টপিকঃ ওয়ার্ডপ্রেস বাংলা করবো কিভাবে
আমি একটি ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগ খোলার চেষ্টায় আছি কিন্তু কিছুতেই বাংলা করতে পারছিনা। একটা টিউটোরিয়াল পাইছি কিন্তু ওখানে লেখা আছে আপনার ওয়ার্ডপ্রেসের wp-content/languages ফোল্ডারে এমও ফাইলটি আপলোড করুন। (languages নামে ফোল্ডার না থাকলে তৈরী করে নিন) wp-content এর ভিতরে কোন ল্যাঙ্গুয়েজ ফোল্ডার নাই এই দেখুন।
আবার আমি ওয়ার্ডপ্রেস এক্সট্রাক্ট করে ল্যাঙ্গুয়েজ নামে সার্চ দিলাম দেখি থিমের ভিতরের ল্যাঙ্গুয়েজ ফোল্ডার চলে আসে
এখন কি করবো আমার ওয়ার্ডপ্রেস ভারশন হল 3.5.1