Re: আফঘানিস্তান
কিভাবে সত্যকে মিথ্যা করতে হয় তা আপনার কাছ থেকে শিখতে হবে।
সূত্র সংযোজন করেছেনঃ সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (আজ ১০:০৪) মানে ১০ এ এম
ভুল স্বীকার করেছেনঃ আজ ১০:০৯ মানে আজ ১০:০৯ এ এম
আর রেপু দেয়া হয়েছে ০৩-০৫-২০১৩ ১০:৫৯ PM মানে প্রায় ১১ ঘন্টা আগে। এভাবে এ এম আর পি এম এর হিসাব বাদ দিয়ে কাকে ঠকাবেন?
এই জন্যই তো আগেভাগে ফুটনোটে প্রেসকৃপশন দিয়ে দিয়েছিলাম।
আমি নিশ্চিত ছিলাম এক সুপারম্যান ফোরামিক বাদে ফোরামের আর কেউ টাইমলাইনের গড়মিলটি লক্ষ্য করবে না!
যাকগে আগেই বলেছি, মাইনাস নিয়ে আমার কোনো অভিযোগ নেই। তবে ফোরামে ঐ ধরণের ভাষা শুনতে খুব একটা অভ্যস্ত নই।