টপিকঃ ঘোষণা সংক্রান্ত
ফোরামের উপরের দিকে ঘোষণা তে বাংলা ফন্ট ডাউনলোডের যে লিংক দেওয়া আছে তাতে ক্লিক করলে কিন্তু ফন্ট ইনষ্টলারের পরিবর্তে অমিক্রণ ল্যাবের ফন্ট তালিকায় নিয়ে যায় ;যেখানে একত্রে ফন্টগুলো ইনষ্টলার আকারে নেই। তাই মনে হয় একটু সম্পাদনা করে দিলে ভালো হয় ; যদিও খুব একটা সমস্যা নেই তবুও।