Re: এক সূঁচেই টিউমার/ক্যান্সার শেষ! চীনে নিয়ে চিকিৎসা
মানুষের মানবতাবোধ দিন দিন হারায়ে যাচ্ছে। রোগীর সেবার নামে চলছে শুধুই বাণিজ্য।
Re: এক সূঁচেই টিউমার/ক্যান্সার শেষ! চীনে নিয়ে চিকিৎসা
কাগজে বিশাল বিশাল বিজ্ঞাপন দেয় । তাদের কাছে বলে ক্যান্সার প্রতিরোধের এমন প্রযুক্তি আছে যা দুনিয়ার কোথাও নাই। তাহলে তারা নোবেল প্রাইজ পায় না কেন ?
Re: এক সূঁচেই টিউমার/ক্যান্সার শেষ! চীনে নিয়ে চিকিৎসা
সেবা দিয়ে পয়সা নিলে খারাপ লাগতও না কিন্তু এভাবে কেন??
Re: এক সূঁচেই টিউমার/ক্যান্সার শেষ! চীনে নিয়ে চিকিৎসা
গত সপ্তাহ থেকে এদের বিজ্ঞাপন আবার বেড়ে যাচ্ছে
৭ ১৬-০৫-২০১৩ ২০:৪০ সর্বশেষ সম্পাদনা করেছেন আউল (১৬-০৫-২০১৩ ২১:১৮)
Re: এক সূঁচেই টিউমার/ক্যান্সার শেষ! চীনে নিয়ে চিকিৎসা
Re: এক সূঁচেই টিউমার/ক্যান্সার শেষ! চীনে নিয়ে চিকিৎসা
Re: এক সূঁচেই টিউমার/ক্যান্সার শেষ! চীনে নিয়ে চিকিৎসা
আউল ভাই খুলে বলেন। আমরা জেনে সাবধান হই।
আমার বাবা মাড়ির ক্যান্সারে(!!!) এই হোমিওতে অনেক টাকা খরচ করেন, এনারা বলেন রোগ শেষ পর্যায়ে, এখন এই ছাড়া উপায় নাই
এর কারণ মাড়িতে ফোলা ও কোন অনুভুতি নেই।
দুই একজন সার্জন সহ একজন মেডিসিন বিষেশজ্ঞ বললেন, বায়োপসি করার জন্য
বাবা এতেই ভয় পেয়ে গেলেন। কারণ এর আগে আত্মীয়দের যারই বায়োপসি করা হয়েছে সবাই পজেটিভ এবং এই পরীক্ষা করতে যেভাবে মাংস কাটা হয় তাতেই রোগ আরও বাড়ে, বাবার ধারনা (কথা একদম মিথ্যা নয়)
তো যাই হোক এই ২ বছরে প্রত্যেক মাসে ৩/৪ টাকার হিসেবে অনেক টাকার শ্রাদ্ধ হল। এবং বাবাকে দেখলেই ডাক্তারের চোখ চকচক করতো (মানি স্মেল......)
আমি চিন্তা করলাম যদি মারাত্বক হবে, এখনো কিছু হল না কেন??
আবার ডাক্তারের কথা আমার এখানে এসেছেন বলেই ভাল আছেন (!!)
পরে আমি জোর করে বাবাকে গুলশানের এক বিদেশী ডাক্তার(ডেন্টাল) ও ডাঃ রতন (ডেন্টাল)
দেখালাম। ওনারা একটি ওপিজি করিয়ে আমাকে দেখাল, দাতে একটা ফাটল আছে সেখান দিয়ে অল্প অল্প খাদ্যকণা ঢুকতে ঢুকতে পচে গেছে, প্রথম দিকে ১২/১৫ বছর গে হয়ত ব্যাথা/পুঁজ হত কিন্তু গুরুত্ব না দেওয়ায় সেটা ডেভেলপড হয়ে সেখানকার নার্ভ ড্যামেজ হয়ে এক বিশ্রী অবস্হা হয়েছে।
এবং হোমিওতে সম্ভবত স্পিরিট মেশানো পানি খাওয়ানো হয়েছে (কথায় আছে কানাকে নুনু দেখালে পাপও নেই পূর্ণও নেই!!)
এবং ডাঃ রতন বললেন আরও ২/৩ বছর কোন সমস্যা হত না, হয়ত এর পর সিভিইয়ার আকার ধারণ করতো
উনি পরে দুইটি দাতের মাড়ি ওপেনিং সার্জারি (অনেক পুঁজ ও ময়লা বের হয়েছিল) ও দুটি দাতের রুট ক্যানেল ও ক্যাপ করা হয়েছিল টোটাল খরচ হয়েছিল ৪৮ হাজারের মত