Re: অন্য আর একটি চেহারা (স্কেচ-২)
স্কেচটি বেশ সুন্দর হয়েছে
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » চারুকলা » অন্য আর একটি চেহারা (স্কেচ-২)
স্কেচটি বেশ সুন্দর হয়েছে
বেশ স্কেচ করেছেন
তবে, চুল নিয়ে একটু উদাসীনতা আছে। এদিকে একটু খেয়াল রাখবেন, কেমন?
এবারের রমণীটি দেখতে আমার এক ভাইয়ের বউয়ের মত হয়েছে![]()
আর শিপলুকে এবার দেখলাম না যে!![]()
খুব আশা করেছিলাম শিপলুকে আবার এখানে দেখবো..বাট হতাশ হলাম।
থাক কিছু বললাম না। হয়তো দেখে গেছেন। আগের দিনের মন্তব্যের জন্য হয়তো কিছু বলছেন না।
ম্যাগাজিনে ছবিতে যা ছিল তাই করছি, তান তান করেই ছিল আর চুলে কিবা আসে যায় ধারা তো যাবে না উদাদা
। নেক্সট টাইম কাকের বাসা
করে দেব নে
হৃদয়১'দা, ধন্যবাদ
শুভ সকাল ভাল হয়েছে ।
ওইটুকু আর হাইলাইট করার কি দরকার ছিল! নীল রং মেরে দিতেন!!!! খুব খারাপ ভেরি ব্যাড
যাক এইবার অনন্ত মাথা কালো হইছে, চোখে আর ঠোঁটে রং মাখেন নি
যাক আমার আঁকা ছবি নিয়েও তাইলে এক্সপেরিমেন্ট হয়
![]()
![]()
![]()
![]()
ওইটুকু আর হাইলাইট করার কি দরকার ছিল! নীল রং মেরে দিতেন!!!! খুব খারাপভেরি ব্যাড
হাইলাইটে কী লেখা? আমার চোখ খারাপ তো, ভালো করে পড়তে পারি নি খুব খারাপ কিছু কি লেখা? জলের কন্যা যেভাবে খারাপ বলছে...
ছবি ভাল লাগছে তবে আগেরটা মানে প্রথম স্কেচ থেকে কম ।
ডেডু ভাইয়ের কাহিনি দেক্তাচি
এসব ছবি কি দিয়ে আকেন
এসব ছবি কি দিয়ে আকেন
![]()
![]()
মেজাজা খারাপ করা একটা মন , একটা হাত
, কাগজ আর পেন্সিল দিয়ে
আর কি দিয়ে আঁকব!!!!
হাইলাইটে কী লেখা? আমার চোখ খারাপ তো, ভালো করে পড়তে পারি নি
খুব খারাপ কিছু কি লেখা? জলের কন্যা যেভাবে খারাপ বলছে...
উদাদা আপনি ঐ দিকে কোনায় কি দেখেন? আপনিতো স্কেচটা নাহ দেখবেন
দেখলেন, ডেডুদা কি করছেন!!! একটা চোখে লেন্স দিসে, অন্যটাতে লেন্স দিতে ভুলে গেছেন
ছবি ভাল লাগছে তবে আগেরটা মানে প্রথম স্কেচ থেকে কম
ধন্যবাদ ভায়া। ভালো লেগেছে জেনে প্রীত হলাম। কম-বেশি ব্যাপার না।
ওইটুকু আর হাইলাইট করার কি দরকার ছিল! নীল রং মেরে দিতেন!!!!
আমি মনে করে ছিলাম আপনার সাইন না দিলে মাইন্ড করবেন
আপডেট
পূর্বের ছবি প্রত্যাহার করে। নতুন ছবি দিলাম।
Jol Kona লিখেছেন:ওইটুকু আর হাইলাইট করার কি দরকার ছিল! নীল রং মেরে দিতেন!!!!
আমি মনে করে ছিলাম আপনার সাইন না দিলে মাইন্ড করবেন
আপডেট
পূর্বের ছবি প্রত্যাহার করে। নতুন ছবি দিলাম।
ডেডুদা দারুন হইছে
খালী মেয়ের এক চোখে লেন্স দিসেন অন্য চোখে দেন নাই, ঘটনা কি?
এইটা তো ছবিপুর মতো চেহারা দেখতেছি
এইটা তো ছবিপুর মতো চেহারা দেখতেছি
![]()
মারছে!!! আমি ছবিপুকে দেখি নাই ভায়া!!!
একটা ছবি দেন তো উনার একটু দেখি!!
ছোট মহাপুরুষ লিখেছেন:এইটা তো ছবিপুর মতো চেহারা দেখতেছি
![]()
মারছে!!! আমি ছবিপুকে দেখি নাই ভায়া!!!
![]()
একটা ছবি দেন তো উনার একটু দেখি!!
আপা রাগ করবে দিলে
অহ, একটা খোলা চুল স্কেচ করতে পারবেন?
২০/২১ বছরের তরুনী + স্কেচটা হবে সাইড এঙ্গেল থেকে ...
কখনো ফ্রি সময় পেলে করে পোস্ট কইরেন। আবদার থাকলো
আপা রাগ করবে দিলে
![]()
অহ, একটা খোলা চুল স্কেচ করতে পারবেন?
২০/২১ বছরের তরুনী + স্কেচটা হবে সাইড এঙ্গেল থেকে ...কখনো ফ্রি সময় পেলে করে পোস্ট কইরেন। আবদার থাকলো
![]()
ব্যাপার না দেখে নেব নে
খোলা চুলের একটা আছে!!!! ওটা দেখেন! স্কেচ-১
আর কোন আপুকে নিউএ এক্সপারিমেন্ট করা হয় নাই। করলে দেখাবো নে!! সবার দেখি খোলা চুলের তরুণী পছন্দ
আমারও পছন্দ
সুন্দর হয়েছে ........
খুব সুন্দর হইছে
দারুন হয়েছে
আচ্ছা ছবিটা কি এইভাবেই আঁকা না রোটেট করা হয়েছে ?
এনিওয়ে আপনার সিগনেচারটা কিন্তু দারুন , কি লেখা সেটাতে
ছোট মহাপুরুষ লিখেছেন:আপা রাগ করবে দিলে
![]()
অহ, একটা খোলা চুল স্কেচ করতে পারবেন?
২০/২১ বছরের তরুনী + স্কেচটা হবে সাইড এঙ্গেল থেকে ...কখনো ফ্রি সময় পেলে করে পোস্ট কইরেন। আবদার থাকলো
![]()
ব্যাপার না দেখে নেব নে
খোলা চুলের একটা আছে!!!! ওটা দেখেন! স্কেচ-১
আর কোন আপুকে নিউএ এক্সপারিমেন্ট করা হয় নাই। করলে দেখাবো নে!! সবার দেখি খোলা চুলের তরুণী পছন্দ![]()
আমারও পছন্দ
আপনি ছবি দেখে স্কেচ করতে পারেন? তাইলে বলেন ছবি ও পাঠাতে পারি
প্রজন্ম ফোরাম » চারুকলা » অন্য আর একটি চেহারা (স্কেচ-২)
০.০৭৬২০৩১০৭৮৩৩৮৬২ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৫.৬০৪২৬১৬৭৪০৫৬ টি কোয়েরী চলেছে