Re: সকল প্রকার গুজব ও প্রপাগান্ডা এখানে শেয়ার করুন
লাশের পাহাড়ে দাড়িয়ে অনেকে হাসতে পারেন
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » বিবিধ » হাসির বাক্স » সকল প্রকার গুজব ও প্রপাগান্ডা এখানে শেয়ার করুন
লাশের পাহাড়ে দাড়িয়ে অনেকে হাসতে পারেন
মেরাজ সুত্র বিহীন কথা বলার জন্য মাইনাস দিতে পারি
।
সূত্র কি মোবাইলে রেকর্ড করে রাখবো নাকি?
আর এটা গুজবের টপিক। গুজবের আবার সূত্র লাগে নাকি?
রোববার রাতে হেফাজতের একজন নেতা বলেছেন, পুলিশ ও আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডারদের হামলায় রোববার সন্ধ্যা পর্যন্ত কমপক্ষে তাদের ১৬ নেতাকর্মী নিহত হয়েছেন। এরমধ্যে দু’জনকে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কর্মীরা পিটিয়ে হত্যা করেন। পল্টন এলাকায় পুলিশের গুলিতে মারা যান আরও দুজন। এছাড়া পুলিশ ও আওয়ামী লীগ ক্যাডারদের হামলায় আহত হয়ে মগবাজারের আল-বারাকা হাসপাতালে ৬ জন, বিজয়নগরে ইসলামী ব্যাংক হাসপাতালে ২ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জনের মৃত্যু হয়েছে। তবে হেফাজতের অন্য একটি সূত্র বলেছে, তাদের ২৪ জন নেতাকর্মী নিহত হয়েছেন। এর মধ্যে অবশ্য পরিবহন কোম্পানি হানিফের একজন কর্মচারীও রয়েছেন।
http://www.amardeshonline.com/pages/det … YoUKNfI-e3
ছাগুদের নিজের পত্রিকার খবর! আর কিছু বলার দরকার আছে কি?
আউল ভাই আমি হেফাজতে ইসলামের লোক না তার মানেই তো এই না যে আমি আওয়ামীলীগ এর লোক। এমন কেন ভাবছেন আপনি যে আমরা সবাই হেফাজতে ইসলাম সাপোর্ট করি না কারন আমরা আওয়ামীলীগ করি? কেউ তো এখানে একবারও আওয়ামীলীগ এর স্বপক্ষে কথা বলেনি। হেফাজতের বিরুদ্ধে কথা বললাম সবাই আমরা তাই ঢালাওভাবে আমাদের সবাইকে শেয়ার দিলেন আওয়ামীলীগ এর কাহিনী! ব্যাপারটা মাথার উপরে দিয়া গেল।
আরে ভাই দেখেন আওয়ামীলীগ তো আকাম কুকাম করছেই মানলাম তাই বইল্যা কি হেফাজতের ও আকাম কুকাম করন লাগবো? তাকিয়ে দেখেন এখানে আমরা রাজনীতি নিয়ে কথা বলছি না।বলছি ধর্মীয় উন্মাদনা নিয়ে। আর আপনি বার বার আওয়ামীলীগ এর বিভিন্ন দোষ গুলো নিয়ে বলছেন। আশা করি আপনি এব্যাপারে সচেতন থাকবেন।
আরে ভাই দেখেন আওয়ামীলীগ তো আকাম কুকাম করছেই মানলাম তাই বইল্যা কি হেফাজতের ও আকাম কুকাম করন লাগবো? তাকিয়ে দেখেন এখানে আমরা রাজনীতি নিয়ে কথা বলছি না।বলছি ধর্মীয় উন্মাদনা নিয়ে। আর আপনি বার বার আওয়ামীলীগ এর বিভিন্ন দোষ গুলো নিয়ে বলছেন। আশা করি আপনি এব্যাপারে সচেতন থাকবেন।
আপনার সাথে একমত পোষন করে বলতে চেস্ট করছি যে , লাশের পাহাড়ে দাড়িয়ে অনেকে হাসতে পারেন গুজুবের লিংকটি পেস্ট করেছি এখানে কারন - টপিকটির নাম দেওয়া হয়েছে "সকল প্রকার গুজব ও প্রপাগান্ডা এখানে শেয়ার করুন" - আর টপিকটি হাসির বক্সে সুতরাং হাসির গুজব এখানে পোস্ট হতেই পারে
আমি আওয়ামীলীগ , বিএনপি, জামাত বা হেফাজতকে সমর্থন করিনা, শুধু মাত্র যুক্তির খাতিরে কিছু যুক্তি উপস্থাপন করছি মাত্র
গুজব গুলা অনেক সুন্দর। আমার ফেসবুক বন্ধ নয়ত আমিও অনেকগুলো লিঙ্ক দিতে পারতাম।
তাহসান কাব্য লিখেছেন:আরে ভাই দেখেন আওয়ামীলীগ তো আকাম কুকাম করছেই মানলাম তাই বইল্যা কি হেফাজতের ও আকাম কুকাম করন লাগবো? তাকিয়ে দেখেন এখানে আমরা রাজনীতি নিয়ে কথা বলছি না।বলছি ধর্মীয় উন্মাদনা নিয়ে। আর আপনি বার বার আওয়ামীলীগ এর বিভিন্ন দোষ গুলো নিয়ে বলছেন। আশা করি আপনি এব্যাপারে সচেতন থাকবেন।
আপনার সাথে একমত পোষন করে বলতে চেস্ট করছি যে , লাশের পাহাড়ে দাড়িয়ে অনেকে হাসতে পারেন গুজুবের লিংকটি পেস্ট করেছি এখানে কারন - টপিকটির নাম দেওয়া হয়েছে "সকল প্রকার গুজব ও প্রপাগান্ডা এখানে শেয়ার করুন" - আর টপিকটি হাসির বক্সে সুতরাং হাসির গুজব এখানে পোস্ট হতেই পারে
আমি আওয়ামীলীগ , বিএনপি, জামাত বা হেফাজতকে সমর্থন করিনা, শুধু মাত্র যুক্তির খাতিরে কিছু যুক্তি উপস্থাপন করছি মাত্র
ভাল কিন্তু আপনার করা গুজবের টপিক তাহলে কেন সবাইকে নিয়ে নয়?কেন শুধু মাত্র বিএনপি ও হেফাজতে ইসলামের পক্ষে এবং আওয়ামীলীগের বিপক্ষে?যদি নিরপেক্ষই হয়ে থাকেন তাহলে বিএনপি ও হেফাজতে ইসলামের বিপক্ষেও কিছু টপিক শেয়ার করুন।
আর আপনার একটি টপিকে বলেছিলেন যে শাপলা চত্বরে সরকার গনহত্যা চালিয়েছে। এখন বলুন তো কে বলবে আপনাকে নিরপেক্ষ?কেউ না।
এখানে এই পোষ্ট টি গুজব কিভাবে হল একটু বলবেন কি? আমার জানামতে গুজব হল এমন কথা যার কোন ভিত্তি নেই। আর এখানে তো ভিডিও দেয়া আছে।তাহলে কি আপনি বলতে চাইছেন ভিডিওটি একটি গুজব?এটি সত্য নয়।এইতো?তাহলে ভাই আমি ক্ষ্যামা দিলাম। স্যরি আমি আপনার সাথে পারব না।
ভাই তাহসান কাব্য @
১) কোন কথাটা বিএনপির পক্ষে ? দয়া করে লাইনটি কোট করুন
খোদ সরকারী দলের নেতার বক্তব্য
২) ভিডিও টিতে শুরুর অংশ আছে আর শেষের অংশ আছে, একপাশ থেকে ভিডিও করা হয়েছে তাই অন্যপাশে কি হয়েছে তা দেখা যায় নি, আর ভিডিওটির মাঝখানের অংশ নেই ম্যায়বি এটা এডিট করা ভিডিও , তাই অনেকে এটাকে বলেছেন গুজব , সেই জন্যই এটা "JOKES OF BANGLADESH" নামক ফেবুতে পোস্ট করেছেন
বিশ্বস্ত সুত্রে জানতে পারলাম আমাদের ডেডলক ভাই মডু প্যানেলে যোগ দিচ্ছেন।
বিশ্বস্ত সুত্রে জানতে পারলাম আমাদের ডেডলক ভাই মডু প্যানেলে যোগ দিচ্ছেন।
আপনি কিভাবে জানলেন? এটা তো ফাঁস হবার কথা না।
বিশ্বস্ত সুত্রে জানতে পারলাম আমাদের ডেডলক ভাই মডু প্যানেলে যোগ দিচ্ছেন।
কেমনে কি, কইত্তে জানলেন
ইলিয়াস লিখেছেন:বিশ্বস্ত সুত্রে জানতে পারলাম আমাদের ডেডলক ভাই মডু প্যানেলে যোগ দিচ্ছেন।
কেমনে কি, কইত্তে জানলেন
টপিকের শিরোনাম দেখেন।
বিশ্বস্ত সুত্রে জানতে পারলাম আমাদের ডেডলক ভাই মডু প্যানেলে যোগ দিচ্ছেন।
হুম, খবর সত্য।
বিশ্বস্ত সুত্রে জানতে পারলাম আমাদের ডেডলক ভাই মডু প্যানেলে যোগ দিচ্ছেন।
ডেডুভাইয়ের ইন্টারনেট এ্যাডিকশন স্বীকারোক্তি ও আত্মশোধন প্রচেষ্টা জলে ভেসে গেলো তাইলে
এই দেখেন একজন চরম ছাগুভক্ত। এনার বর্তমান কাজই হল ফাঁসের কেল্লার শেয়ার।
একটু আগে ৭১ টিভিতে BNP এর ব্যরিস্টার খোকন এই ছবি দেখিয়ে ফেটে পরলেন। তথ্য মন্ত্রী বললেন যে, এইটা হাইতির ভূমিকম্পের ছবি।
ব্যরিস্টার খোকন বললেন, হাইতির লোক জন বাংলাদেশের পোষাক পরে নাকি !!
==========
পুরাই লোল
একটু আগে ৭১ টিভিতে BNP এর ব্যরিস্টার খোকন এই ছবি দেখিয়ে ফেটে পরলেন। তথ্য মন্ত্রী বললেন যে, এইটা হাইতির ভূমিকম্পের ছবি।
ব্যরিস্টার খোকন বললেন, হাইতির লোক জন বাংলাদেশের পোষাক পরে নাকি !!==========
পুরাই লোল
হায় হায় বলেন বলেন কি।
ইলিয়াস লিখেছেন:বিশ্বস্ত সুত্রে জানতে পারলাম আমাদের ডেডলক ভাই মডু প্যানেলে যোগ দিচ্ছেন।
হুম, খবর সত্য।
ডেডু ভাইকে আগাম অভিনন্দন।
মিশরের ছবি বাংলাদেশের নাম চালিয়ে দিয়েছে "অই ছেড়ি, ওড়না গলায় না দিয়া বুকে দে, কামে দিবো" ফেসবুক পেইজ
এই পেইজের গর্বিত সদস্য ফোরামিক কামাল হোসেন ভাই এটি শেয়ার করেছেন
এই লোকটারে আমি অনেক আগেই ব্লকড রাখছি - ডেডুদা ।
হালুলুইয়া tail রিয়েলি নট পসিবল টু হাইড
প্রজন্ম ফোরাম » বিবিধ » হাসির বাক্স » সকল প্রকার গুজব ও প্রপাগান্ডা এখানে শেয়ার করুন
০.০৯০২১৬১৫৯৮২০৫৫৭ সেকেন্ডে তৈরী হয়েছে, ৯১.৫৪২৫৩৫১৫৬৪৭৭ টি কোয়েরী চলেছে