টপিকঃ লিব্রে অফিসের হেডার/ফুটারে বাংলায় পৃষ্ঠা সংখ্যা লিখবো কিভাবে?
লিব্রে অফিসের হেডার/ফুটারে বাংলায় পৃষ্ঠা সংখ্যা লিখবো কিভাবে?
লিব্রে অফিসের Insert --> Fields --> Page Number/Page Count অপশন ব্যবহার করে তা করতে চাচ্ছি।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » ওপেন সোর্স ও বাংলা কম্পিউটিং » লিব্রে অফিসের হেডার/ফুটারে বাংলায় পৃষ্ঠা সংখ্যা লিখবো কিভাবে?
লিব্রে অফিসের হেডার/ফুটারে বাংলায় পৃষ্ঠা সংখ্যা লিখবো কিভাবে?
লিব্রে অফিসের Insert --> Fields --> Page Number/Page Count অপশন ব্যবহার করে তা করতে চাচ্ছি।
Tools → Options → Language Settings → Languages → Locale setting = Bengali (Bangladesh)
Tools → Options → Language Settings → Complex text layout → Numerals = System
সমস্যা হইলো এতে সমস্ত সংখ্যাই বাংলা হয়ে যায়। এমনকি স্বাভাবিক টেক্সটের মধ্যে ওয়েব এড্রেসের মধ্যকার সংখ্যাগুলোও ইংরেজি থেকে বাংলা ডিজিটে চলে আসে। আমি অবশ্য এই ধরণের সমস্যায় উবুন্টু ফন্ট থেকে স্পেশাল ক্যারেকটার দিয়ে একটা একটা করে বাংলা ডিজিট পরিবর্তন করে দিয়েছি।
ধন্যবাদ।
সমস্যা হইলো এতে সমস্ত সংখ্যাই বাংলা হয়ে যায়। এমনকি স্বাভাবিক টেক্সটের মধ্যে ওয়েব এড্রেসের মধ্যকার সংখ্যাগুলোও ইংরেজি থেকে বাংলা ডিজিটে চলে আসে। আমি অবশ্য এই ধরণের সমস্যায় উবুন্টু ফন্ট থেকে স্পেশাল ক্যারেকটার দিয়ে একটা একটা করে বাংলা ডিজিট পরিবর্তন করে দিয়েছি।
কিভাবে করেছেন বিস্তারিত বললে উপকৃত হতাম। ধন্যবাদ।
এটা আসলে একটা ম্যানুয়াল পদ্ধতি:
আমার ঠিকানা দেখাচ্ছিলো এমন:
http://forum.projanmo.com/topic৪৩৩১৫.html
তখন Insert --> Special Character ... ... এ গিয়ে Font = Ubuntu সিলেক্ট করে নিচের চিত্রের মত জায়গা থেকে একটা একটা করে সংখ্যা দিয়ে করেছি।
সম্পুর্ন টিউটোরিয়াল আকারে দিলাম। ডাউনলোড করে রাখলে পুরা জিনিষটা একত্রে থাকলো।
======আপডেট=========
আলাদা টপিক আকারে দিলাম:
লিব্রে অফিস টিউটোরিয়াল: পৃষ্ঠা নম্বর সহ সমস্ত সংখ্যা বাংলা করা
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » ওপেন সোর্স ও বাংলা কম্পিউটিং » লিব্রে অফিসের হেডার/ফুটারে বাংলায় পৃষ্ঠা সংখ্যা লিখবো কিভাবে?
০.০৫০৪৬০১০০১৭৩৯৫ সেকেন্ডে তৈরী হয়েছে, ৭৭.৯৮২৬০৪১৫৩১৮১ টি কোয়েরী চলেছে