সর্বশেষ সম্পাদনা করেছেন সাফায়েত (১৯-০৪-২০১৩ ১৫:২১)

টপিকঃ ব্লু স্ক্রীন সমস্যা

Problem signature:
  Problem Event Name:    BlueScreen
  OS Version:    6.1.7600.2.0.0.256.1
  Locale ID:    1033

Additional information about the problem:
  BCCode:    19
  BCP1:    00000020
  BCP2:    86FF4998
  BCP3:    86FF4BF8
  BCP4:    084C0008
  OS Version:    6_1_7600
  Service Pack:    0_0
  Product:    256_1

Files that help describe the problem:
  C:\Windows\Minidump\041913-18985-01.dmp
  C:\Users\SPY\AppData\Local\Temp\WER-32307-0.sysdata.xml

Read our privacy statement online:
  http://go.microsoft.com/fwlink/?linkid=104288&clcid=0x0409

If the online privacy statement is not available, please read our privacy statement offline:
  C:\Windows\system32\en-US\erofflps.txt

Re: ব্লু স্ক্রীন সমস্যা

এ সমস্যা বিভিন্ন কারণে হতে পারে।

নতুন কোন সফটওয়ার ঠিক মত ইন্সটল না হলে।
কোন ড্রাইভারে সমস্যা হলে।
নতুন কোন ডিভাইস লাগালে আর তা ঠিক মত সাপোর্ট না করলে।
উইন্ডোসের সমস্যার কারনেও হতে পারে।
ইনটারর্নাল হার্ডওয়ারে কোন সমস্যা হলে।


=> নতুন কোন সফটওয়ার/ড্রইভার ইন্সটল করার পর এ সমস্যা শুরু হলে। আনইন্সটল বা রিইন্সটল করে দেখতে পারে।
=> অনেক সময় নতুন করে জানালা সেট আপ দিলে এই সমস্যা থাকে না।

"সংকোচেরও বিহ্বলতা নিজেরই অপমান। সংকটেরও কল্পনাতে হয়ও না ম্রিয়মাণ।
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"

Re: ব্লু স্ক্রীন সমস্যা

রেম খুলে পরিষ্কার করে রেমের অন্য আরেকটি স্লটে রেমটি লাগিয়ে দিন।দেখুন কিছুটা প্রতিকার পাওয়া যায় কিনা।

সব কিছু ত্যাগ করে একদিকে অগ্রসর হচ্ছি

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

Re: ব্লু স্ক্রীন সমস্যা

"সংকোচেরও বিহ্বলতা নিজেরই অপমান। সংকটেরও কল্পনাতে হয়ও না ম্রিয়মাণ।
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"

Re: ব্লু স্ক্রীন সমস্যা

পাওয়ার সাপ্লাইয়ে সমস্যা থাকলেও এমনটা হতে পারে অন্তত আমার পিসিতে এমনটা ঘটেছে ৷

Re: ব্লু স্ক্রীন সমস্যা

processor গরম হলে কি এটা হতে পারে?

Re: ব্লু স্ক্রীন সমস্যা

সব কিছু ত্যাগ করে একদিকে অগ্রসর হচ্ছি

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

সর্বশেষ সম্পাদনা করেছেন বোরহান (২৬-০৪-২০১৩ ০০:৩১)

Re: ব্লু স্ক্রীন সমস্যা