টপিকঃ Mountain Lion 10.8.3 এর ডুপ্লিকেট বা ক্লোন তৈরী উইন্ডোজ থেকেই ।
ম্যাক ও.এস.এক্স Mountain Lion 10.8.3 ইনস্টলের সহজ (সময় লাগবে মাত্র ৮/১০মিনিট)পদ্ধতি………………………….. ইন্টেল পিসিতে বিশ্বের ADVANCED অপারেটিং সিস্টেম Mac OS X Mountain Lion 10.8.3 (Restore From An Image )
অনেকের মতো আমিও উইন্ডোজ পিসিতে Mackintosh এর বুটেবল ISO এর বিভিন্ন ভার্সন (iAtkos,ideneb,Kalyway, Snow Leopard 10.6.8 Hazard) ইত্যাদি নামিয়ে ইন্টেল প্রসেসরযুক্ত পিসিতে ইনষ্টল দিয়েও বুট করাতে পারিনি । তাই বলে আশা ছাড়ি নি । খোজ করতে লাগলাম সহজ উপায় ইনষ্টলের পব্ধতি । সাইফ ভাইয়ের একটা টিউন ছিল টেকটিউনে সেটা ফলো করেও সফল হলাম না । ইনষ্টল সাকসেসফুল দেখিয়েছিল । হয়তো কার্ণেল পেনিক এর জন্য ম্যাক স্ক্রীণ আসে নি । তবে ক্লিন ইনষ্টল দিয়ে দেখিনি । প্রায় ৭/৮ বার চেষ্টা করেছি বুটেবল ম্যাক এর ডিভিডি দিয়ে বুট করার জন্য । সফল হয়নি ।
সফল হলাম আমার Asus-P5p43tdpro মাদারবোর্ডে (প্রসেসর-Intel Core2 Quad CPU Q8400 , GPU-NVIDIA GeForce GT 220) রাশিয়ান ভার্ষন এর Mac OS X এর ইমেজ রিস্টোর (ডুপ্লিকেট বা ক্লোন) করে উইন্ডোজ-৮ থেকেই । ডুয়েল বুট সি-ড্রাইভে উইন্ডোজ-৮ আর ডি-ড্রাইভে ম্যাক ওএস এক্স ।
এই পর্যন্ত আমার ডেস্কটপ পিসির ডি-ড্রাইভে ইমেইজ রিষ্টোর পদ্ধতিতে Snow Leopard 10.6.8, Lion 10.7.3 , Lion 10.7.5, Mountain Lion 10.8.2 এবং সবশেষে Mountain Lion 10.8.3 ইনষ্টল দিয়ে সফল হয়েছি । ল্যাপিতে টেষ্ট করি নাই ।
হ্যাকিন্টোষ কোনো ছেলে খেলা নয় । চাইলেই ইনষ্টল দিলাম এই চিন্তা মাথা থেকে বাদ দিতে হবে । কারন এই অপারেটিং সিস্টেম উইন্ডোজের মতো নয় যে সহজে আপনার পিসিতে ঝটপট ইনষ্টল হয়ে যাবে । তবে হ্যাকিন্টোষ ঝটপট ইনষ্টল হওয়ার ও উপায় আছে । আপনার পিসিকে যদি সেইভাবে প্রস্তত করে নেন । আমরা যখন পিসি ক্রয় করি তখন তো মাথায় থাকে না যে এইটা ম্যাক কম্পিটেবল কিনা বা হ্যাকিন্টোষ চলবে কিনা । কিনার পর মাথায় ভূত চাপে সালা হ্যাকিন্টোষ চালায়া দেখি কি হয় আর ধরা খান তখনই । যাক অনেক বকবক করলাম আসল কথায় আসি । যারা নিজ দায়িত্বে ট্রাই করবার চান তাহলে এই টপিকটা ভাল করে পইড়া তারপর আগাইবেন নইলে পরে পস্তাইবেন । কি টপিক লিখলো আমার ডেস্কটপ/ল্যাপির তো বারোটা বাজলো ।
উইন্ডোজে কি কি করতে হবে :
এখন কাজের কথায় আসি যারা উইন্ডোজ ৭ অথবা ৮ চালাইতেছেন ।যদি Mountain Lion 10.8.3 এর ইমেজ রিষ্টোর করতে চান তাহলে পার্টিশন ডি-ড্রাইভ যেন (প্রাইমারি ) ৫০জি.বি. NTFS ফরমেটের হয় । লজিক্যাল ড্রাইভে রিষ্টোর করলে হবে না ।
সাটা মোড যদি AHCI করা না থাকে তাহলে করে নিন ।
উইন্ডোজ-৮ ইনষ্টল করার পর কিভাবে AHCI এনাবল করবেন । নিচের লিন্ক থেকে রেজিষ্ট্রি ফাইলটি ডাউনলোড করে এক্সট্রাক্ট করে নিন ।
http://cdn.ithinkdiff.com/wp-content/up … 3/ahci.zip
এক্সট্রাক্ট করার পর রেজিষ্ট্রি ফাইলটির উপর মাউস রেখে রাইট ক্লিক করুন । যে পপআপ উইন্ডো আসবে মার্জ এ ক্লিক করুন । User Account Control নামে একটা পপআপ উইন্ডো আসবে সেখান থেকে ইয়েস বাটনে ক্লিক করুন ।এরপর পিসি রিষ্টার্ট দিয়ে বায়োসে ঢুকুন । (আসুস মাদারবোর্ড এর উদাহরণ) বায়োসের মেইন অপশনে গিয়ে কীবোর্ডের ডাউন এরো কী চেপে Storage Configuration সিলেক্ট করে কীবোর্ড থেকে এন্টার প্রেস করুন সাটা কনফিগারেনশন অপশন আসলে সাটা মোড AHCI করে নিন । সেভ করে বায়োস থেকে বের হয়ে আসুন ।
Mac OS X এর ইমেজ রিস্টোর করার আগে MultiBeast - Mountain Lion 5.2.1 ডাউনলোড করে নিন এই সাইট থেকে -
http://www.tonymacx86.com/home.php">tonymacx86
যদি ম্যাক ওএস রিষ্টোর করতে সফল হন ডিভাইস (অডিও,গ্রাফিক্স,নেট ) এর ড্রাইভার ইনষ্টল করার জন্য মাল্টিবিষ্ট কাজে লাগবে । তাই আগেই নামানো থাকলে সুবিধা ।
ইমেইজ রিষ্টোর করার জন্য R-Drive Image নেট থেকে নামিয়ে ইনষ্টল করে নিন ।
R-Drive Image দ্বারা কিভাবে ইনষ্টলকৃত রাশিয়ান ভাষার Exact Mac OS X 10.8.3 এর তৈরী করা ইমেজ এর ডুপ্লিকেট বা ক্লোন তৈরী করে আমার পিসিতে সেটআপ দিলাম তার বিবরণ নিম্নে দেওয়া হলো ।
Mac OS X 10.8.3 এর ইমেজ টরেন্ট থেকে ডাউনলোড করে নিন । রাশিয়ান টরেন্ট সাইট । রেজিষ্ট্রেসন করে নিন । রেজিষ্ট্রেসন ছাড়া ডাউনলোড করতে পারবেন না ।
টরেন্ট সাইটের লিন্ক >
http://rutracker.org/forum/viewtopic.php?t=4029581
ডাউনলোড করা Mac OS X Mountain Lion 10.8.3 এর ISO ফাইলটিতে ক্লিক করে রাইট ক্লিক করুন ।
রাইট ক্লিক করার পর যে পপআপ উইন্ডো আসবে Open with এ গিয়ে windows Explorer এ ক্লিক করুন
নিচের মতো চিত্র আসবে সেখান থেকে 1083 (image file of R-Drive image ) এ ক্লিক করে রাইট ক্লিক করুন >
পপআপ উইন্ডো আসলে Restore Image এ ক্লিক করুন >
R-Drive Image অপেন হবে । এরপর নিচের চিত্রের মতো ফলো করুন >
সিলেক্ট করলে লাল আন্ডারলাইন দেখতে পাবেন >
পার্টিশন টাইপ অবশ্যই প্রাইমারি এক্টিভ সিলেক্ট করা থাকবে ।
নেক্সট করে তারপর ষ্টার্ট বাটনে ক্লিক করুন >
১০মিনিটের মতো সময় লাগবে >
প্রসেসিং কম্পিলিট হওয়ার পর R-Drive Image ক্লোজ করে উইন্ডোজ রিষ্টার্ট দিন ।
আপনার পিসি রিষ্টার্ট দেওয়ার পর এইরকম বুট অপশনস দেখবেন >
বুট অপশনস hd(…) 1083 ড্রাইভে হাইলাইট থাকবে । কীবোর্ডের এন্টার কী প্রেস করলে একগুচ্ছ কেক্সট লোড হতে থাকবে>
লোড হতে সময় লাগবে অপেক্ষা করুন ৩০ থেকে ৪০ সেকেন্ড । লোড হওয়ার পর থেমে যাবে কিছু করার দরকার নেই >
ভাগ্য ভাল থাকলে আপনার পিসির কনফিগারেশন অনুযায়ি যদি মিলে যায় তাহলে ম্যাক স্ক্রীণ দেখতে পাবেন ডেস্কটপে রাসিয়ান ভাষায় ।
আর যদি উইন্ডোজ ৮/৭ এ যেতে চান বুট অপশনস হাইলাইট থাকা অবস্হায় কীবোর্ডের উপরের এরো কী চেপে hd(…..) Win-8/7 এ যান । কীবোর্ডের এন্টার কী প্রেস করেন তাহলে উইন্ডোজে যেতে পারবেন ।
ম্যাকে কি কি করতে হবে :
প্রথমেই রাশিয়ান ভাষা পরিবর্তন করে ইংরেজী করে নিন । রাশিয়ান ভাষা পরিবর্তন করে ইংরেজী করার জন্য নিচের ছবি গুলো অনুসরন করুন ।
ইংরেজী ভাষা চেন্জ করার পর আপলের আইকনে ক্লিক করুন পপআপ উইন্ডো আসবে নিচের চিত্রে দেখানো অপশনে ক্লিক করুন
পিসি রিষ্টার্ট হলে ম্যাকে প্রবেশ করুন ভাষা ইংরেজী দেখতে পাবেন
এরপর কিছু সেটিংস ঠিকঠাক করে নিতে হবে :
প্রথমেই মনিটরের রেজুলিউশন ঠিক করে নিন চিত্র >
অডিও ড্রাইভার ইনষ্টল মাল্টিবিষ্ট দ্বারা :