Re: সকল প্রকার গুজব ও প্রপাগান্ডা এখানে শেয়ার করুন
"অই ছেড়ি, ওড়না গলায় না দিয়া বুকে দে, কামে দিবো"
হেব্বি নামতো পেজ খানার।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » বিবিধ » হাসির বাক্স » সকল প্রকার গুজব ও প্রপাগান্ডা এখানে শেয়ার করুন
"অই ছেড়ি, ওড়না গলায় না দিয়া বুকে দে, কামে দিবো"
হেব্বি নামতো পেজ খানার।
মিশরের ছবি বাংলাদেশের নাম চালিয়ে দিয়েছে "অই ছেড়ি, ওড়না গলায় না দিয়া বুকে দে, কামে দিবো" ফেসবুক পেইজ
এই পেইজের গর্বিত সদস্য ফোরামিক কামাল হোসেন ভাই এটি শেয়ার করেছেন
লিংক না দিলে লোকে মন্দ বলে। তাই আমিই লিংক দিলাম।
তবে কমন সেন্স থাকলে যে কেউই বুঝবে যে এটা বাংলাদেশের কোনো ব্রিজ না। এরকম স্টিলের আই সেকশন ওয়ালা গার্ডার (নিচের নীলচে বীম) এবং সবুজ রেলিং দেয়া ব্রিজ এবং তার নিচ দিয়ে এমন রাস্তা (ডানের কোনাতে দেখা যাচ্ছে) অন্তত ঢাকার আশেপাশে নাই।
এই কয়টি শব্দ দেখে কুভ খারাফ লাগল।
"টান্ডা, গন, হতবম্ব, ধারনা"
ফেইসবুকে পেয়েছি।
আল্লাহ তুমি আর কত কিছু দেখাবে । সবাই সবারটা নিয়ে ব্যস্ত । আরো কত কিছু দেখতে হবে দুনিয়া থেকে ।
এই কয়টি শব্দ দেখে কুভ খারাফ লাগল।
"টান্ডা, গন, হতবম্ব, ধারনা"
ফেইসবুকে পেয়েছি।
গণ, স্বজাতি এগুলো কি চোখ এড়িয়ে গেছে?
@সেভারাস
গন তো দিয়েছি, স্ব-জাতী নিয়ে একটু সন্দেহ ছিল।
ইলিয়াস লিখেছেন:বিশ্বস্ত সুত্রে জানতে পারলাম আমাদের ডেডলক ভাই মডু প্যানেলে যোগ দিচ্ছেন।
হুম, খবর সত্য।
হ্যা একটু আগে শিউর হলাম, আসলেই সত্য
cslraju লিখেছেন:এই কয়টি শব্দ দেখে কুভ খারাফ লাগল।
"টান্ডা, গন, হতবম্ব, ধারনা"
ফেইসবুকে পেয়েছি।
গণ, স্বজাতি এগুলো কি চোখ এড়িয়ে গেছে?
না ভাই আসলে কুভ শব্দটা স্পেশ্যাল তো
ভাই তাহসান কাব্য @
১) কোন কথাটা বিএনপির পক্ষে ? লাইনটি কোট করুনখোদ সরকারী দলের নেতার বক্তব্য
২) ভিডিও টিতে শুরুর অংশ আছে আর শেষের অংশ আছে, একপাশ থেকে ভিডিও করা হয়েছে তাই অন্যপাশে কি হয়েছে তা দেখা যায় নি, আর ভিডিওটির মাঝখানের অংশ নেই ম্যায়বি এটা এডিট করা ভিডিও , তাই অনেকে এটাকে বলেছেন গুজব , সেই জন্যই এটা "JOKES OF BANGLADESH" নামক ফেবুতে পোস্ট করেছেন
প্রথম ক্ষেত্রে বলব, এই যে নতুন একটি শেয়ার দিলেন এটাও তো বিএনপি ও হেফাজতের পক্ষে তাইনা?
দয়া করে লাইনটি কোট করুন
আমি কিন্তু বলেছি বিএনপি ও হেফাজত কারন বি এন পি ও হেফাজত বর্তমানে একই টিমে কাজ করছে।
আর দ্বিতীয় ক্ষেত্রে কিছু যুক্তি দেই
১। তিন হাজার মৃতদেহের ওজন হবে ২০০ টন, ফুল লোডে এই মৃতদেহ সরাতে ৪০ টা ৫ টনি ট্রাক লাগবে।
২। ৩০০০ মৃতদেহ থেকে ১৫০০০ লিটার রক্ত ক্ষরিত হবে। সব ধুয়ে ফেললেও মতিঝিল সংলগ্ন এলাকায় এখন রক্তের দুর্গন্ধে কেউ টিকতে পারতো না।
৩। একসাথে এতোগুলো মৃতদেহ কবর দিতে গেলেও ৩ থেকে ৪ লক্ষ ঘন ফুট মাটি সরাতে হবে। কতক্ষণ লাগবে সেটা করতে? এই কাজ সর্বোচ্চ দ্রুততায় করলে কমপক্ষে ১২ ঘণ্টা সময় লাগবে।
৪। মৃতদেহ গুমের কাজে সংশ্লিষ্ট মানুষগুলোর মধ্যে একজনকেও কী সাক্ষ্য দেয়ার জন্য খুজে পাওয়া যাবেনা?
৫। ৩০০০ নিহতের পরিবার কী এতক্ষন বসে থাকতো?
৬। স্বাধীন দেশে ওপেন প্লেসে ২ঘন্টার মধ্যে ৩০০০ মানুষকে গুলি করে মেরে ফেলতে এই র্যা ব-পুলিশ-বিজিবি রাজী হতো?
এক পাশ থেকে ভিডিও করা কারন ক্যামেরাম্যানের সেফটিরও তো ব্যাপার আছে নাকি। আর এত বড় ভিডিও যদি কেটে না দেয় তাহলে আপনিও বোধহয় দেখতেন না।
খাইসে!!! বিএসএফও চইলা আসছে?
এই কয়টি শব্দ দেখে কুভ খারাফ লাগল।
"টান্ডা, গন, হতবম্ব, ধারনা"
ফেইসবুকে পেয়েছি।
খোদ সরকারী দলে নেতার ভাষ্য দেখুন
তাহসান কাব্য ভাই @ মনে কি পড়ে যখন বিডিআর ট্রেজেডি হয়েছিলো তখন বলা হলো রক্তপাতহীন ভাবে তারা আর্তসমর্পন করেছেন - তার পর কি হলো? কোথায় কোথায় না, পাওয়া গেলো লাশ?
সাভার ট্রেজেডিতে বলা হলো মৃতুর সংখ্যার ২০০র বেশী নয়, বিরোধী দল প্রবাগান্ডা করছেন, কিন্ত গতকাল পর্যন্ত পাওয়া গেল ৮৫০ লাশ, তাজরিনের ঘটনা সবারই জানা, বিগত বিএনপি সরকারের সময়ে স্পেক ট্রামে দুর্ঘনায় মৃত্যুর সংখ্যা কত কেহই জানে না, আজ আবার মিরপুরে গার্মেন্টসে আগুন লেগে মালিক, পুলিশ এবং যুবলীগের নেতা মারা যায় ..........
এতসব গুজব ও প্রপাগান্ডা এখানে সৃস্টি হচ্ছে কারন ছাগুরা কিছু হাইড করতে চেস্টা করছে বলে, প্রবাদে আছে, কাক নাকি চোখ বন্ধ করে খাদ্য বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখে, যার ফলে সে নিজেই পরে তা খুজে যায় না..........সত্যটা প্রকাশের সমস্যা কোথায়? সত্য প্রকাশ না করলে তো বিরোধীরা সুযোগ গ্রহনের সুযোগ খুজবেই, এর নামই তো রাজনীতি নীচের ৩টি ঘটনা বিশ্লেষন করলে কি দাড়ায়??
১. গতকাল ০৮.০৫.২০১৩ রাতে "সময়" টিভিতে টক শো "সম্পাদকীয় কে কে দেখেছেন?
সেখানে সাংবাদিক শ্যামল দত্ত বলেছেন, যৌথবাহিনী মতিঝিলে উপস্থিত হয়ে লাখ লাখ লোককে নাকি বলেছেন, যাদের বাড়ি বরিশাল তারা এক লাইনে দাড়ান, যাদের বাড়ি সিলেটে তারা এক লাইনে দাড়ান, এভাবে সবাইকে গ্রুপ গ্রুপ করা হয়, তার পর নাকি যাদের বাড়ি সিলেটে তাদেরকে বলা হলে আপনারা এই পথ দিয়ে গিয়ে কমলাপুর যান সেখানে জয়ন্তিকা দাড়ানো আছে - তা ধরে সিলেট চলে যান, আর যাদের বাড়ি বরিশাল তাদেরকে সদর ঘাট দেখিয়ে বলা গয়েছে সেখানে লঞ্চ পাবেন, সবাই সরিবদ্ধ ভাবে যার যার বাড়িতে চলে গেছে - ............রাখেন হাসি থামাইয়া লই তার পর বাকিটা বলছি
তার পর প্রতক্ষদর্শী এক সাংবাদিক সরোয়ারেও লাইভে আনা হয়, তিনি বলেন, তিনি দেখেছেন, সোনালী ব্যাংকের পাশের টিনের স্যাডের মধ্যে গুলি খাওয়া লোকজনকে পুলিশ পিটাচ্ছে ...............
২. গতকাল ০৮.০৫.২০১৩ রাতে পুলিশ কমিশনারের বক্তব্য কে কে দেখেছেন?
তিনি বলেছেন সেখানে কোন মরনঅস্ত্র ব্যাবহার করা হয়নি, রাবার বুলেট, সাইড গ্রেনেড, টিয়ার গ্রেনেড জাতীয় অস্ত্র ব্যাবহার করা হয়েছে , তিন দিক থেকে তাদেরকে ঘেরাও করনে একদিক খোলা রাখা হয়েছে যাতে করে তারা সেই পথ দিয়ে চলে যেতে পারে ...............( কিন্ত শ্যামল দত্ত কি বললেন?) আর সাংবাদিক সম্মেলনে এটিএনএর সাংবাদিকরা পুলিশ কমিশনার কে প্রশ্ন করেন তবে কেন পুলিশ কেন এটিএনএর সাংবাদিকদের উপর হামলা করে.....পুলিশ কমিশনার সাহেব তাদের এই প্রশ্নের উত্তর না দিয়ে বক্তব্য শেষ করে উঠে পড়েন
৩. গত ০৭.০৫.২০১৩ রাতে বিভিন্ন টিভিতে সরকারী দলের মুখপাত্র হানিফ সাহেবের বক্তব্য কে কে দেখেছেন?
সেখানে কোন অস্ত্রই ব্যাবহার করা হয় নি .........( কিন্ত পুলিশ কমিশনার সাহেব কি বললেন?)
তবে এটাও সত্য কথা যে বিরোধী দল, সরকারীদলের জাতিয় পার্টি এই ইস্যুটিকে নিয়ে সস্তা রাজনৈতিক ফায়দা আদায়ে চেস্টা করছেন বা করতে পারেন যা নিন্দনীয় এই ফেফাজতের ব্যানারে যারা এসেছেন তারা অনেকেই গরীব,এতিম, অসহায়, অবুঝ, ভালো কিছু খাবার আসায় তাদেরকে এখানে আনা হয়েছে কস্ট দেওয়া হয়েছে, গতকাল টিভির খবরে দেখলাম যারা মারা গেছে তাদের মধ্যের এতিম খানার ৮ম শ্রেনীর এক ছাত্রও ছিলো..............এই সব গরীব,এতিম, অসহায়, অবুঝ, মানুষ গুলোকে ব্যাবহার করে রাজনৈতিক ফায়দা আদায় করা লজ্জা জনক।
এই সংবাদটি দেখুন -গুজব ও প্রগান্ডা - না সত্য?
সচলায়তন মারা গেছে
কেন মারা গেছে জানি না!!
শামীম ভাই এনি আইডিয়া???
অন্য কোন পত্রিকায় তো দেখলাম না(গুগল সার্চ করে পাইনি)। তাহলে একমাত্র আমাদের সময় ই কি সুষ্ঠু সংবাদদাতা? আর এখানে জামায়াতের সাথে সংশ্লিষ্টতার কথা বলেছে।কিন্তু হেফাজতের প্রথম কথাই ছিল তারা জামায়াত মুক্ত।ব্যাপারটা কেমন হয়ে গেল না? দেখা গেল জামায়াত এর ই আরেকটি ফ্রন্ট হেফাজতে ইসলাম। আর আমি জাস্ট জামায়াতকে ঘৃণা করি।
রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস এগুলোকে আপনি যদি অস্ত্র বলেন তাহলে আর কিছু বলার নেই।
আর সেসব ঘটনার লাশ আবিষ্কার হয়েছে। কিন্তু এখনকার হেফাজতের লাশ কই?
আপনার মূল কথা হল হেফাজতে ইসলামের অনেক মানুষ মারা গেছে এইতো? আপনি কিন্তু আমার পয়েন্ট গুলো স্কিপ করে গেছেন। কোনটারই লজিক দেননি।
এবং আপনার দেখা টক শো গুলো আমি দেখিনি তাই বলতে পারছি না।যদি কেউ দেখে থাকে কিংবা লিঙ্ক দেন তাহলে উপকৃত হতাম।
আর আপনার শেষ প্যারাটা একটু তেনা পেচানোর মত হয়ে গেল(মাইন্ড কইরেন না প্লীজ)। দীর্ঘদিনের অভিজ্ঞতায় দেখেছি ত্যানা পেচানো সাধারনত এরকমঃ
১ জামায়াতের বিপক্ষে কিছু কথা
২ জামায়াতের পক্ষে মাত্র দুটি শব্দ
৩ আবার জামায়াতের বিপক্ষে শত কথা।
সিম্পল উদাহরন
১ যুদ্ধাপরাধীদের বিচার আমিও দাবী করি।শুধু মাত্র দাবী ই না।এটা আমার মনের প্রানের এবং দেশের দাবী......ব্লা ব্লা ব্লা
২ ...... আমরা কি জানি এই যুদ্ধপরাধী কারা? সত্যিই কি শুধু জামায়াত যুদ্ধাপরাধী? তাহলে আওয়ামীলীগ এর রাজাকারেরা কি দোষ করলো?নাকি তারা সরকারী দলের বলে মাফ? আগে নিজেকে ঠিক করতে হবে তারপরে বাহিরের ব্যাপার।
৩ ......মহানবী বলেছেন যে নিজে যে কাজ কর সে কাজ অন্যকে করতে বারন করো না। এখন আমরা রাজাকারমুক্ত বাংলাদেশ চাই। সব দল হবে রাজাকার মুক্ত। দেশ হবে সোনার বাংলা। দেশ কে নিয়ে নোংরা রাজনীতি বন্ধ হবে......ব্লা ব্লা ব্লা
দি এন্ড।
আ পারফেক্ট ত্যানা পেচানো
আপনার লেখাটায় ২ ও ৩ অংশটুকু বিদ্যমান।
অতএব আমি অফ গেলাম
http://img835.imageshack.us/img835/7792/image000lq.png
বাবা মেয়ের ছবিকে ক্রপ করে কি বানিয়ে দিল? জামাত-শিবির আর জামাতের অঙ্গ সংগঠন বিএনপির নেতা সমর্থকরা এতো মিথ্যাবাদী আর গুজবপ্রিয় হয় কেন?
বাবা মেয়ের ছবিকে ক্রপ করে কি বানিয়ে দিল?
এরা যে বাবা-মেয়ে এটা ৫ বছরের বাচ্চাও বুঝবে। যারা বুঝেনা তারা আসলেই ছাগু
প্রজন্ম ফোরাম » বিবিধ » হাসির বাক্স » সকল প্রকার গুজব ও প্রপাগান্ডা এখানে শেয়ার করুন
০.১০৮৫৪১০১১৮১০৩ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৭.৯৪০০৪২৪০২৭০৩ টি কোয়েরী চলেছে