টপিকঃ খাঁচার ভেতর অচিন পাখি ... ...
নিজরে চেনা নয়তো সোজা,
মুখোশটা যে খুব কড়া,
যতই খুঁজো হাতড়ে মর,
হাসবে হাহা মনহরা।
মনটা সে যে ভিষন গতির,
দেখতে ওকে থামাও হে,
চোখ বুজে ধ্যানমগ্ন হলেও,
এদিক ওদিক খোঁচায় যে।
সব ভুলে যাও জোর করে ভাই,
মনটা থামাও এই দেহে,
দেখো প্রতি শ্বাস প্রশ্বাস আর,
ভঙ্গি কেমন কোন লহে।
বুকটা হাপড় উঠছে নামে,
দেখো যদি এক মনে,
হারিয়ে গতি মনটা ধপাস,
অবাক জগত তোর সনে।
খুলবে কতই বদ্ধ দুয়ার,
লুকিয়ে গতির ঐ আড়ে,
বিশাল জগত মনের মাঝে,
দুনিয়া কী আর মন কাড়ে!
নিজকে চেনার যুদ্ধ জয়ে,
সব অচেনাই যায় দুরে,
মহা পুরুষ তাইতো বলে,
চেষ্টা শুরু দাও করে।