টপিকঃ ম্যাক ওএস(হ্যাকিন্টোশ) পিসিতে ইন্সটল করতে চাই
আমি আমার পিসিতে ম্যাক ওএস মাউন্টেইন লায়ন 10.8.3 (হ্যাকিন্টোশ ভার্সন) ইন্সটল করতে চাচ্ছি। আমি আসলে হ্যাকিন্টোশের ব্যাপারে তেমন কিছু জানিনা। কোনদিন ট্রাই করিনি। আপনারা কেউ এ ব্যাপারে একটু বিস্তারিত বললে ভাল হয়। আইএসও ইমেজ ডাউনলোড করার পর কিভাবে তা ইন্সটল করব এটা জানতে চাই। আমি কি পিসিতে ডুয়াল মোডে উইন্ডোজ এইটের সাথে এটা ব্যবহার করতে পারব?