টপিকঃ লিনাক্সে ক্যানন স্ক্যানার ইন্সটল ও কনফিগার করার নিয়ম
লিনাক্সে জেনেরিক সব ডিভাইস বেশ ভালমত চললেও মাঝে মাঝে বিশেষ এবং নতুন মডেলের ডিভাইসগুলো ইন্সটল ও কনফিগার করা নিয়ে অনেককেই ঝামেলায় পড়তে হয়। বিশেষ করে প্রিন্টার, মডেম, স্ক্যানার ইত্যাদি ডিভাইসের জন্য ড্রাইভার প্রচলিত উইন্ডোজের নিয়মে করা যায়না বলে অনেকে এটা ওটা করে সিস্টেমের বারোটা বাজিয়ে ফেলেন। টপিকের শিরোনামেই বলে দিয়েছি, এই ছোট্ট পোস্টে দেখাবো কিভাবে লিনাক্সে ক্যানন (এবং অন্যান্য মডেলের) স্ক্যানার ইন্সটল করতে হয়। আশা করি টপিকটি অনেকের কাজে লাগবে, বিশেষ করে যারা ফোরামে সার্চ দেবেন। ইলিয়াস ভাইয়ের লিনাক্স মিন্ট-13 তে প্রিন্টার/স্ক্যানার ইনষ্টলে সাহায্য দরকার টপিক দেখেই মূলত এই টপিক লিখছি।
স্ক্যানার মডেল: Canon CanoScan Lide 110
অপারেটিং সিস্টেম: কুবুন্টু ১২.০৪
কার্নেল: 3.2.0-40-generic-pae
প্রথমে স্ক্যানারটি ইউএসবি পোর্টে লাগানোর আগে কিছু প্যাকেজ ইন্সটল করতে হবে। যদি ইতোমধ্যেই 'কাজ করে কিনা' দেখতে ইউএসবি পোর্টে লাগিয়ে ফেলে থাকেন, তবে আনপ্লাগ করে পিসি রিস্টার্ট করে নিন।
প্যাকেজ ম্যানেজার (Synaptic) খুলুন, তারপর নিচের প্যাকেজগুলো খুজে ইন্সটলের জন্য মার্ক করুন।
libsane
libsane-common
libsane-extras
libsane-extras-common
sane-utils
xsane
xsane-common
অনেকেই sane লিখে সার্চ দিয়ে সব ইন্সটল করলেও যে ভুলটি করে থাকেন তা হল libsane-extras প্যাকেজটি ইন্সটল না করা। এই প্যাকেজে বিভিন্ন মডেলের স্ক্যানারের ব্যাকএন্ড (অথবা সোজা কথায় ড্রাইভার) দেওয়া থাকে। এই ব্যাকএন্ড ফাইলগুলো নিয়মিত আপডেট হয়। কাজেই প্যাকেজটি অপশনাল হলেও ইন্সটল করা জরুরী। সাপোর্টেড ডিভাইসের পুরো লিস্ট দেখতে এই লিংকে যান।
সরাসরি apt ব্যবহার করেও ইন্সটল করতে পারেন।
sudo apt-get install libsane libsane-extras sane-utils xsane
উল্লেখ্য xsane হল গ্রাফিকাল স্ক্যানার ম্যানেজমেন্ট প্রোগ্রাম।
ইন্সটল হয়ে গেলে প্রয়োজন হলে পিসি রিস্টার্ট করে নিন। এবার স্ক্যানার প্লাগ ইন করুন। চাইলে টার্মিনালে lsusb লিখে ডিভাইস সঠিকভাবে ডিটেক্ট করেছে কিনা তা চেক করতে পারেন।
এবার মেনু থেকে xsane প্রোগ্রামটি চালু করুন। আপনার পিসিতে যুক্ত থাকা স্ক্যানার ডিভাইসগুলো সার্চ করা হবে।
ডিভাইস ডিটেক্ট করলে নিচের মত ইন্টারফেস আসবে যেখানে স্ক্যান করার বিভিন্ন অপশন দেখতে পাবেন।
ফাইল মেনু থেকে স্ক্যানার প্রোপার্টিজ ও চেক করতে পারেন।
স্ক্যান কিভাবে করতে হয় তা নিশ্চয়ই কাউকে শেখাতে হবেনা। আশা করি অনেকের কাজে লাগবে।