টপিকঃ কিভাবে রাগান্বিত হয়ে চিৎকার চেচামেচি করা যায়!
বিষয় টা কেমন যেন অদ্ভুত শোনা যায়! সবাই যেখানে রাগ কমানোর টিপস নিয়ে ঘাঁটাঘাঁটি করে, সেখানে রাগ বাড়ানোর!
আমার এক চাচাতো ভাই আছে, যে রিসেন্টলি আমাকে বার বার জিজ্ঞাসা করছে, কিভাবে সে তার রাগ এর মাত্রা বাড়াতে পারে! আমি বললাম কেন! সে তখন তার প্রবলেম তুলে ধরল এইভাবে.........
"""সে যখন, ক্লাস এইটে পড়ে তখন থেকে সব কিছু লজিকেলি চিন্তা ভাবনা করা শুরু করে। এর পর ক্লাস নাইনে উঠার পর প্রেমে পড়ে। প্রেমিকার সামনে, প্রেমিকার মা-বাবার সামনে এক্কেবারে ভদ্র থাকতো। এরপর ধিরে ধিরে সমাজের সবার সামনেই ভদ্র ছেলে হিসেবে খ্যাত হয়ে গেলো! কিন্তু ধিরে ধিরে সে রিসেন্টলি অনুধাবন করলো যে তার রাগ হবার ক্ষমতা টা আছে, সে একটু এদিক সেদিক হলেই রাগান্বিত হয়ে যায়। কিন্তু সেটা প্রকাশ না করতে করতে এখন আর প্রকাশ ই করতে পারে না। কেউ তাকে একটা চর মারলে, সে প্রতিবাদ করতে ভয় পায়! ভাবে, কি লাভ গেঞ্জাম বাড়িয়ে! তার পরিবারের কারো সাথে কেউ জগরা করলে, সে গলা উঁচিয়ে দুটো কথা বলতে পারে না, মনে মনে চমৎকার যুক্তি সাজায় তার বিরুদ্ধে যে তার পরিবারের সাথে জগরা করছে, কিন্তু মুখে জোর শব্দে সেটা উপস্থাপন করতে পারে না! """
এই প্রবলেম গুলা থেকে মুক্তির রাস্তা কি আমার জানা নাই। আপনাদের কারো যদি জানা থাকে প্লিজ বলবেন। বেচারা অনেক কষ্টে আছে এই ব্যাপার টা নিয়ে এখন!