Re: প্রকৃতি
ধন্যবাদ উদাসীন দা।
নাহ্ আমি চারুকলায় পড়িনি। পড়লে কি আর ছবির এই দশা হয়
জামিল মন্ডল ভাইকেও ধন্যবাদ। ভাই চুপি চুপি প্লাস দিয়ে যান কেন? আপনার চমৎকার ছড়ার দু’লাইন শুনিয়ে যান না। প্রাণটা জুড়াই।
Re: প্রকৃতি
অংক খাতায় আঁকছ বুঝি
এহেম ছবি অংকিতা !
কিরাম জানি লাগে পাছে
ছিলা নাকি শঙ্কিতা ?
বনস্পতি বেড়া দিছ
ছাগল তবে খাবে কী ?
নালা না কি রাস্তা ওটা
সাঁকোর তলে দেয় উঁকি ?
তবুও কী দুর্লঙ্ঘ দূরে!
৫ ১২-০৪-২০১৩ ২২:৩৬ সর্বশেষ সম্পাদনা করেছেন অরুণ (১২-০৪-২০১৩ ২২:৩৭)
Re: প্রকৃতি
Re: প্রকৃতি
Re: প্রকৃতি
আহা প্রেমে পড়ে গেলুম
ছবিটার
৮ ১৩-০৪-২০১৩ ০০:০৫ সর্বশেষ সম্পাদনা করেছেন অরুণ (১৩-০৪-২০১৩ ০০:০৭)
Re: প্রকৃতি
Re: প্রকৃতি
আঁকার হাত চমৎকার। প্রতিভাকে এভাবে নষ্ট হতে দেওয়া তো ঠিক নয়। আশা করি ভবিষ্যতে আরও চমৎকার চিত্রাঙ্কন পাবো আপনার কাছ থেকে।
Re: প্রকৃতি
texture paper এ আঁকা ............... বোঝাই যায়, ভালই আঁকা-আঁকিএর অভ্যেস ছিল
সুন্দর হইছে আপু।
মা গুলো সবসময়ই সবকিছু যত্ন করে রাখে!!!!
Re: প্রকৃতি
মারাত্মক হয়েছে আপু!
১৩ ১৩-০৪-২০১৩ ০৩:১৬ সর্বশেষ সম্পাদনা করেছেন অমিত ০০৭ (১৩-০৪-২০১৩ ০৩:১৮)
Re: প্রকৃতি
চমৎকার একেছেন...
এবার বাড়ি গিয়ে জলরং নিয়ে একটু কেরামতি করেছিলাম। আমার ছোটবোন টা রবি ঠাকুরের ছবি আঁকার চেষ্টা করতেছিল, এর ভিতরে আমি গিয়ে ব্যাগড়া বাধালাম। বললাম, "ভাল হয়নি, আমার কাছে দে, সুন্দর ফিনিশিং দিয়ে দিচ্ছি..." ছোটবোনের কাছ থেকে রংতুলি কেড়ে নিয়ে ফিনিশিং দিতে লাগলাম। যাই হোক আধ ঘন্টা চেষ্টা করে এমন কেরামতি দেখিয়েছিলাম যে, রবি ঠাকুরকে কেউ আর চিন্তেই পারেনি। চিনবে কি করে, রবি ঠাকুর ততক্ষণে বন-মানুষ হয়ে গেছে কিনা...
Re: প্রকৃতি
আপুরে.......................................অনেক.....................অনেক...........................অনেক..................
সুন্দর হইছে
texture paper এ আঁকার জন্য একটা আলাদা ফ্লেভার এসেছে আর জল রংতো অনেকধরনের আছে তুমি কোনটা ব্যাবহার করেছো।
আর একদম অবহেলা না কেমন বাবু সোনার মতন ( নাম জানি নাতো , তোমাকে ছবি দিতে বলেছিলাম তাওতো দিলে না)প্রতিভাও একটা সন্তান তাকেও আদর যত্নে বড় করতে হবে , ভালবাসতে হবে কেমন।
Re: প্রকৃতি
অনেক....অনেক...অনেক ভাল লাগলো ছবিটা