Re: মতিঝিলের ঘটনা সম্পর্কে হেফাজতের বিবৃতি
আমিও বিশ্বাস করি না (সত্য কথা) গোল চিহ্ন দেওয়া এরাই(!!) হাউজ বিল্ডিং এ ম্যাসাকার করেছে। কারন কমনসেন্স । মোবাইল এ তোলা ভিডিওতে কোন কিছুই স্পষ্ট নয়। কারো চেহারা বোঝা যাচ্ছে না। অনেকে সাধারন পোষাকে ছিল, অনেকে পান্জাবী টুপি পরে ছিল। আর একজন দেখলাম লুঙ্গি পরা।
কিন্তু এই ম্যাসাকারের দায়ভারটা কার? আপনি লক্ষ লক্ষ লোক নিয়ে শক্তি প্রদর্শন করছেন, সেখান অল্প কয়জন বহিরাগত এসে আপনাদের সামনে ভাঙ্গচুর করবে, তারপরও তারা আপনাদের মতের বাইরের লোক হবে, এটা মেনে নেয়া যায় না।
কমনসেন্স ব্যাবহার করেন।