.৬২ শতাংশ, সিলেটে ৮৮.৯৬ শতাংশ, ও দিনাজপুরে ৯০.৬০ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে এসএসসিতে।
এবার মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৮৯ দশমিক ১৩ শতাংশ। কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৮১ দশমিক ১৩ শতাংশ।
গত বছর মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ৮৬ দশমিক ৩৭ শতাংশ শিক্ষার্থী পাস করে। আর জিপিএ-৫ পায় ৮২ হাজার ২১২ জন।
ফল জানা যাবে মোবাইলে
যে কোন মোবাইল অপারেটর থেকে এসএমএস করে এসএসসির ও সমমানের পরীক্ষার ফল জানা যাবে।
ফল জানতে এসএসসি লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পরীক্ষার সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানানো হবে।
http://bangla.bdnews24.com/bangladesh/a … 142.bdnews