সর্বশেষ সম্পাদনা করেছেন Sumon083 (২৯-০৪-২০১৩ ২১:২১)

টপিকঃ কিভাবে রাগান্বিত হয়ে চিৎকার চেচামেচি করা যায়!

বিষয় টা কেমন যেন অদ্ভুত শোনা যায়! সবাই যেখানে রাগ কমানোর টিপস নিয়ে ঘাঁটাঘাঁটি করে, সেখানে রাগ বাড়ানোর!

আমার এক চাচাতো ভাই আছে, যে রিসেন্টলি আমাকে বার বার জিজ্ঞাসা করছে, কিভাবে সে তার রাগ এর মাত্রা বাড়াতে পারে! আমি বললাম কেন! সে তখন তার প্রবলেম তুলে ধরল এইভাবে.........

"""সে যখন, ক্লাস এইটে পড়ে তখন থেকে সব কিছু লজিকেলি চিন্তা ভাবনা করা শুরু করে। এর পর ক্লাস নাইনে উঠার পর প্রেমে পড়ে। প্রেমিকার সামনে, প্রেমিকার মা-বাবার সামনে এক্কেবারে ভদ্র থাকতো। এরপর ধিরে ধিরে সমাজের সবার সামনেই ভদ্র ছেলে হিসেবে খ্যাত হয়ে গেলো! কিন্তু ধিরে ধিরে সে রিসেন্টলি অনুধাবন করলো যে তার রাগ হবার ক্ষমতা টা আছে, সে একটু এদিক সেদিক হলেই রাগান্বিত হয়ে যায়। কিন্তু সেটা প্রকাশ না করতে করতে এখন আর প্রকাশ ই করতে পারে না। কেউ তাকে একটা চর মারলে, সে প্রতিবাদ করতে ভয় পায়! ভাবে, কি লাভ গেঞ্জাম বাড়িয়ে! তার পরিবারের কারো সাথে কেউ জগরা করলে, সে গলা উঁচিয়ে দুটো কথা বলতে পারে না, মনে মনে চমৎকার যুক্তি সাজায় তার বিরুদ্ধে যে তার পরিবারের সাথে জগরা করছে, কিন্তু মুখে জোর শব্দে সেটা উপস্থাপন করতে পারে না! """

এই প্রবলেম গুলা থেকে মুক্তির রাস্তা কি আমার জানা নাই। আপনাদের কারো যদি জানা থাকে প্লিজ বলবেন। বেচারা অনেক কষ্টে আছে এই ব্যাপার টা নিয়ে এখন!

Re: কিভাবে রাগান্বিত হয়ে চিৎকার চেচামেচি করা যায়!

আপনি তাকে প্রচন্ড বিরক্ত করতে থাকেন, লাইক খোচা দেয়া বা অন্যকিছু, প্রথমে সে সহ্য করে গেলেও একসময় ঠিকই রেগে যাবে, রেগে না যাওয়া পর্যন্ত আপনি তাকে জ্বালাতেই থাকবেন, তবে আগে কিন্তু জানাবেন না যে আপনার উদ্দেশ্য কি।

Re: কিভাবে রাগান্বিত হয়ে চিৎকার চেচামেচি করা যায়!

এটা নিশ্চই কোনো সিনড্রম অথবা মানসিক রোগ। কারন এ রোগটা আমারো আছে  cry

Re: কিভাবে রাগান্বিত হয়ে চিৎকার চেচামেচি করা যায়!

সাইকিয়াটিস্ট এর সাথে আলোচনা করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে।।

স্নিগ্ধ শুভ্রতায় আমি. . . . .

Re: কিভাবে রাগান্বিত হয়ে চিৎকার চেচামেচি করা যায়!

Re: কিভাবে রাগান্বিত হয়ে চিৎকার চেচামেচি করা যায়!

শুনেছি এরকম মানুষের রাগের বহি্ঃপ্রকাশটা ভয়ানক হয়। একেবারে বোমা ফাটার মত।

ভদ্র মানে কি খুবই চুপচাপ? introverted টাইপ?

Re: কিভাবে রাগান্বিত হয়ে চিৎকার চেচামেচি করা যায়!

facebook poke maren big_smile

Re: কিভাবে রাগান্বিত হয়ে চিৎকার চেচামেচি করা যায়!

লেখাটি LGPL এর অধীনে প্রকাশিত

সর্বশেষ সম্পাদনা করেছেন ফায়ারফক্স (২৯-০৪-২০১৩ ২৩:৪৭)

Re: কিভাবে রাগান্বিত হয়ে চিৎকার চেচামেচি করা যায়!

১০

Re: কিভাবে রাগান্বিত হয়ে চিৎকার চেচামেচি করা যায়!

ফাফ ভাই ভালো বলেছেন। ওয়াল্টার হোয়াইট ও কিন্তু আগে শান্ত ছিল কিন্তু পরে রাগি হয়ে যায়।  angry

১১

Re: কিভাবে রাগান্বিত হয়ে চিৎকার চেচামেচি করা যায়!

গলার আওয়াজ বাড়িয়ে জোরে কথা বলুন।  গালি জানলে আরও ভাল। হুংকার দিন।
এগুলো করলে আপনি জোশ পাবেন। সেই জোশে যে কোন লেভেলের রাগ করতে পারবেন।  thumbs_up

জোর গলায় কথা বললে বা হুংকার দিলে শরীরের মাঝে একধরণের (রিসার্চ করার ইচ্ছা নেই আপাতত, নিজেই সার্চ করে বের করতে পারবেন) হরমোন নিসৃত হয়। এরপর রাগারাগি মারামারি করার কাজটা ঐ হরমোনই সহজ করে দেয়।  এটা আমাদের শরীরের একেবারের ব্যাসিক বৈশিষ্টের একটা।  প্রতিটা প্রাণীকেই দেখবেন রেগে গেলে বা মারামারি করার সময় বিশাল হুংকার দিবে। বা কোন ভাবে শব্দ করবে। এটা দিয়ে শুধু প্রতিপক্ষকে ভয়ই দেখানো হয় না নিজেকেও পরিস্থিতির জন্য প্রস্তুত করা হয়।  প্রাণীরা শুধুমাত্র শব্দকেই কাজে লাগায় না।  ভিজুয়্যালিও আরেকজনকে ভয় দেখায়। দেখবেন বেড়ালের সব লোম খাড়া হয়ে যায়, লেজ উঁচু করে রাখে। কুকুরও লেজ উঁচু করে রাখে।  মানুষের লোমও কিন্তু দাড়িয়ে যায়। সেটা ভয়ে হোক আর রাগের কারণে হোক। তো এগুলো সবই মারামারি করার জন্য শরীরকে উপযোগী করে।

আমি নিজে মারামারি পছন্দ করি না। কখনও রাগীও না। তবে রাগের ভাণ করি প্রচুর। আমাকে দেখলে মনে হবে প্রচন্ড রেগে গেছে। আসলে কিছুই না। রাগের ভান করছি। অনেক সময় সহজ কথায় কাজ হয় না। তখন রাগ দেখাতে হয়।

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

১২

Re: কিভাবে রাগান্বিত হয়ে চিৎকার চেচামেচি করা যায়!

লেখাটি LGPL এর অধীনে প্রকাশিত

১৩

Re: কিভাবে রাগান্বিত হয়ে চিৎকার চেচামেচি করা যায়!

১৪ সর্বশেষ সম্পাদনা করেছেন ফায়ারফক্স (৩০-০৪-২০১৩ ০০:৫৭)

Re: কিভাবে রাগান্বিত হয়ে চিৎকার চেচামেচি করা যায়!

শিপলু ভাইকে কাছাকাছি একবারই দেখেছি গেট টুগেদারে
দুই একটা কথাও হয়েছে, মনে হয়েছে খুব রাগি মানুষ donttell  sad sad

তবে শিপলু ভাই যথেষ্ট স্মার্ট সন্দেহ নাই, এরকম মানুষ সাধারনত রাগী হয় না

গেট টুগেদারে এতজনকে কাছে পেয়েছি বাসায় গিয়ে মনে হয়েছে এইরে কারও কারও সাথে তো কথাই বল হল না hairpull hairpull
আবার কারো কারো মোবাইল নাম্বার নেয়ারও ইচ্ছা ছিল............
এরপর গেট টুগেদার হলে নিয়ম থাকতে হবে ২ ঘন্টা গেজানো হবে, কেউ নিজ নিজ গ্রুপ করেও গেজাতে পারেন

১৫

Re: কিভাবে রাগান্বিত হয়ে চিৎকার চেচামেচি করা যায়!

আপনাদের সাজেশন মোতাবেক তার উপর এপ্লাই শুরু কইরা দিসি, কিছু তারে বইলা, আর কিছু না বইলা   big_smile

১৬

Re: কিভাবে রাগান্বিত হয়ে চিৎকার চেচামেচি করা যায়!

কলমে কালি নাই....

১৭

Re: কিভাবে রাগান্বিত হয়ে চিৎকার চেচামেচি করা যায়!

মিনহাজুল হক শাওন'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

১৮

Re: কিভাবে রাগান্বিত হয়ে চিৎকার চেচামেচি করা যায়!

১৯

Re: কিভাবে রাগান্বিত হয়ে চিৎকার চেচামেচি করা যায়!

আমি রাগতেই পারিনা। এজন্য বাস এ অনেক সমস্যা হয়। বংগদেশ রাগের দেশ। রাগ করে এ দেশে অনেক কিছুই হয়ে গেছে। তাই অল্পতে রেগে যওয়া অত্যাবস্যক। কোনো টনিক সাজেস্ট করেন ইনভারব্রাস ভাই যা সেফ হবে।

২০

Re: কিভাবে রাগান্বিত হয়ে চিৎকার চেচামেচি করা যায়!

আপনি তার প্রেমিকার সাথে প্রেম করা শুরু করে দিন।দেখবেন রাগ আসবেই ।