টপিকঃ যমজদের নিয়ে ডাক্তার ফোরামিকদের কাছে কিছু প্রশ্ন

যমজদের নিয়ে কিছুটা কৌতুহলী প্রশ্ন মাথায় আসলো। আশা করি ডাক্তার ফোরামিকরা আশা করি এই বিষয়ে আলোচনা করে আমাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি করবেন।  প্রথমে কিছু কৌতুহলী প্রশ্ন ঃ

১। যেসব যমজেরা দুজন একসাথে জোড়া থাকে, তাদের অনুভূতি কিভাবে কাজ করে? দুজনের শরীরের যেকোনো স্থানে স্পর্শ করলেই দুজনে টের পাবে?  না পেলে প্রত্যেকের অনুভূতির সীমা কতদূর?

২। তাদের শরীরের পুষ্টিবিধান কিভাবে হয়? দুজনকেই খাবার খেতে হয়? নাকি একজন খাবার খেলেই হয়?

৩। সাথেই আরেকটা প্রশ্ন (আমার কাছে যেটা বেশি গুরুত্বপূর্ণ ) যমজেরা কি একসাথে মারা যায়? না মারা গেলে একজনের মৃতদেহ কি জীবিত জনের শরীর থেকে পুষ্টি নিয়ে সতেজ  থাকে?

৪। বাংলাদেশেই দেখি এখন যমজদের আলাদা করার অপারেশন হয়। এ ধরনের অপারেশন কি খুবই ব্যায়বহুল?

৫। সর্বোপরি যমজ হওয়ার কারন কি?

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: যমজদের নিয়ে ডাক্তার ফোরামিকদের কাছে কিছু প্রশ্ন

এটা কোন যমজ? একই সাথে দুই দেহ বিশিষ্ট?

Re: যমজদের নিয়ে ডাক্তার ফোরামিকদের কাছে কিছু প্রশ্ন

Re: যমজদের নিয়ে ডাক্তার ফোরামিকদের কাছে কিছু প্রশ্ন

এদেরকে কনজয়েনড টুইন বলে। এটা বেশ রেয়ার কন্ডিশন, তাই এর সম্পর্কে খুব একটা জানা নাই। গুগলিং করেই উত্তর দিচ্ছি। আমাদের এশিয়ানদের মধ্যে টুইন-এর ইন্সিডেন্স কিন্চিৎ বেশি দেখা যায়, শ্বেতাঙ্গদের মধ্যে কম। কনজয়েনড টুইনদের ৫০% জন্মের আগেই মারা যায়।

এদের দেহ উভয়ের দেহ আলাদা - শুধু কোনো একটা অংশে একে অপরের সাথে ফিউজড থাকে; যেমন হার্ট, লিভার, স্টমাক, ক্ষুদ্রান্ত্র ইত্যাদি বডিপার্ট দুইজনেই শেয়ার করতে পারে। ঐ টুকু বাদ দিলে বাকী শরীর আলাদাই। যাদের পরিপাকতণ্ত্র শেয়ার্ড তারা যেকোনো একজন খাবার গ্রহণ করলেই চলে।

অপারেশনের খরচের ব্যাপারে ঠিকঠিকানা নাই। শরীরের কোন অংশ, কিভাবে ফিউজড আছে তার ওপর ভিত্তি করে সার্জারীর প্ল্যান তৈরী করা হয়।

কনজয়েনড টুইন কেন হয় তার সঠিক ব্যাখ্যা নাই। তবে একটি থিওরী বলে - এরা সাধারণ জমজ হিসাবেই আলাদাভাবে জন্ম নেয়, তবে ভ্রুণ গঠনের প্রাথমিক পর্যায়েই একটি ভ্রুণের স্টেমসেল-গুলো অপরটির স্টেম সেলের সংস্পর্শে এসে সংযুক্ত হয়ে যায়।

Calm... like a bomb.

সর্বশেষ সম্পাদনা করেছেন @m0N (১৯-০৪-২০১৩ ১১:৫৮)

Re: যমজদের নিয়ে ডাক্তার ফোরামিকদের কাছে কিছু প্রশ্ন

hit like thunder and disappear like smoke

Re: যমজদের নিয়ে ডাক্তার ফোরামিকদের কাছে কিছু প্রশ্ন

যমজ শিশু অনেকরকম ভাবে জন্ম নিতে পারে, যেমন- কোন মহিলা একই সঙ্গে দুটো বা তার অধিক ডিম্বানু ছাড়লে, ঐ মহিলার গর্ভে যমজ শিশু অাসবে, এদের বলা হবে "ফ্র্যাটারন্যাল টুইন" এদের লিঙ্গ একই বা অালাদা অালাদা অর্থাৎ,  ছেলে-মেয়ে, মেয়ে-মেয়ে বা ছেলে-ছেলে হতে পারে।  অাবার একটা ডিম্বানু নিষিক্ত হবার পর কোন কারণ বশতঃ দুই বা অধিক ভাগে ভেঙে যায়, এর ফলে জন্ম হয় "অাইডেন্টিক্যাল টুইন", যাদের লিঙ্গ একই হয়, এবং চেহারা, একে অপরের কার্বন কপি হয়।  কনজুগেটেড টুইন উপোরোক্ত দুটো পদ্ধতির দ্বারাই জন্ম নিতে পারে, তবে এক্ষেত্রে তাদের শরীরগুলো সম্পূর্ণ ভাবে পৃথক হতে পারেনা। অারও অনেক রকম ভাবে যমজ শিশু জন্মাতে পারে, যেগুলো খুবই কম পাওয়া যায়।

Life IS Neither TEMPEST, NOR A midsummer NIGHT'S DREAM, BUT A COMEDY OF Errors,
ENJOY AS U LIKE IT

Re: যমজদের নিয়ে ডাক্তার ফোরামিকদের কাছে কিছু প্রশ্ন

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

সর্বশেষ সম্পাদনা করেছেন ফায়ারফক্স (১৯-০৪-২০১৩ ১৪:৩১)

Re: যমজদের নিয়ে ডাক্তার ফোরামিকদের কাছে কিছু প্রশ্ন

প্রথম আলোতে দেখেছিলাম এমেরিকাতে টুইন এক্সিলেট করার ঔষধ বেশী হারে বিক্রি হচ্ছে। বন্ধাদের চিকিৎসার জন্য এই ড্রাগ প্রথম্র ইউজ হত। এতে ফার্টিলিটি বাড়ে ফলে স্বাভাবিক প্যারেন্টরাও বেআইনী ভাবে এটা নিচ্ছে শুধু ফানের জন্য।
তাদের কাছে টুন বেবী একপ্রকার ফান। বেসিক্যালি হরমোন টাইপ ড্রাগ।

আসলে বয়লার মুরগী ভাল বলতে পারে এইসব ড্রাগ কেমন ফান!!
দেশের কিছু নিষিদ্ধ পল্লীতে মেয়েদের হাই ফ্রিকোয়েন্সিতে ষ্টেরয়েড খাওয়ানো হয় (গরু মোটাতাজা করা হয় এই ড্রাগ দিয়ে neutral )এবং পরে তারা ইচ্ছা থাকলেও এই হেবিট বাদ দিতে পারে না। ইউএন এর একটি ভিডিও দেখেছিলাম ইউটিউবে  sad
এছাড়া আমাদের দৈনন্দিন হাইব্রিড ফল, শব্জি ও অন্যান্য ফুড খেতে খেতে  কিন্তু ভবিষ্যতে আমাদের এই রকম ম্যালফাংশান কমন হতে পারে।

Re: যমজদের নিয়ে ডাক্তার ফোরামিকদের কাছে কিছু প্রশ্ন

Life IS Neither TEMPEST, NOR A midsummer NIGHT'S DREAM, BUT A COMEDY OF Errors,
ENJOY AS U LIKE IT