টপিকঃ ম্যাক ওএসটেন (OSX) বিষয়ক টপিক
ফোরামে বেশ কিছু OSX ইউজার আছেন। বিচ্ছিন্ন কিছু পোস্ট থাকলেও তেমন নির্দিষ্ট টপিক নেই। তাই এই থ্রেডের সূচনা।
ওএসটেন সম্পর্কিত সমস্যা, সমাধান, টিপস/ট্রিকসগুলো এখানে পোস্ট করতে পারেন।
টিপস দিয়েই শুরু করি...
OSX স্টার্টআপ কী:
অপারেটিং সিস্টেম বুট করার সময় (ম্যাক লোগো দেখালে) নীচের কী কম্বিনেশন প্রেস করলে:
C - বুটেবল সিডি/ডিভিডি/ইউএসবি থেকে বুট করার জন্য
D - এ্যাপল হার্ডওয়্যার টেস্ট ইউটিলিটি দিয়ে মেশিন চেক করতে চাইলে
N - নেটবুট (ল্যানে পিক্সি বুটসার্ভার থাকতে হবে)
T - টার্গেট ডিস্ক মোড (এটা সম্ভবত: ফাইল রিকভার করার জন্য)
Option - স্টার্টাপ ম্যানেজার রান করবে... আপনার পিসি মাল্টি-বুট (উইন্ডোজ/ম্যাক/লিনাক্স) হলে এটা কাজে আসবে
Shift - সেইফ মোডে বুট করার জন্য। এই মোডে একদম নূন্যতম কেক্সট (কার্ণেল এক্সটেনশন ড্রাইভার) লোড করবে। কোনো কারণে ওএস বুট না হলে সেইফ মোডে লগিন করে ট্রাবলশুটিং করতে পারবেন।
Cmd+V - Verbose মোড (লিনাক্সে যেমন বুট করার সময় টার্মিণাল মোডে মেসেজ দেখায়)
Cmd+S - সিংগল ইউজার মোড - কোনো গ্রাফিকাল ইণ্টারফেস পাবেন না, সরাসরি টার্মিণালে ড্রপ করবে
Cmd+R - রিকভারী মোডে বুট হবে। নতুন ম্যাকমিনি/ম্যাকবুকগুলোতে একটা হিডেন রিকভারী পার্টিশন দিচ্ছে এ্যাপল। ওটা ব্যবহার করে ওএস রিইনস্টল, ব্যাকাপ রিস্টোর, ট্রাবলশুটিং ইত্যাদি কাজ করতে পারবেন:
Opt+Cmd+P-R - ম্যাক পিসিতে PRAM (parameter RAM) বা NVRAM (non-volatile RAM) থাকে। এগুলো করাপ্ট হবার চান্স আছে। এই কী-কম্বো প্রেস করলে মেমরী রিসেট হয়ে যাবে।