টপিকঃ CSSHat, CSS3 Generator

http://d.pr/i/7iHf+

আমরা অনেকেই PSD to HTML এর কাজ করি এজন্য আমাদের ফটোশপে বসে বসে অবজেক্টগুলোর Size, Radius, color code, gradient ইত্যাদি কোডে রুপান্তর করতে হয়। এই কাজে প্রচুর সময় যায় তাতে কোন সন্দেহ নেই, এই সময়টা বাচিয়ে দেয়ার জন্য দারুন একটা জিনিসের সন্ধান কিছুদিন আগে পাই। এটার নাম হল CSSHAT। এটার ব্যাবহার এতটাই সোজা যে জাস্ট লেয়ার সিলেক্ট করলেই এটা সিএসএস জেনারেট হয়ে থাকে তারপর তো কপি এন্ড পেস্ট wink

দেখা যাক কি কি প্রপার্টির কোড জেনারেট করতে পারে,

http://d.pr/i/Glve+


যে ব্যাপারটা দারুন লেগেছে, এটা Normal CSS3, LESS, SCSS, SASS, Stylus, Stylus CSS ইত্যাদি সাপোর্ট করে, এক ক্লিকে ভেন্ডর প্রিফিক্স হাইড বা ইনসার্ট করা যায়, লেয়ারের নাম অনুসারে ক্লাস সহ সিএসএস জেনারেট করা যায় এমনকি প্রতিলাইন কোডের সাথে অটো কমেন্ট এড করার অপশন পর্যন্ত আছে।
এদের হোমপেজে প্লাগিনটা নেড়েচেরে দেখার ব্যাবস্থা আছে
কাজ করবে Photoshop CS4, CS5 এবং CS6 এর সাথে।

আপনার যদি কয়েকটি পিসি থাকে ইনক্লুডিং ম্যাক তাহলেও সমস্যা নেই, একটি লাইসেন্সের অধীনে আপনি 5টা পিসিতে ইনষ্টল করতে পারবেন।

এদের প্রোমোটাও দারুন লেগেছে,

ইন্সটলেশনসহ বিস্তারিত জানার জন্য FAQ পেজটা দেখা যেতে পারে।

এটার দাম 29.99 ডলার, তবে স্টুডেন্ট হলে 18 ডলারে কেনা যাবে, আজই একটা কিনলাম, আপাতত সন্তুষ্ট  big_smile

আশিফ শাহো'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: CSSHat, CSS3 Generator

টেষ্ট করে দেখতে ইচ্ছে করছে।  smile আপনার কপিটা..... smile smile smile
ওদের সাইটে গিয়ে দেখতে যাচ্ছি। পছন্দ হলে নিয়ে নেবো। ধন্যবাদ সন্ধান দেয়ার জন্য।

Re: CSSHat, CSS3 Generator

আমি চুপিসারে ব্যবহার করতেছিলাম  tongue অনেক চমৎকার একটা টুলস smile

Nothing to worry.....just enjoy....

সর্বশেষ সম্পাদনা করেছেন রেজওয়ানুর (২৪-০৪-২০১৩ ১২:০৩)

Re: CSSHat, CSS3 Generator

একটা ফ্রি অল্টারনেটিভ আছে, CSS3PS, এটাতে একটা ট্রাই দিতে পারেন। ফটোশপ পিএস ৩, ৪, ৫ এবং ৬ এ কাজ করবে। তবে এটা সিএসএস অনলাইনে (আসলে ওদের ভাষ্য মতে ক্লাউডে) ক্যালকুলেশন করে বলে ইন্টারনেট সংযোগ থাকতে হবে।
http://i1133.photobucket.com/albums/m581/rajwanur/css3ps_zpsefe72f07.jpg

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: CSSHat, CSS3 Generator

ফাঁকিঝুঁকি দেয়ার টুলস  tongue

সর্বশেষ সম্পাদনা করেছেন আশিফ শাহো (২৪-০৪-২০১৩ ১৩:৩৫)

Re: CSSHat, CSS3 Generator

রেজওয়ানুর লিখেছেন:

একটা ফ্রি অল্টারনেটিভ আছে, CSS3PS, এটাতে একটা ট্রাই দিতে পারেন। ফটোশপ পিএস ৩, ৪, ৫ এবং ৬ এ কাজ করবে। তবে এটা সিএসএস অনলাইনে (আসলে ওদের ভাষ্য মতে ক্লাউডে) ক্যালকুলেশন করে বলে ইন্টারনেট সংযোগ থাকতে হবে।

এটা ইউজ করছি অনেক দিন সন্তুষ্ট না, কোয়ালিটি ভাল মনেহয় নাই, এজন্যই বাধ্য হয়ে এটা কিনেই নিলাম  smile

forhan লিখেছেন:

ফাঁকিঝুঁকি দেয়ার টুলস  tongue

ফাকি দেয়ার কি আছে ভাই, ড়্যাপিডলি কাজ করা যায়  smile

@এমএনইউ আপনি কিনে ইউজ করতেছেন? কত দিয়ে কিনলেন/কোথায় পাইলেন?

Re: CSSHat, CSS3 Generator

কঠিন জিনিশ তো smile

দেখি টরেন্টে ক্যাডা ক্যাডা সেল করতেছে  wink

   নেই, আছে এবং নৈবচ নৈবচ . . . . .
   দেশ, দশ, দুনিয়া তথা বিশ্ব ব্রম্মান্ড হইতে নহে ষাইফ ঋাষেল আপাতত ফেসবুক হইতে আনা গাইয়েবুন

Re: CSSHat, CSS3 Generator

একপিস পাইলাম ফ্রিতে !

এই ব্যাক্তির সকল লেখা কাল্পনিক , জীবিত অথবা মৃত কারো সাথে মিল পাওয়া গেলে তা সম্পুর্ন কাকতালীয়, যদি লেখা জীবিত অথবা মৃত কারো সাথে মিলে যায় তার দায় এই আইডির মালিক কোনক্রমেই বহন করবেন না। এই ব্যক্তির সকল লেখা পাগলের প্রলাপের ন্যায় এই লেখা কোন প্রকার মতপ্রকাশ অথবা রেফারেন্স হিসাবে ব্যবহার করা যাবে না।