Re: মতিঝিলের ঘটনা সম্পর্কে হেফাজতের বিবৃতি
লেন্জা সোজা করেন কইলাম। একবার কইবেন ঘুমন্ত মানুষকে নির্বিচারে গুলি, আরেকবার স্লোগান বক্তব্য !
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » দৈনন্দিন » সংবাদ বিশ্লেষন » মতিঝিলের ঘটনা সম্পর্কে হেফাজতের বিবৃতি
লেন্জা সোজা করেন কইলাম। একবার কইবেন ঘুমন্ত মানুষকে নির্বিচারে গুলি, আরেকবার স্লোগান বক্তব্য !
লেন্জা সোজা করেন কইলাম।
একবার কইবেন ঘুমন্ত মানুষকে নির্বিচারে গুলি, আরেকবার স্লোগান বক্তব্য !
সত্য কখনো লুকানো যায় না, অপেক্ষায় থাকেন....... লাশের সঠিক সংখ্যা হয়তো অচিরেই আমরা জানতে পারবো। হেফাজতের দাবী ৩ হাজার। কিন্তু সঠিক সংখ্যা কত কে জানে!
আমরাও জানতে ইচ্ছুক। কেউ মারা যাক এটাও চাইনা।
মানুষকে বিশ্বাস করানোর জন্য ভুয়া ফটো শেয়ার করেন কেন? আর নির্ভরযোগ্য সূত্র দিয়ে কথা বলেন না কেন?
কি কারেন দিগন্ত+ইসলামী টিভি বন্ধ হলো জনগন জানে না, এটা যদি প্রবাগান্ডা ছড়ানোর ধোয়া তুলে বন্ধ করা হয় - তবে এখনই সকল ফেইসবুক, ব্লগ, টুইটার ইত্যাদি বন্ধ করে দেওয়া হোক
আর এক মুখে ২ কথা কি মানায়- যখন মহা নবী (সঃ) এবং ইসলামের বিরুদ্ধে যখন বিভিন্ন ব্লগে আর ফেইসবুকে অনেক নাস্তিক মন্তব্য করে ছিলো - তখন আধুনিক অনেকেই বলেছেন, ব্লগে আর ফেইসবুক মানুষের ব্যাক্তিগত ডাইরী এখন থেকে কোন কিছু প্রচার করা নিষেধ, আর ব্লগে আর ফেইসবুকের তথ্য এনে প্রচার করার অভিযোগে সহ অন্যান্য অভিযোগে আমারদেশ বন্ধ হয়ে যায়, কিন্ত আজ পবিত্র কোরআন পোড়ানোর দৃশ্য বার বার প্রচার করা হচ্ছে টিভিতে, লাইভে, মিটিংয়ে ...........ব্লগে আর ফেইসবুক
মতিঝিলের ঘটনা সম্পর্কে সত্য হোক আর মিথ্যা হোক হেফাজত তো বিবৃতি দিয়েছেন, কিন্ত সরকার কি কোন বিবৃতি দিয়েছেন?
আর জ্বালাও পোড়াও অবশ্যই অপরাধ কিন্ত এটা সবার জন্য সমান অপরাধ, কিছু আগে ইসলামী ব্যাংক, কোচিং সেস্টার, ব্যাবসা প্রতিস্ঠান সহ দেশের বিভিন্ন স্থানে উৎসবের মত করে অনেক কিছু পুড়িয়ে দেওয়া হয়েছিলো টিভিতে দেখানো হয়েছিলো, কৈ সেই সময়ে তো সেটাকে তান্ডব বলা হয়নি?? কেন
from fb
: কালকে সরকার গনহত্যা চালাইছে। প্রফেশনাল শুটাররা উঁচু বিল্ডিংয়ের ছাদ থেকে স্নাইপার রাইফেল দিয়ে মানুষ মারছে। সাউন্ড গ্রেনেডের শব্দের চোটে স্নাইপারের আওয়াজ শোনা যায় নাই।
: হুম। মতিঝিলে তো বিদ্যুত ছিলো না। স্নাইপাররা ঠিকমত টার্গেটে শুট করলো ক্যাম্ন?: আরে ভাই, ২৫০০ লাশ সরানো হইছে ৯ টা ট্রাকে।
: মানে এক ট্রাকে ২৭৭ জন! একজন মানুষের ওজন নূন্যতম ৫০ কেজি ধরলেও এই মানুশগুলার ওজন ১৩ টনের বেশি। বাংলাদেশের একটা ট্রাক কি এত লোড নিতে পারে?: সব লাশ ফেলা হইছে তুরাগ আর মেঘনা নদীতে।
: ও। তুরাগ আর মেঘনাতে তো লাখ লাখ হাঙর থাকে। আড়াই হাজার লাশ দুই মিনিটে পেটে চালান কইরা দিছে।: মতিঝিল এলাকায় রক্তের বন্যা চলতেছে।
: এত রক্ত কোথায় গেল?
: শেষ রাতের বৃষ্টিতে ধুইয়া গেছে।
: ২৫০০ লাশের রক্ত সামান্য বৃষ্টিতেই ধুইয়া গেল?
: সামান্য বৃষ্টি না। রীতিমত তুফান আর সিটি কর্পোরেশনও ময়লা পরিষ্কারের নামে রক্তের দাগ মুইছা ফেলছে।
: দেড় ঘন্টায় এত কিছু!
: ভাই, এই জালেম সরকার সব পারে।
: আচ্ছা, একটা প্রশ্ন করি?
: করেন।
: গাঁজার দাম এখন কত?
: বৃষ্টির দিন। হাফ দামে যাইতেছে সব।- আশফাক তুহিন
হাসতে হাসতে পেটে খিল ধরে গেছে
।
শেয়ার করা ছবি গুলোর মধ্যে শুধু প্রথম ছবিটা সঠিক, মঞ্চের পাশে এভাবেই সাদা কাপড়ে মোড়ানো চারটা লাশ পাওয়া যায়। বাকি গুলো সব সম্পাদিত ছবি। এসব যাচাই বিহীন মিথ্যা ছবি প্রচারের জন্য মাইনাস।
মতিঝিলের ঘটনা সম্পর্কে সরকার বিবৃতি দিলে ভালো হতো
পুলিশের সঙ্গে হেফাজতে ইসলামের সংঘর্ষের ঘটনায় একটি নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। একই সঙ্গে তারা বলেছে, ৫ ও ৬ মে প্রথম প্রহরে মতিঝিলে পুলিশের সঙ্গে হেফাজতে ইসলামের সংঘর্ষের পর থেকে এ পর্যন্ত ৪৪ জনের মৃত্যুর ব্যাপারে অ্যামনেস্টি নিশ্চিত হয়েছে। গতকাল রাতে পাঠানো সংস্থার এক বিবৃতিতে এ কথা বলা হয়।
বিবৃতিতে বলা হয়, গত ৫ মে হেফাজত ব্লাসফেমি আইন প্রণয়ন, নারী উন্নয়ন নীতি বাতিল এবং মহানবীর অবমাননার অভিযোগ এনে ঢাকা অবরোধ কর্মসূচি পালন করে। কিন্তু আন্দোলনের কর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তবে ওইসব সংঘর্ষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে ঠিক কতজনের মৃত্যু হয়েছে, তা এখনও পরিস্কার নয়। বরং এ নিয়ে নানা মহল থেকে নানারকম তথ্য দেয়া হচ্ছে।
বিবৃতিতে অ্যামনেস্টি বলেছে, আইন-শৃঙ্খলা বাহিনীকে অবশ্যই আন্তর্জাতিক রীতি-নীতি ও নিয়ম-কানুন মেনে চলতে হবে। নিতান্ত বাধ্য না হলে অর্থাৎ নিজেদের জীবন রক্ষার্থেই কেবল আইন-শৃঙ্খলা বাহিনী আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে, অন্যথায় নয়। (সূত্র: বাংলাদেশ প্রতিদিন ০৮.০৫.২০১৩)
মতিঝিলের ঘটনা সম্পর্কে সরকার বিবৃতি দিলে ভালো হতো
সরকার কেন বিবৃতি দিবে?
তাহলে নিহত ব্যক্তিদের স্বজনেরা কোথায়: বেনজীর (ভিডিও)
এই কথাটা খুবই যুক্তি সংগত মনে হল। তিন হাজার মানুষ বা এক লাখ (সুত্র @মিথ্যা বালক) মানুষের কোন আত্মীয় নাই?
https://www.facebook.com/photo.php?v=49 … mp;theater
আমার জিমেইলে একজন এই ভিডিওটা পাঠিয়েছেন।
হাউজ বিল্ডিং অফিসে কারা জ্বালাও পোড়াও ভাংচুর করেছে তার প্রমাণ পাবেন।
মাথায় হেলমেট পরে কারা ৫ ই মে সেদিন পল্টনে ছিলো সেটা নিশ্চয়ই জানেন।
আরো অবাক হয়েছি - এই হেলমেট পরা লিগারদের সাথে মাথায় টুপি পড়া একজনও গাড়ি ভাংছে।
হেফাজতের লোকদের ভেতরে যে ভাংচুর-জালাও-পোড়াও করার জন্য হেফাজত সেজে ইনফিল্ট্রেটর ঢুকেছিল আশা করি সন্দেহ কাটবে।
অথচ এই হুজুরগুলোর গায়ে সব মিথ্যা অপরাধের কলংক চাপানো হয়েছে।প্রথম আলোর ৭ ই মে ১৩ নাম্বার পাতায় হাউজবিল্ডিং এ গাড়ির ধবংসস্তুপের ছবি ছাপিয়ে হেফাতরের হুজুরদেরকে দায়ি করা হয়েছে।
[http://eprothomalo.com/displaypage.php? … _07_13_0_b]
এই ধূর্ত জনকণ্ঠ প্রথম আলো ভেক ধরে থাকলেও আতাউল্লাহ খান মাসুদের জনকণ্ঠের চেয়ে এরা বেশী বিপদজনক।ভিডিওটি দেখুন , আর চিন্তা কিভাবে হুজুরদের ফাসানো হয়েছে।
এই হল আওয়ামি লীগ।সেজন্যই বলি- সব রাজনৈতিক কর্মসূচিতে নিজের মোবাইল ক্যামেরা ব্যবহার করবেন।
গোপনে হোক , আর প্রকাশ্যে হোক।আওয়ামী লীগ , তোমরা পারবেনা সত্য চাপা দিতে।
পুলিশের বড় কর্তারা , আপনাদের কি লজ্জা হবে এবার ?
নিরপরাধ গরিব হুজুর গুলোকে রাতের অন্ধকারে খুন করলেন এই পান্ডাদের খুশি করার জন্য !
Everyone check that
collected from FB
@রাশ ভাই কি হেফাজতের পক্ষে?
অনৈসলামিক কর্মকান্ড ও ইহুদী নাসারার দেশে আমোদ-ফুর্তি করার অভিযোগে হেফাজতি আইনে আপনার কিন্তু বিচার হতে পারে। এগুলির জন্য প্রস্তুত থেকেন।
রাশ, এভরিওয়ান'রে চেক করানোর আগে আপনি নিজে চেক করছেন এই ভিডিও?
এবার সেই ম্যাসাকারে যারা অংশগ্রহণ করে তাদের পরিচয় জেনে নিন।
@ রাশ ভাই,
খালেদা জিয়া ছাত্রদল, যুবদলসহ, বিএনপিকে সহযোগিতা করতে নির্দেশ দিয়েছিলেন। এগুলো হচ্ছে সহযোগিতার নমুল। এরা ছাত্রদল, যুবদল এবং শিবিরের কর্মী।
@রাশ ভাই কি হেফাজতের পক্ষে?
অনৈসলামিক কর্মকান্ড ও ইহুদী নাসারার দেশে আমোদ-ফুর্তি করার অভিযোগে হেফাজতি আইনে আপনার কিন্তু বিচার হতে পারে।
এগুলির জন্য প্রস্তুত থেকেন।
সে আর বলতে।
নিরপরাধ গরিব হুজুর গুলোকে রাতের অন্ধকারে খুন করলেন এই পান্ডাদের খুশি করার জন্য !
নিরাপরাধ গরিব মাদ্রাসার ছাত্রগুলোকে রাতের অন্ধকারে বিপদের মুখে ঠেলে দিলো তো হেফাজতি হুজুরেরা।
রাশ, এভরিওয়ান'রে চেক করানোর আগে আপনি নিজে চেক করছেন এই ভিডিও?
তামিম ভাই, আপনি নিজে চেক করছেন তো??? আপনার দেয়া ছবিগুলোর চিহ্নিত ব্যক্তিদের কাছাকাছি পোশাকের কাউকেই তো ভিডিওতে দেখলাম না। অবশ্য মোবাইলে তোলা ভিডিও। কোনকিছুই স্পষ্ট বোঝা যাচ্ছে না।
একটা জিনিষ স্পষ্ট বোঝা যাচ্ছে, সেটা হল বেশির ভাগ সন্ত্রাসবাদির মাথায় হেলমেট ছিল। যা সাংবাদিকদের তোলা হেফাজতীদের কোন আক্রমণের ভিডিও বা ছবিতেই পাওয়া যায় নাই। হেলমেট পড়া অবস্থায় ৫ই মে'র যে ছবিগুলো পাওয়া গেছে সেগুলো আওয়ামী ক্যাডারদের।
বাই দ্যা ওয়ে, যারাই ম্যাসাকার চালাক না কেন- একটা ভিডিও পাওয়া গেছে। সেখানে কারা আগুন দিচ্ছে সেটাও দেখা গেছে। আইন শৃঙ্খলা বাহিনী তৎপর হলে খুব সহজেই তাদের গ্রেফতার করা সম্ভব। দেখি, কতজন গ্রেফতার হয়............
রাশ ভাইয়ের মতো আধুনিক চিন্তা ধারার মানুষ এটা কি শেয়ার করলেন
তামিম৬৯ লিখেছেন:রাশ, এভরিওয়ান'রে চেক করানোর আগে আপনি নিজে চেক করছেন এই ভিডিও?
তামিম ভাই, আপনি নিজে চেক করছেন তো??? আপনার দেয়া ছবিগুলোর চিহ্নিত ব্যক্তিদের কাছাকাছি পোশাকের কাউকেই তো ভিডিওতে দেখলাম না। অবশ্য মোবাইলে তোলা ভিডিও। কোনকিছুই স্পষ্ট বোঝা যাচ্ছে না।
একটা জিনিষ স্পষ্ট বোঝা যাচ্ছে, সেটা হল বেশির ভাগ সন্ত্রাসবাদির মাথায় হেলমেট ছিল। যা সাংবাদিকদের তোলা হেফাজতীদের কোন আক্রমণের ভিডিও বা ছবিতেই পাওয়া যায় নাই। হেলমেট পড়া অবস্থায় ৫ই মে'র যে ছবিগুলো পাওয়া গেছে সেগুলো আওয়ামী ক্যাডারদের।
বাই দ্যা ওয়ে, যারাই ম্যাসাকার চালাক না কেন- একটা ভিডিও পাওয়া গেছে। সেখানে কারা আগুন দিচ্ছে সেটাও দেখা গেছে। আইন শৃঙ্খলা বাহিনী তৎপর হলে খুব সহজেই তাদের গ্রেফতার করা সম্ভব। দেখি, কতজন গ্রেফতার হয়............
ল্যান্জা ইজ ভেরি ভেরি ভেরি ডিফিকাল্ট টু হাইড
Facebook:
ল্যান্জা ইজ ভেরি ভেরি ভেরি ডিফিকাল্ট টু হাইড
থ্যাঙ্ক ইউ।
বাই দা ওয়ে, আপনার দেয়া গোল চিহ্নিত লোকগুলো কি ঐ ভিডিওতে আছে??? আমি কিন্তু দেখি নাই। এতই যখন কষ্ট করছেন, ভিডিওর একটা স্নাপশট নিয়ে এই ছবিগুলোর সাথে মিলায়া দেখান না। অত কষ্ট করা লাগবে না, জাস্ট ভিডিওটার টাইম বলেন। আমি সেই টাইমের ছবি আর এই ছবি মিলায় দেখব।
আপনাদের সাথে আমার পার্থক্য কি জানেন??? আমি কাউকেই বিশ্বাস করি না। আর আপনারা আপনাদের মতের সাথে কোন কিছু মিলে গেলে সেটা চোখ বন্ধ করে বিশ্বাস করেন। বেস্ট অফ লাক...
প্রজন্ম ফোরাম » দৈনন্দিন » সংবাদ বিশ্লেষন » মতিঝিলের ঘটনা সম্পর্কে হেফাজতের বিবৃতি
০.০৮৯৯৪৪৮৩৯৪৭৭৫৩৯ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৯.২৭১২০২১৫৪৫০৫ টি কোয়েরী চলেছে