টপিকঃ OSX-এ বাংলা কীবোর্ড (প্রভাত) ইনস্টলেশন
ম্যাক ওএস১০-এ নতুন ইউজারদের উদ্দেশ্যে সিস্টেমে বাংলা সাপোর্ট যোগ করার ছোট্ট একটি টিউটোরিয়াল। আমরা মুুলতঃ প্রভাত লেআউট ইনস্টল করবো - তবে একই পদ্ধতিতে রুপালী, ইউনিজয়, একুশে সহ যেকোন কীবোর্ড ইনস্টল করা যাবে।
প্রথমেই এই link থেকে প্রভাত লেআউট ডাউনলোড করে নিন:
probhat_mac_os_1.0.dmg আর্কাইভটি ওপেন করুন:
প্রভাত কীবোর্ড লেআউট ইনস্টল করুন:
ম্যাকে ডিফল্ট একটি চমতকার ফণ্ট দেয়া থাকে। সোলায়মান লিপি ও অন্যান্য ফণ্ট ইনস্টল করতে চাইলে একুশে-র সাইট থেকে ফণ্ট প্্যাকেজ ডাউনলোড করে নিন:
Bangla fonts for Mac OSX
ইনস্টলেশন সম্পুর্ণ হয়ে গেলে এবার Finder মেনু থেকে System Preferences সিলেক্ট করুন:
Languages & Text-এ প্রবেশ করুন:
এবার Input Sources ট্যাবে যান:
লিস্ট থেকে প্রভাত চেক করুন, এছাড়া "Show input menu in menu bar" অপশনটি চেক করুন:
এবার আপনার মেনুবারে আমেরিকান ফ্ল্যাগ আইকন দেখতে পাবেন; ওখানে ক্লিক করে প্রভাত কীবোর্ড সিলেক্ট করে নিন:
ব্যস! আপনার OSX এবার বাংলা ইনপুটের জন্য রেডী!
ওয়ার্ডপ্রসেসর
ইমেল
এমনকি টার্মিনালও!