ফায়ারফক্স লিখেছেন:ম্যাট ভিপিএন চালু করলে রেশট্রিক্টেড সাইট ওপেন হয় কিন্তু ফোরাম ওপেন হয় না
আবার ভিপিএন অফ করলে ফোরাম ঢোকা যায় কিন্তু কিছু সাইটে যাওয়া যায় না 
ফ্রি ভিপিএনে এই ধরণের অনেক সমস্যা হতেই পারে। ঝামেলা এড়াতে পেইড ভিপিএন ব্যবহার করুন।
আর ভিপিএন ঠিক কী কারণে আপনি ব্যবহার করছেন? ব্লকড/রেস্ট্রিকটেড ওয়েবসাইট ভিজিট করার জন্য সাধারণত ভিপিএন ব্যবহার করা হয় না। ভিপিএন ব্যবহার করা হয় পাবলিক মিডিয়া যেমনঃ ইন্টারনেটের মধ্যে দিয়ে নিরাপদে তথ্য আদান-প্রদান করা জন্য। বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানগুলো তাদের শাখার মধ্যে নিরাপদে তথ্য আদান-প্রদানের জন্য ভিপিএন ব্যবহার করে থাকে। তো আরেকভাবে বলা যায়, প্রাইভেট নেটওয়ার্ককে পাবলিক নেটওয়ার্কের মধ্যে দিয়ে এক্সটেন্ড করার জন্য ভিপিএন ব্যবহার করা হয়। ভিপিএনের আরেকটা বড় সুবিধা হচ্ছে এটা ক্লায়েন্ট-এন্ড থেকে এনক্রিপ্ট করে তথ্য পাঠায় ফলে আইএসপির কাছ থেকে ব্রাউজিং হিস্টোরি লুকানো যায়। তবে আইপি প্যাকেটের ঠিক কতটুকু এনক্রিপ্ট করবে এটা নির্ভর করে মোডের উপর। যদিও অনেক দেশে আইন রয়েছে যেখানে ভিপিএন সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে লগ রাখতে হয়। আবার অনেক ভিপিএন সেবাদাতা প্রতিষ্ঠান ২৪ ঘন্টা পর পর লগ মুছে ফেলে।
দি ওনিয়ন রাউটার যা টর নামে পরিচিত। এটা ব্যবহার করা হয় আইডেন্টিটি বা পরিচিতি লুকানোর জন্য। ইউএস নেভি যেন তাদের পরিচিতি গোপন রেখে অনলাইনে বিচরণ করতে পারে সেজন্য এটা তৈরী করা হয়। বর্তমানে এটা ওপেন সোর্স প্রজেক্ট। টর নেটওয়ার্কের অসংখ্য র্যান্ডম নোড হয়ে রিকোয়েস্ট ডেস্টিনেশনে পৌঁছায়। ফলে মূল রিকোয়েস্ট কে করেছে সেটা খুঁজে বের করা বেশ কঠিন হয়ে পড়ে। শুধু তাই না, টরের রেসপন্স ধীর গতির হওয়ার এটা আরেকটা কারণ।
উপরোক্ত সেবা/প্রযুক্তিগুলোর আর্কিটেকচার দেখলে সহজেই বুঝতে পারবেন এগুলো ব্যবহার করলে ইউজারের রিকোয়েস্ট সরাসরি লোকাল/মাদার আইএসপি থেকে রিকোয়েস্টেড সার্ভারে যায় না। তাই এই সেবাগুলো ব্যবহারের মাধ্যমে ব্লকড/রেস্ট্রিকটেড ওয়েবসাইটগুলো ভিজিট করতে পারি। 