টপিকঃ চোখের ছানি অপারেশন করে লেন্স লাগাব উপদেশ প্রয়োজন

আমার পাপা'র দুটি চোখেই দেখতে সমস্যা হচ্ছে। ডাক্টাররা বলেছেন দুটিতেই ছানি পরেছে তাই লেন্স লাগাতে হবে। কেউ কি বলতে পারবেন কোন ব্রান্ডের লেন্স ভালো হবে? কোথায় করালে ভালো হবে? কত টাকা লাগতে পারে? অনেকেই অনেক কথা বলছে কিন্তু আমি চাই ভালো সলিউশন। ভালো একটা রেফারেন্স দিলেও উপকৃত হব। তার ডায়াবেটিস আছে তবে কন্ট্রোলে আছে। আজ সকালে বার্ডেম থেকে মাপালাম ৭.৮ আছে। আমি চাচ্ছি এই সপ্তাহের ভেতরেই একটা ডিসিশন নিয়ে আগামি সপ্তাহের প্রথমেই অপারেশন করিয়ে নেব।

অনেকেই হয়তো বলবেন বার্ডেমে করাতে, আমি সেখানেও দেখিয়েছি এবং কথা বলেছি। তারা এক এক জন এক এক মত দাম বলেন। তবে অনেকেই সেখানে করিয়েছেন, তাদের একেক জনের মতামর শুনে সেখানে করাতে চাচ্ছি না।

আপনেদের সহযোগীতার অপেক্ষায় আছি।

Re: চোখের ছানি অপারেশন করে লেন্স লাগাব উপদেশ প্রয়োজন

Re: চোখের ছানি অপারেশন করে লেন্স লাগাব উপদেশ প্রয়োজন

১০-১৫ এর একটা লেন্স আছে সম্ভবত।

Re: চোখের ছানি অপারেশন করে লেন্স লাগাব উপদেশ প্রয়োজন

আমি চট্টগ্রামের চক্ষু হাসপাতালের সন্বন্ধ্যে কিছু ধারনা দিতে পারি মানে কতো খরচ লাগে :
১৤ ৬ হাজার টাকার একটা অপারেশন ৤
২৤ ১১ হাজার টাকার একটা অপারেশন ৤
এটা হলো লেন্স ভেদে ৤  প্রথমটা কম দামি লেন্স আর দ্বিতীয়টা বেশী দামি লেন্স ৤  তবে ঔষোধ খরচ ছাড়া ৤ কার কেমন ঔষোধ লাগে সেটা তো আগে থেকে বলা যায় না ৤

সর্বশেষ সম্পাদনা করেছেন ফায়ারফক্স (১৫-০৪-২০১৩ ১৬:৫০)

Re: চোখের ছানি অপারেশন করে লেন্স লাগাব উপদেশ প্রয়োজন

খুব প্রয়োজন ছাড়া ডায়বেটিস এর রোগীর চোখ অপারেশন করা উচিৎ নয়।
আমি শুনেছি ডায়বেটিস থাকলে অপারেশনের ২/৩ বছরের মধ্যে রোগী মারা যেতে পারে......
যদিও ঔষধের উপর পড়ে এর সত্যতা পাঠ্য বইয়ে পাই নি কিন্তু চারপাশ থেকে প্রমাণ পেয়েছি sad
তবে যাই করা হোক অপারেশনের পর যাতে গ্লুকোজের মাত্রা কখনই না বাড়ে

আমার মতে লেন্স জার্মানের তৈরী গুলো ভাল...... তবে ফিজিশিয়ানকে যদি বলেন সবচেয়ে বেশি দামেরটা দেন তখন সেই কুমিরের বাচ্চা দেখানোর মত ১০ হাজারের লেন্স ২৫ হাজার নিবে।
আমি বলছি না যে তারা খারাপ লেন্স দিবে। মানে ধরুন সবচেয়ে দামী পাওয়া যায় ক্রাইজল বা জনসন কোম্পানীর এবং দাম ১০ হাজার, এবং আপনি বললেন দামীটাই দেন তখন আপনার সবচেয়ে দামী ডিমান্ড শুনে এই জিনিসই ২৫ হাজারে দিবে।

আর ক্লিনিক বা হাসপাতালে কিন্তু অথারিটিই সব কেনে। ভাল কোনটা কোন্টা এটা জানতে চক্ষু বিশেষজ্ঞ বা মেডিক্যাল সাপ্লাইয়ার দোকান এ যোগাযোগ করুন।  পিজি ও মিটফোর্ড এর আসেপাশে অনেক আছে।

আরেকটা কথা বলব সামর্থ থাকলে পাশের দেশ ভারতের চেন্নাইয়ে সংকর নেত্রালয়ে চিকিৎসা নিতে পারেন। যাওয়া আসার খরচটাই অতিরিক্ত এছাড়া সব খরচ কম। হয়ত চিন্তা করছেন ছোট অপারেশনের জন্য অতদূর কেন?? এতে কিন্তু একটা ভ্রমনও হল কি বলেন??

আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বলি
আমার বড় মামা দেশে চক্ষু ডাক্তারের ভুল ট্রিটমেন্টের কারনে অন্ধ হয়ে যান। উনার গত ২০ বছর ধরে ডায়বেটিস। কিন্তু কখনই ইনসুলিন লাগেনি। শুধু ডায়েট, ব্যয়াম ও মাঝে মাঝে ওরাল মেডিকেশন। তো দেশের ডাক্তার বুঝলেন যেহেতু তিনি ১ম শ্রেনীর সরকারী কর্মকর্তা এবং টাকা পয়সা ভালই আছে, তারা ইমোশনকে কাজে লাগালেন  "আপনার চোখে ঝাপসা দেখা কোন সাধারন রোগ নয়, দ্রুত চিকিৎসা না করালে অন্ধ হয়ে যাবেন" angry angry
মামা বললেন কত সময় আছে? তারা জানালেন ৪৮ ঘন্টা...... চিন্তা করেন হার্টের রোগীও অনেক সময় ৪৮ ঘন্টা সারভাইব করে। পরে তারা ১৮০০ ভোল্টের/ওয়াটের লেজার ও ইঞ্জেকশান দিয়ে ৮০,০০০ বিল করল।
এরপর চোখের ব্যন্ডেজ খুলে মামা কিছুই দেখেন না। তাদের ভবটা এমন এটাতো রোগীর ভাগ্যে ছিলই আমরা অনেক ট্রাই করেছি angry angry চামাড়ের দল
আমরা সবাই অসহায়ের মত চেয়ে থাকলাম। দেন এই ফোরামে লিখলাম। অনেক ডাক্তারের সাথে যোগাযোগ করলাম, আমরা সিউর মামার চাকরী থাকবে না। হয়ত মেডিকেল লিভ দেখিয়ে কিছুদিন দীর্ঘায়িত করা যাবে।
দেন ইমার্জেন্সি ভিসা নিয়ে চেন্নাই গিয়ে পরীক্ষা করে তারে জানালেন, অপটিক্যাল নার্ভ ড্যামেজ। এবং এর কারন বেশী ভোল্টের লেজার এবং মজার বিষয় আগে চোখে তেমন কোন সমস্যা ছিল না। চোখে কারন ছাড়া ১৮০০ ভোল্টের/ওয়াটের  লেজারে তারা অবাক।

তারপর ওখানে চোখের ভিতর সিলিকন জেল ইমপ্লান্ট করা হল এবং মামার অনেক সুস্থ্য।
এক চোখ সাদাকালো হয়ে গেছে মানে ওটা দিয়ে কালার দেখা যায় না।
আরেক চোখ মোটামুটি ভালই। তবে অতিরিক্ত আলো বা কম আলোয় কিছু দেখেন না।
এখন অফিসের সব কাজ করতে পারেন। পেপার পড়তে নিষধ করে দিয়েছেন ডাক্তার ১ বছরের জন্য (ছোট লেখা ও পড়ার পর টেনশানের কারনে সম্ভবত thinking)
লিখতে লিখতে অনেক কথা লিখে ফেললাম।
আশাকরি আংকেল দ্রুত সুস্থ্য হয়ে উঠবেন।

Re: চোখের ছানি অপারেশন করে লেন্স লাগাব উপদেশ প্রয়োজন

সর্বশেষ সম্পাদনা করেছেন ফায়ারফক্স (১৫-০৪-২০১৩ ১৭:০৭)

Re: চোখের ছানি অপারেশন করে লেন্স লাগাব উপদেশ প্রয়োজন

আমি নামটা বলতে চাচ্ছিলাম না, কিন্তু আউল ভাইয়ের কারনে বলতে হল
আমার মামার চোখের এই দূর্দশার কারন এই "হারুন আই ফাউন্ডেশান" waiting

সর্বশেষ সম্পাদনা করেছেন মাহমুদ রাব্বি (১৫-০৪-২০১৩ ১৭:৩০)

Re: চোখের ছানি অপারেশন করে লেন্স লাগাব উপদেশ প্রয়োজন

আমার এক আত্মীয় দুই এক মাস আগে ছানি অপারেশন করিয়েছে ল্যাব এইডে। এখন উনার হাই ডেফিনেশন (এইচডি) ভিশন। সুপার হিউম্যান ভিশন যাকে বলে আরকি।

Re: চোখের ছানি অপারেশন করে লেন্স লাগাব উপদেশ প্রয়োজন

১০

Re: চোখের ছানি অপারেশন করে লেন্স লাগাব উপদেশ প্রয়োজন

হুম সেখানে ফেইলর রেট কম।
তারা না পারলে প্রথমেই বলতে পারত আপনারা বিদেশ যান
সে না কইরা তারা মেকারি করল। চোখ জিনিসটাই সেন্সসেটিভ  ghusi

১১ সর্বশেষ সম্পাদনা করেছেন ঈদনান হোসেন (১৫-০৪-২০১৩ ২০:৪২)

Re: চোখের ছানি অপারেশন করে লেন্স লাগাব উপদেশ প্রয়োজন

১২

Re: চোখের ছানি অপারেশন করে লেন্স লাগাব উপদেশ প্রয়োজন

আমার বাবা-মার তিন বার (মোট চারটা) লেন্স লাগানো হয়েছে। প্রতিবারই পিজি হাসপাতাল থেকে লেন্স লাগানো হয়েছে। ২০০৫ সালে শুরুর দিকে যেই লেন্স ইউজ করেছিল তার দাম ছিল ১৮ হাজার টাকার মত। ২০১২ তে আবার করল। লেন্সের দাম ২৭ হাজার। প্রতিবারই আমরা "বর্তমান বাজারে অনেক চলছে এমন ভাল লেন্স" ইউজ করেছি। খুবই ভাল কোম্পানির লেন্স, রেয়ার লেন্স, ইউজ করিনি। সবগুলো লেন্সই জার্মানের ছিল।

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

১৩ সর্বশেষ সম্পাদনা করেছেন ঈদনান হোসেন (১৫-০৪-২০১৩ ২১:১৬)

Re: চোখের ছানি অপারেশন করে লেন্স লাগাব উপদেশ প্রয়োজন

১৪

Re: চোখের ছানি অপারেশন করে লেন্স লাগাব উপদেশ প্রয়োজন

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

১৫

Re: চোখের ছানি অপারেশন করে লেন্স লাগাব উপদেশ প্রয়োজন

১৬

Re: চোখের ছানি অপারেশন করে লেন্স লাগাব উপদেশ প্রয়োজন

১৭

Re: চোখের ছানি অপারেশন করে লেন্স লাগাব উপদেশ প্রয়োজন

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

১৮ সর্বশেষ সম্পাদনা করেছেন ঈদনান হোসেন (১৫-০৪-২০১৩ ২১:৫৩)

Re: চোখের ছানি অপারেশন করে লেন্স লাগাব উপদেশ প্রয়োজন

১৯ সর্বশেষ সম্পাদনা করেছেন রণ_এথিক্যাল হ্যাকার (১৫-০৪-২০১৩ ২২:১৫)

Re: চোখের ছানি অপারেশন করে লেন্স লাগাব উপদেশ প্রয়োজন

বাংলাদেশে যে ভালো ডাক্তার নেই বা চিকিৎসা নেই তা না। তবে এদেশের চিকিৎসা সংক্রান্ত শিক্ষার দোষেই হোক আর রোগী প্রতি ডাক্তারের সংখ্যা কম বা টাকার প্রতি মোহে বেশীর ভাগ ক্ষেত্রেই Hippocratic Oath মেনে চলবার কোন লক্ষন দেখি না। আমার বাবা'র বেলায়ও ফায়ারফক্সের মামার মত অবস্থা হতে চলেছিল। লাখ টাকা দিয়ে চিকিৎসা করবে কিন্তু সাকসেস রেট নিয়ে নিয়ে টাল্টি বাল্টি  angry অথচ পাশের দেশে নিশ্চিত সাকসেস রেট সহ অর্ধেক খরচে সুচিকিৎসা পেয়েছি। আমার বন্ধু মহলে সবাই ডাক্তার তাও দেশে সেবা নিতে ভয় লাগে। সম্ভব হলে ফায়ারফক্সের কথামত চেন্নাইয়ের "শংকর নেত্রালয়ে" চলে যান। এদেশেতো আগে কোন রোগ থেকে থাকলেও তার চিকিৎসাপত্র দেখেন না এমনকি বিশেষ কোন ওষুধে অ্যালর্জী আছে কিনা এ সব ব্যাপারেও নজর নেই। এখন ছোট কি আর বড় কি কোন রোগেই দেশে ভরসা পাই না (এর মানে এই নয় পাশের দেশে গেলেই সুচিকিৎসা তবে তুলনামূলক ভাবে ওদের দেশে এই ধরণের ঘটনা আমাদের তুলনায় কমই পেয়েছি।)

seeming is being

২০ সর্বশেষ সম্পাদনা করেছেন ঈদনান হোসেন (১৫-০৪-২০১৩ ২২:৪৬)

Re: চোখের ছানি অপারেশন করে লেন্স লাগাব উপদেশ প্রয়োজন