Re: মৃত্যুভীতি দূর করার উপায় কি?
Re: মৃত্যুভীতি দূর করার উপায় কি?
Re: মৃত্যুভীতি দূর করার উপায় কি?
জন্মিলে মরিতে হবে....অমর কে কোথা কবে।
মরতে কেউই চায়না........অাবার অনেকে অাত্মহত্যা করে, ব্যাপার হচ্ছে, মৃত্যু সম্পর্কে অাপনার দৃষ্টিভঙ্গি কি ? অাপানার বয়সই বা কত? , অাপনার এটা মানসিক সমস্যা, একটা ফোবিয়া। তবে মানুষ মরে তো একবারই, তাই অভিজ্ঞতা অর্জনের কোন সুযোগ নেই। কোন এক কবি লিখেছেন "মরার অাগে মরব না ভাই মরব না" অর্থ হল শারীরিক মৃত্যুর অাগে, মানসিক ভাবে মরা উচিত নয়, এটাই অাপনি অাউড়ে যান।
ENJOY AS U LIKE IT
২৫ ২২-০৪-২০১৩ ২০:৩৬ সর্বশেষ সম্পাদনা করেছেন মাহমুদ রাব্বি (২২-০৪-২০১৩ ২০:৪৩)
Re: মৃত্যুভীতি দূর করার উপায় কি?
Re: মৃত্যুভীতি দূর করার উপায় কি?
মৃত্যুভীতি খুব একটা নেই ওইভাবে, কিন্তু যখন মনে হয় এই সুন্দর পৃথিবীতে আমি থাকবো না, আর সবাই নেচেগেয়ে বেড়াবে, ইন্টারনেট ব্রাউজিং করবে, কারিনার সিনেমা দেখবে, সুন্দর সুন্দর বই পড়বে, সিনেমা দেখবে, বেড়াতে যাবে পিজ্জা খাবে ইত্যাদি ইত্যাদি, তখন কেন যেন মাথাটা খালি হয়ে যায়। বিষয়টা কিছুতেই মানতে পারি না!
২৮ ২৩-০৪-২০১৩ ০৮:০৭ সর্বশেষ সম্পাদনা করেছেন অরিহন্ত (২৩-০৪-২০১৩ ০৮:০৯)
Re: মৃত্যুভীতি দূর করার উপায় কি?
ENJOY AS U LIKE IT