টপিকঃ ওয়েব সাইটে হঠাৎ করে ভিজিটর বেড়ে গেছে
গুগল অ্যানালাইটিক্সের রেজাল্ট দেখতে গিয়ে দেখি গতকাল আমার ওয়েব সাইটে হঠাৎ করে ভিজিটর প্রচুর বেড়ে গেছে, যেটা একেবারেই অস্বাভাবিক। প্রতিদিন যতো ভিজিট হয়, গতকাল হয়েছে তার অন্তত দশগুণ বেশি। এ সময়ে সাইটে এমন কোনো লেখা প্রকাশিত হয় নি বা এমন কিছু হয় নি যে, এতো ভিজিটর আসতে পারে। বিষয়টি একেবারেই বুঝতে পারছি না।
সিপ্যানেলের রেকর্ড দেখে মনে হলো, নির্দিষ্ট কিছু আইপি থেকে প্রচুর ভিজিট করা হয়েছে।
এগুলো যে বট-ভিজিট সেরকমটাও না। সবচেয়ে বড় কথা, এই ভিজিটগুলো শুধু আর্টিক্যাল ভিজিট না, ভিজিটগুলো হয়েছে টেমপ্লেট, প্লাগইন ইত্যাদি ফাইলেও- যেগুলো একজন সাধারণ ভিজিটরের ক্ষেত্রে হওয়ার কথা না (ছবি দেখুন)। জুমলার সর্বশেষ পাঁচ জন লগড-ইন ভিজিটরের তালিকা থেকে বুঝা গেল- গত দুদিনে আমি ছাড়া অন্য তিনজন অ্যাডমিনিস্ট্রেটরের কেউ ভিজিট করে নি। তাহলে এই অস্বাভাবিক ভিজিটরের উদ্দেশ্য কী হতে পারে? ভিজিটর নির্দিষ্টভাবে কোত্থেকে এসেছে সেটা সিপ্যানেল বা গুগল অ্যানালাইটিক্স থেকে কীভাবে বের করতে পারি? আপনাদের সহায়তা চাইছি।
বি.দ্র. সিপ্যানেলে চেক করে দেখলাম সাইটের ব্যান্ডউইথ কতোটুকু ব্যবহৃত হয়েছে, সেই স্ট্যাটিসটিকস আপডেট হয়েছে এপ্রিলের ৫ তারিখ পর্যন্ত। ৫ তারিখের পর থেকে ব্যান্ডউইথ ব্যবহারের আর কোনো আপডেট নেই। এটারই বা কারণ কী?