টপিকঃ ফালতু টিপস ৪: ফটোশপ ৭.০-এ ছবি Save for Web মুডে সেভ করতে না পারা
[ডিসক্লেইমার: ফোরামে সম্ভবত আমি-ই একমাত্র ব্যক্তি যে সবার কাছ থেকে উপকার নিয়ে বেড়ায় কিন্তু অন্যকে উপকার করার কোনো সাধ্য নাই- কারণ আমি টেকি-অন্ধ! কিন্তু মাঝেমধ্যে সাধ-আহ্লাদ হয় দুয়েকটি টিপস দেবার। এই ফালতু টিপস সিরিজ সেরকমই আহ্লাদের আউটপুট। আমরা মাঝেমধ্যেই এমন কিছু সমস্যায় পড়ি যেগুলো অন্যকে বললে হাসবে, কিন্তু যে সমস্যায় পড়েছে তার কাছে সেগুলো বিশাল কিছু একটা! ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে এসব সমস্যার সমাধান কীভাবে করা হয়েছে- তারই ভিত্তিতে এই সিরিজ চলবে। সুতরাং ফালতু টিপস থেকে সিরিয়াস কিছু আশা করা যাবে না।]
কাজ করছিলাম ফটোশপ ৭.০-এ। প্রিন্ট স্ক্রিন দিয়ে একটা ছবি ফটোশপে নতুন ফাইল খুলে পেস্ট করে সেভ করতে গেলাম Save for Web মুডে। এমনিতে ছবির সাইজ হয় ৩৩৫ কেবি কিন্তু Save for Web মুডে গিয়ে jpg এক্সটেনশন সিলেক্ট করে দিলে সেটা ৮ কেবিতে নেমে আসে। কিন্তু সেভ আর হয় না; মেসেজ আসে- ''Could not complete this operation because an assertion has failed''
বিরক্তির একশেষ! কারণ এই ঝামেলা এর আগে কখনও পোহাইনি। আমার অধিকাংশ কাজের গুরু গুগল। গুগল সার্চ দিয়ে দুটো উপায় পেলাম এ ঝামেলা থেকে মুক্ত হওয়ার।
১. কন্ট্রোল+অল্ট বাটন চেপে ধরে Save for Web-এ ক্লিক করা। - দেখলাম, কাজ হয়ে গেল।
কিন্তু বারেবারে এটা করা ঝামেলার, বিরক্তিকরও। দরকার স্থায়ী সমাধান।
২. উইন্ডোজের Run কমান্ডে গিয়ে লিখুন regedit। সেখান থেকে HKEY_CURRENT_USER সিলেক্ট কার পর Software-এ ক্লিক করে Adobe-এ যান। সবার শেষে Save For Web 3.0 দেখতে পাবেন। ওটা মুছে দিন। ব্যস, ঝামেলা খতম।
বাই দ্যা ওয়ে, আগেই বলেছি এটা গুগল গুরুর দেখানো পথ। আর পথের মালিক ইনি: http://forum.teamphotoshop.com/archive/ … 20104.html
আমি কেবল বাংলায় লিখলাম একটুখানি।
এমন ফালতু পোস্ট কেউ কি দেখেছে কখনও আগে!