invarbrass লিখেছেন:ডেথ মেটাল বাদ দিলে বাকী জনরাগুলো মোটামুটি ঠিকই আছে।
Black metal and death metal music often emphasize nihilistic themes.
invarbrass লিখেছেন:বরং হার্ডরক-ওয়ালারাই কঠিন বিষয় নিয়ে গান বাঁধে। যেমন, মেগাডেথের বেশ কিছু গান আছে আর্থ-সামাজিক/রাজনৈতিক টপিক নিয়ে।
এই কারণেই System of a Down এর ভক্ত আমি।
invarbrass লিখেছেন:আমার বরং কালুয়াদের র্যাপ গানগুলো অফেনসিভলী মিসোগাইনিস্টিক লাগে। আমি রেসিস্ট নই, তবে এদের লিরিক্স/মিউজিক ভিডিও দেখলেই কেন যেন নিগ্রোদের "সাব-হিউম্যান" জাতীয় স্পিশিসের কথা মনে হয়। এদের পপুলার মিডিয়াগুলো দেখলে ধারণা হতেই পারে এরা মোটাদাগের বুমবুম, ব্লিংব্লিং, বুটি, বুয আর বুলেট ছাড়া আর কিছুই চেনে না।
অল্প সংখ্যক ব্ল্যাক আর্টিস্ট রেগুলার মিউজিক করেন, বাদবাকী বেশিরভাগই সেই বস্তাপচা গ্যাংস্টা ভগিচগি।
হাল আমলের এদের কারবার দেখলে মনেই হবে না যে জ্যাজ, ব্লুজ এমনকি রক ঘরানাও আফ্রিকান- আমেরিকান কমিউনিটি থেকে জন্ম নিয়েছে।
হা হা। এই বোঝা আর না বোঝা নিয়েই নিচের লিংকগুলায় আলোচনা করেছিলাম।
http://forum.projanmo.com/post392257.html#p392257
http://forum.projanmo.com/post392264.html#p392264
http://forum.projanmo.com/post392267.html#p392267
http://forum.projanmo.com/post392297.html#p392297
@ অমিত ০০৭ সবাই হাউক্কা-মাউক্কা চেচায় না। আর এখন থেকে বসে বসে মাথা ঝাকান কিন্তু বুঝে। 
hit like thunder and disappear like smoke