টপিকঃ প্রকৃতি
বছর চারেক আগে আঁকা একটি ছবি। স্ক্যানার নাই, তাই মোবাইলে ছবি তুলে পোস্ট করলাম।
মাধ্যম: জলরং
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » চারুকলা » প্রকৃতি
বছর চারেক আগে আঁকা একটি ছবি। স্ক্যানার নাই, তাই মোবাইলে ছবি তুলে পোস্ট করলাম।
মাধ্যম: জলরং
ওয়াও! চমৎকার এঁকেছেন, অংকিতা! জলরং, না?
ইয়ে..আপনি কি চারুকলায় পড়তেন?
ধন্যবাদ উদাসীন দা।
নাহ্ আমি চারুকলায় পড়িনি। পড়লে কি আর ছবির এই দশা হয়
জামিল মন্ডল ভাইকেও ধন্যবাদ। ভাই চুপি চুপি প্লাস দিয়ে যান কেন? আপনার চমৎকার ছড়ার দু’লাইন শুনিয়ে যান না। প্রাণটা জুড়াই।
অংক খাতায় আঁকছ বুঝি
এহেম ছবি অংকিতা !
কিরাম জানি লাগে পাছে
ছিলা নাকি শঙ্কিতা ?
বনস্পতি বেড়া দিছ
ছাগল তবে খাবে কী ?
নালা না কি রাস্তা ওটা
সাঁকোর তলে দেয় উঁকি ?
নাহ্ আমি চারুকলায় পড়িনি। পড়লে কি আর ছবির এই দশা হয়
তা যা বলেছেন..... চারুকলায় কেউ শিক্ষিত হলে তিনি কি আর এই রকমের পেপারে আঁকেন..... তিনি আঁকতেন অঙ্কখাতার পাতায়
বাই দ্যা ওয়ে.... কোথায় লুকিয়ে রেখেছিলেন বলুনতো এই প্রতিভা...... আপনার বাড়ির আসেপাশে থাকলে হানা দিতুম.....
অংক খাতায় আঁকছ বুঝি
এহেম ছবি অংকিতা !
কিরাম জানি লাগে পাছে
ছিলা নাকি শঙ্কিতা ?
বনস্পতি বেড়া দিছ
ছাগল তবে খাবে কী ?
নালা না কি রাস্তা ওটা
সাঁকোর তলে দেয় উঁকি ?
ধন্যবাদ জামিল ভাই, সুন্দর ছড়ার জন্য।
ছাগল আর লতাপাতা খায় না এ যুগে।
হ্যাঁ নালাই।
অংকিতা লিখেছেন:
নাহ্ আমি চারুকলায় পড়িনি। পড়লে কি আর ছবির এই দশা হয়তা যা বলেছেন..... চারুকলায় কেউ শিক্ষিত হলে তিনি কি আর এই রকমের পেপারে আঁকেন..... তিনি আঁকতেন অঙ্কখাতার পাতায়
![]()
![]()
বাই দ্যা ওয়ে.... কোথায় লুকিয়ে রেখেছিলেন বলুনতো এই প্রতিভা...... আপনার বাড়ির আসেপাশে থাকলে হানা দিতুম.....
যখন অংক করতাম তখন অংক খাতার কোনায় কোনায় আঁকতাম...
আমার বাড়িতে হানা দিলে কিছুই পেতেন না....কোন যত্ন করিনি ওসবের। দেশ ছাড়ার পর মা খুঁজে খুঁজে ছবিগুলো বাঁধাই করে রেখেছিলেন তাও হাতেগোনা কয়েকটি!
আহা প্রেমে পড়ে গেলুম
ছবিটার
কোন যত্ন করিনি ওসবের। দেশ ছাড়ার পর মা খুঁজে খুঁজে ছবিগুলো বাঁধাই করে রেখেছিলেন তাও হাতেগোনা কয়েকটি!
দুঃখ পেলুম গো এত সুন্দর সৃষ্টিগুলির প্রতি এমন উদাসীন হলেন কি করে? আপনার মা-কে ধন্যবাদ জানাই, কারণ তাঁর জন্য এমন সুন্দর ছবি দেখলাম...... আপনি যে কেন একটা সাইট তৈরি করেন নি কে জানে.......। হাতে সময় থাকলে আবার রঙ-তুলি নিয়ে বসে পড়ুন...... হতেও তো পারে ম্লেচ্ছদের দেশ থেকে সম্মিলিত ভাবে প্রকাশিত হল একটি বই- উপন্যাস-ছড়া-কবিতা-চিত্রকল্প নিয়ে.......
আমি যাই সৃষ্টি করি (আসলে কিছুই সৃষ্টিশীলতা নেই আমার) যত্ন করে তুলে রাখি...... আশা করি একটু বড় হলে বাব্বা বাব্বা ডাক ছাড়বে আমার সৃষ্টিগুলি......
চমৎকার একেছেন
আঁকার হাত চমৎকার। প্রতিভাকে এভাবে নষ্ট হতে দেওয়া তো ঠিক নয়। আশা করি ভবিষ্যতে আরও চমৎকার চিত্রাঙ্কন পাবো আপনার কাছ থেকে।
texture paper এ আঁকা ............... বোঝাই যায়, ভালই আঁকা-আঁকিএর অভ্যেস ছিল
সুন্দর হইছে আপু।
মা গুলো সবসময়ই সবকিছু যত্ন করে রাখে!!!!
মারাত্মক হয়েছে আপু!
চমৎকার একেছেন...
এবার বাড়ি গিয়ে জলরং নিয়ে একটু কেরামতি করেছিলাম। আমার ছোটবোন টা রবি ঠাকুরের ছবি আঁকার চেষ্টা করতেছিল, এর ভিতরে আমি গিয়ে ব্যাগড়া বাধালাম। বললাম, "ভাল হয়নি, আমার কাছে দে, সুন্দর ফিনিশিং দিয়ে দিচ্ছি..." ছোটবোনের কাছ থেকে রংতুলি কেড়ে নিয়ে ফিনিশিং দিতে লাগলাম। যাই হোক আধ ঘন্টা চেষ্টা করে এমন কেরামতি দেখিয়েছিলাম যে, রবি ঠাকুরকে কেউ আর চিন্তেই পারেনি। চিনবে কি করে, রবি ঠাকুর ততক্ষণে বন-মানুষ হয়ে গেছে কিনা...
আপুরে.......................................অনেক.....................অনেক...........................অনেক..................
সুন্দর হইছে
texture paper এ আঁকার জন্য একটা আলাদা ফ্লেভার এসেছে আর জল রংতো অনেকধরনের আছে তুমি কোনটা ব্যাবহার করেছো।
আর একদম অবহেলা না কেমন বাবু সোনার মতন ( নাম জানি নাতো , তোমাকে ছবি দিতে বলেছিলাম তাওতো দিলে না)প্রতিভাও একটা সন্তান তাকেও আদর যত্নে বড় করতে হবে , ভালবাসতে হবে কেমন।
অনেক....অনেক...অনেক ভাল লাগলো ছবিটা
অসাধারন লাগলো
ছবিটার
আহা, আমি ভাবলাম কি জানি কি...
অংকিতা লিখেছেন:কোন যত্ন করিনি ওসবের। দেশ ছাড়ার পর মা খুঁজে খুঁজে ছবিগুলো বাঁধাই করে রেখেছিলেন তাও হাতেগোনা কয়েকটি!
দুঃখ পেলুম গো এত সুন্দর সৃষ্টিগুলির প্রতি এমন উদাসীন হলেন কি করে? আপনার মা-কে ধন্যবাদ জানাই, কারণ তাঁর জন্য এমন সুন্দর ছবি দেখলাম...... আপনি যে কেন একটা সাইট তৈরি করেন নি কে জানে.......। হাতে সময় থাকলে আবার রঙ-তুলি নিয়ে বসে পড়ুন...... হতেও তো পারে ম্লেচ্ছদের দেশ থেকে সম্মিলিত ভাবে প্রকাশিত হল একটি বই- উপন্যাস-ছড়া-কবিতা-চিত্রকল্প নিয়ে.......
আমি যাই সৃষ্টি করি (আসলে কিছুই সৃষ্টিশীলতা নেই আমার) যত্ন করে তুলে রাখি...... আশা করি একটু বড় হলে বাব্বা বাব্বা ডাক ছাড়বে আমার সৃষ্টিগুলি......
সৃস্টি নিয়ে পরিতৃপ্ত হতে পারিনা। সবসময় মনে হয় আমি ভাল কিছু করতে পারিনা...তাই এই উদাসীনতা।
আর আসলে এই ছবিটা আমার এদেশে আসার পরের ছবি, এর আগের কোন ছবি আমার কাছে নেই। দেশে গেলে ছবি তুলে আনতে হবে আরকি।
ও হ্যাঁ, উদাসীন দা বই ছাপালে আমি কিন্তু প্রচ্ছদ করে দেব
যত্ন করেই তো রাখবেন, দারুণ সব সৃস্টি যে! অলরেডী বাব্বা করা শুরু করে দিয়েছে
texture paper এ আঁকা
............... বোঝাই যায়, ভালই আঁকা-আঁকিএর অভ্যেস ছিল
সুন্দর হইছে আপু।
মা গুলো সবসময়ই সবকিছু যত্ন করে রাখে!!!!
ওটা টেক্সচার পেপার নাকি? জানতাম না। জলরং করা যায় দেখে কেনা। দেশে শুধু কার্ট্রিজ পেপারেই আঁকতাম, এখানে আসার পর অনেক চয়েস পাওয়া গেছে।
চমৎকার একেছেন...
![]()
এবার বাড়ি গিয়ে জলরং নিয়ে একটু কেরামতি করেছিলাম। আমার ছোটবোন টা রবি ঠাকুরের ছবি আঁকার চেষ্টা করতেছিল, এর ভিতরে আমি গিয়ে ব্যাগড়া বাধালাম। বললাম, "ভাল হয়নি, আমার কাছে দে, সুন্দর ফিনিশিং দিয়ে দিচ্ছি..." ছোটবোনের কাছ থেকে রংতুলি কেড়ে নিয়ে ফিনিশিং দিতে লাগলাম। যাই হোক আধ ঘন্টা চেষ্টা করে এমন কেরামতি দেখিয়েছিলাম যে, রবি ঠাকুরকে কেউ আর চিন্তেই পারেনি। চিনবে কি করে, রবি ঠাকুর ততক্ষণে বন-মানুষ হয়ে গেছে কিনা...
![]()
আমিও একবার ক্লাশে রবি ঠাকুর আঁকতে গিয়ে যা করেছিলাম! ..অবশ্য ক্লাশের সবারই এমন হয়েছিল সেদিন। স্যার বলল ‘ এই সবাই নীচে নাম লিখে দিও যে উনি রবি ঠাকুর!’
আপুরে.......................................অনেক.....................অনেক...........................অনেক..................
সুন্দর হইছে![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
texture paper এ আঁকার জন্য একটা আলাদা ফ্লেভার এসেছে আর জল রংতো অনেকধরনের আছে তুমি কোনটা ব্যাবহার করেছো।
আর একদম অবহেলা না কেমন বাবু সোনার মতন ( নাম জানি নাতো , তোমাকে ছবি দিতে বলেছিলাম তাওতো দিলে না)প্রতিভাও একটা সন্তান তাকেও আদর যত্নে বড় করতে হবে , ভালবাসতে হবে কেমন।
ধন্যবাদ রহস্য মানব।
এটা Reeves নামক একটা কম্প্যানির fine water colour। (নাম তো জানিয়েছিলাম।)
শরীফ আহম্মেদ, মুক্তবিহঙ্গ, কচিপাতা, রাবেয়া সুলতানা, আউল, ঈদনান হোসেন সবাইকে ধন্যবাদ।
ও হ্যাঁ, উদাসীন দা বই ছাপালে আমি কিন্তু প্রচ্ছদ করে দেব
স্পাইন-ডিমাই-১/৮-ব্লিড-সেপারেশন-প্যান্টন
অংকিতা লিখেছেন:ও হ্যাঁ, উদাসীন দা বই ছাপালে আমি কিন্তু প্রচ্ছদ করে দেব
স্পাইন-ডিমাই-১/৮-ব্লিড-সেপারেশন-প্যান্টন
এগুলো কি হাবিজাবি লিখচেন যে!
প্রজন্ম ফোরাম » চারুকলা » প্রকৃতি
০.০৬৯৯২১৯৭০৩৬৭৪৩২ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৮.৩৫৮৪৫১৬৩২২৬২ টি কোয়েরী চলেছে