টপিকঃ লিনাক্স মিন্ট বা উবুন্টু আনইন্সটল করার নিরাপদ উপায় কী?
আমরা অনেক সময় ইউন্ডোজের পাশাপাশি মিন্ট ইন্সটল করি সেকেন্ডারি অপারেটিং হিসেবে।
কিন্তু যখন মিন্ট এর দরকার থাকে না তখন আনইন্সটল করা সবচেয়ে সেফ উপায় কোনটি??
আমার খেত্রেঃ
আমি অনেক বার আন-ইন্সটল করার পর বুট মেনু গায়েব হয়ে যায় পরে হয়ত ফ্রি-বিসিডি দিয়ে জোড়া তালি দিয়ে ঠিক করেছি কিন্তু ১ সপ্তাহ চলার পর পার্মানেন্টলী ড্যামেজ। তখন নতুন করে উইন্ডোজ দেওয়া ছাড়া উপায় থাকে না।
আবার ধরুন পিসি অন করলে প্রথমে মিন্ট আসে আমি চাই সেভেন আসুক
এছাড়া বুট মেনুর চেহারা বদলানো কি সম্ভব??
মানে ইউন-৭ বুট করলে যেমন কালোর মধ্যে শুধু লেখা আসে ( দেখতে ভালই লাগে )
কিন্তু মিন্টে আসে একটা খোপের ভিতর!!! এমন যেন অচেনা অচেনা লাগে
এছাড়া আরও কিছু প্রশ্ন আছে এখন মনে আসছে না
পরে জানাচ্ছি